শেখ হাসিনার প্রেস কনফারেন্সে সাংবাদিকদের ভূমিকা ধরে পদক্ষেপ নেবে অন্তর্বর্তী সরকার
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিটি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কে কেমন ভূমিকা রেখেছে, সেটি ধরে পদক্ষেপ নেবে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি, যেসব গণমাধ্যম আন্দোলনকারী শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে ফ্যাসিবাদী বয়ান তৈরি করেছে তাও চিহ্নিত করা হবে। বুধবার (২০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘জুলাই গণহত্যায় গণমাধ্যমের ভূমিকা: জবাবদিহিতা ও সংস্কার প্রস্তাব’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব বলেন, সেই সংবাদ সম্মেলনগুলো থেকেই ছাত্র-জনতার আন্দোলন নিয়ে প্রথম নেতিবাচক মন্তব্য উপস্থাপিত হয়। সেই ঘটনায় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের আওতায় আনার কথা জানান প্রেস সচিব।
এছাড়া শেখ হাসিনার সময়ে সম্পাদকদের ওপর সন্ত্রাসী হামলা হলেও সম্পাদক পরিষদ থেকে কোনো প্রতিবাদ জানানো হয়নি।গণমাধ্যমে গত ১৬ বছর কার কী ভূমিকা ছিল তা নিয়ে গবেষণা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
আলোচনা সভা থেকে সাংবাদিকদের অভিন্ন ওয়েজবোর্ড বাস্তবায়ন, বেতন-সুরক্ষা বাস্তবায়ন, স্বতন্ত্র মিডিয়া কমিশন গঠনসহ ৮টি সংস্কার প্রস্তাব দেয়া হয়।
উল্লেখ্য, বিদেশ সফর শেষে গণভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা ছিলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নিয়মিত ঘটনা। এর উদ্দেশ্য সফরের গুরুত্ব জাতির সামনে তুলে ধরা হলেও বেশিরভাগ সময়েই সেখানে তৈরি হতো বিব্রতকর পরিবেশ।