খেলাধুলা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রাউন্ড অব সিক্সটিনের ফিরতি লেগে আজ মুখোমুখি হবে দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল ও অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচটি রাত ২টায় অনুষ্ঠিত হবে মেত্রোপলিতানো স্টেডিয়ামে।

এর আগে, মাদ্রিদ ডার্বির প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে ২-১ গোলে হেরেছিলো অ্যাটলেটিকো মাদ্রিদ। শুধু তাই নয়, চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে কখনই নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জিততে পারেনি ডিয়াগো সিমিওনের দল। তাই আসরে টিকে থাকতে এবার ঘরের মাঠে ভাগ্য বদলের আশায় আলভারেজরা।

বিপরীতে, ঘরের মাঠে জয় পাওয়ায় কিছুটা ফুরফুরে মেজাজে রিয়াল মাদ্রিদ। তবে দলটির শঙ্কা কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে। মাংসপেশিতে অস্বস্তির কারণে অনুশীলনেও দেখা যায়নি তাকে। ক্লাবে নিজে নিজেই করেছেন ফিটনেস ট্রেনিং। আর অনুশীলনের শেষ ৩০ মিনিটে নিজেকে পরখ করেছেন এই ফরাসি তারকা।

নক আউট পর্বের সূচি ঠিক হওয়ার পরই অ্যাটলেটিকোর কোচ সিমিওনে বলেছিলেন, আমি রিয়াল মাদ্রিদের বিপক্ষে লড়াই নিয়ে কেবল একটি প্রশ্নের উত্তর দেব। আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দারুণ। দারুণ লড়াই হবে এবং আমরা প্রস্তুত।

যদিও প্রতিপক্ষের মাঠে প্রবল প্রতিদ্বন্দ্বিতার পর ২-১ এ হার মানে অ্যাটলেটিকো। চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল। আজ কি আনচেলত্তির দলকে থামাতে পারবে সিমিওনের শিষ্যরা?

এদিকে, আজ রাতে চ্যাম্পিয়ন্স লিগের অপর ম্যাচে আর্সেনাল আতিথ্য দেবে পিএসভিকে। সেই ম্যাচটিও অনুষ্ঠিত হবে রাত ২টায়।

ইংলিশ প্রিমিয়ার লিগে পিছিয়ে পড়েও ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠ থেকে পয়েন্ট নিয়ে ফিরেছে আর্সেনাল। তবে শিরোপার দৌড়ে পিছিয়ে গেলো গানাররা। অপরদিকে, লেস্টার সিটিকে হারিয়ে জয় তুলে নিয়েছে চেলসি।

রোববার (৯ মার্চ) দিবাগত রাতে মাঠে গড়ায় প্রিমিয়ার লিগের একাধিক ম্যাচ।

ওল্ড ট্রাফোর্ডে প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে ডি-বক্সের বাইরে থেকে বাঁকানো ফ্রি কিকে বল জালে পাঠান ইউনাইটেড ফরোয়ার্ড ব্রুনো ফার্নান্দেস। লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধেও আর্সেনালের ওপর চড়াও হয় রেড ডেভিলসরা। তবে ৭৪ মিনিটে ডেকলান রাইসের শট পোস্টে লেগে জালে জড়ালে সমতায় ফেরে আর্সেনাল। এরপর বাকি সময়ে দুই দলের কেউই আর গোলের দেখা না পেলে ইউনাইটেডের মাঠে হার এড়ায় মিকেল আর্তেতার শিষ্যরা।

শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে এক ম্যাচ কম খেলে ১৫ পয়েন্ট পেছনে থেকে টেবিলের দুইয়ে অবস্থান আর্সেনালের।

লিগের আরেক ম্যাচে লেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়েছে চেলসি। মার্ক কুক্কুরেলার একমাত্র গোলে জয় তুলে নেয় এনজো মারেস্কার দল। আক্রমণ-পালটা আক্রমণের পরেও এদিন স্টাম্পফোর্ড ব্রিজে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল।

তবে, দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটে শেষ হয় চেলসির অপেক্ষার প্রহর। এনজো ফার্নান্দেজের অ্যাসিস্ট থেকে স্প্যানিশ ডিফেন্ডার কুক্কুরেলার গোলে লিড নেয় চেলসি। একমাত্র গোলে কষ্টার্জিত জয় পায় নীল জার্সিধারীরা।

এই জয়ে ম্যানচেস্টার সিটিকে পিছনে ফেলে সেরা চারে উঠেছে চেলসি। ২৮ ম্যাচে ৪৯ পয়েন্ট এখন ব্লুজদের।

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির মেগা ফাইনাল আজ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড। পুরো টুর্নামেন্টে এক ভেন্যুতে খেলার সুবিধা পেয়েছে ভারত— এমন কথা শোনা গেছে অহরহ। ফাইনালের আগে এই মন্তব্যের জবাব দিলেন দেশটির সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তার মতে, পাকিস্তানের উইকেটে রীতিমতো রানবন্যা হয়। সেখানে ভারতীয় ব্যাটারদের খেলতে না পারাটাই বরং আক্ষেপের।

সৌরভের মতে ভারতীয় দল ইচ্ছে করে পাকিস্তানে খেলতে যায়নি বা নিজেদের পছন্দে দুবাইতে খেলছে, বিষয়টা এমন না। দেশটির সরকার পাকিস্তানে যেতে খেলোয়াড়দের অনুমতি দেয়নি। যার কারণে তাদের বাইরে খেলতে হয়েছে। সৌরভ বলেন, কিসের পছন্দ? ভারত তো নিজেদের ইচ্ছায় সব ম্যাচ দুবাইয়ে খেলতে রাজি হয়নি। তারা পাকিস্তানে যেতে পারছে না, ভারতের সরকার অনুমতি দিচ্ছে না। এজন্য খেলতে হচ্ছে (দুবাইয়ে)। এটা তো ভারতীয় দলের হাতে নেই।

ভারতীয় ব্যাটারদের আক্ষেপের কারণ বর্ণনা করে তিনি বলেন, আমি বলতে পারি, ভিরাট কোহলি, রোহিত শর্মা, কেএল রাহুল, শ্রেয়াস আইয়ারের মতো ব্যাটসম্যানদের বরং খারাপ লাগছে লাহোর ও করাচির মতো উইকেটে খেলতে না পেরে। অন্য দলগুলি যেখানে ৩৫০ রান তুলছে। ইংল্যান্ড সাড়ে তিনশ করেছে, অস্ট্রেলিয়া তাড়া করে জিতেছে। নিউ জিল্যান্ড ৩৬০ করেছে। দুবাইয়ে সেখানে ২৪০-২৫০ রান হচ্ছে। কোহলি, রোহিত, শ্রেয়াস, শুভমান গিলরা ভাবছে, দুবাইয়ে অমন উইকেট কেন পেলাম না আমরা! পেলে তো তিন-চারটি সেঞ্চুরি হয়ে যেত। পাকিস্তানের যেতে না পেরে বরং ভারতই সুযোগ হারাচ্ছে নিষ্প্রাণ উইকেটে খেলার।

সবশেষ দুইটি আইসিসি ইভেন্টে ভারতকেও প্রচুর ভ্রমণ করতে হয়েছে এবং তারপরও তারা একটি শিরোপা জিতেছে বলে মনে করিয়ে দেন সৌরভ। ২২ বছর আগের বিশ্বকাপে ইংল্যান্ডের পদক্ষেপও আরেকবার স্মরণ করিয়ে দেন তিনি। বলেন, ভারত দেশের মাঠের বিশ্বকাপে ৯টি ভিন্ন শহরে খেলেছে। ওয়েস্ট ইন্ডিজে গিয়ে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে প্রায় হাফ ডজন ভেন্যুতে খেলে।

তিনি বলেন, ২০০৩ বিশ্বকাপে অধিনায়ক ছিলাম আমি, তখন জিম্বাবুয়েতে সফরে যায়নি ইংল্যান্ড। তারা জিম্বাবুয়েকে পয়েন্ট দিয়ে দিয়েছে, কারণ সেখানে গিয়ে খেলবে না। কাজেই সব দেশেরই নিজস্ব ধরণ আছে সবকিছুর এবং আমার মনে হয়, পাকিস্তান সফরে না যাওয়ায় ভারতীয় দল ও সরকারের কোনো ভুল এখানে নেই।

১৯৯৮ সালে বাংলাদেশে সর্বপ্রথম আয়োজিত হয় ওয়ানডে বিশ্বকাপের একই ফরম্যাটে আইসিসির আরেকটি টুর্নামেন্ট, যার নাম ছিল আইসিসি নকআউট ট্রফি। ততদিনে টি-টোয়েন্টি ক্রিকেট আসেনি। সময়ের প্রেক্ষাপটে টুর্নামেন্টটির নাম বদলে হয়েছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। চলতি আসর এটির নবম সংস্করণ। এই আসরে ব্যাট-বলে রানের ফুলঝুরি দেখেছে দর্শকরা। পাশাপাশি আগের সবগুলো আসরের বেশ কয়েকটি রেকর্ড ভেঙেছে এবারের এক আসরেই।

রোববার (৯ মার্চ) দুবাইতে ভারত-নিউজিল্যান্ড মেগা ফাইনাল দিয়ে পর্দা নামবে এবারের চ্যাম্পিয়নস ট্রফির।

সর্বোচ্চ ১৪টি সেঞ্চুরি হয়েছে এবারের আসরে। টুর্নামেন্টের ইতিহাসে এটি যেকোন এক আসরে সর্বোচ্চ শতকের সংখ্যা।

ইংলিশদের ধরাশায়ীর ম্যাচে ১৭৭ রানের অনবদ্য এক ইনিংস খেলেন আফগান তারকা ইব্রাহিম জাদরান। এটি চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগে এই আসরে অস্ট্রেলিয়ার বিপক্ষে বেন ডাকেটের করা ১৬৫ রানের ইনিংসটি এখন পর্যন্ত টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। আগের রেকর্ডটি ছিলো নিউজিল্যান্ডের নাথান অ্যাস্টলের। ২০০৪ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১৪৫ রানে অপরাজিত থাকেন এই কিউই ব্যাটার। দুই দশকের রেকর্ড এবারের আসরে দু’বার ভেঙেছে।

এখন পর্যন্ত ১২৭টি ছক্কার মার দেখেছে এবারের আসর। যা চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। ২০১৭ সালে ১১৩টি ছক্কা হয়েছিলো পুরো টুর্নামেন্টে। বাকি রয়েছে এখনও ফাইনাল। দেখা যাক কোথায় গিয়ে থামে ছয়ের সংখ্যা।

এবারের আসরের দ্বিতীয় সেমিফাইনালে মাত্র ৬৭ বলে সেঞ্চুরি হাঁকিয়ে দ্রততম সেঞ্চুরির রেকর্ডটা দখলে নেন ডেভিড মিলার। এই আসরে জস ইংলিশের করা ৭৭ বলে সেঞ্চুরিটি এখন টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম। এর আগে ২০০২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৭৭ বলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি করেছিলেন সাবেক ভারতীয় তারকা বীরেন্দ্র শেবাগ যা ২৩ বছরের রেকর্ড ভাঙার সাক্ষী এবারের দর্শকরা।

অপরদিকে, ম্যাচের হিসেবে মোট রানের রেকর্ডটিও হয়েছে এবারের আসরে। অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচে ৭০৭ রান দেখেছিলো ক্রিকেট বিশ্ব। এটি এখন শীর্ষে, দুইয়ে আছে দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে হওয়া ৬৭৪ রান। আগের রেকর্ডটি ছিলো ৬৪৩ রানের যা ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ও শ্রীলঙ্কার ম্যাচে হয়েছিল।

২০২৩ সাল পর্যন্ত প্রতিবছর ফিফা ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে প্রতিটি মহাদেশ বা কনফেডারেশনের চ্যাম্পিয়ন দলের সঙ্গে আয়োজক দেশের একটি দল নিয়ে। এবারই প্রথম ছয় মহাদেশ থেকে খেলবে ৩২ দল। বড় পরিসরে অনুষ্ঠিত এবারের ক্লাব বিশ্বকাপের প্রাইজমানি হবে ১০০ কোটি ডলার। যা সবশেষ কাতার বিশ্বকাপের প্রাইজমানির দ্বিগুনেরও বেশি। সেবার ৪৪ কোটি ডলার প্রাইজমানি দিয়েছিল ফিফা।

বৃহস্পতিবার (৬ মার্চ) এক আনুষ্ঠানিক বিবৃতিতে আসন্ন ক্লাব বিশ্বকাপের প্রাইজমানির ঘোষণা দেয় ফিফা। নতুন মডেলের এই আসরে অংশ নেবে সারা বিশ্বের ৩২টি ক্লাব। আগামী ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসর থেকে আয় হবে ২০০ কোটি ডলার।

ফিফা জানিয়েছে, আয়কৃত অর্থের পুরোটাই ভাগ করে দেয়া হবে ক্লাবগুলো মধ্যে। দেয়া হবে পারফরমেন্স ফি। পাশাপাশি ২০২৮ সাল থেকে নারী ক্লাব বিশ্বকাপ আয়োজন করবে ফিফা।

উল্লেখ্য, আগামী ১৪ জুন আসরের উদ্বোধনী ম্যাচে মায়ামির হার্ডরক স্টেডিয়ামে ইন্টার মায়ামি মুখোমুখি হবে মিসরের আল আহলির।

চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাজে ফর্ম নিয়ে বেশ সমালোচনা হয়েছিল ভারতীয় তারকা ব্যাটার বিরাট কোহলির। তবে মেগা টুর্নামেন্টে ব্যাট হাতে সমালোচনার জবাব দিয়েছেন তিনি।

টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে অনবদ্য সেঞ্চুরির পর সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষেও ফিফটি পেরিয়ে ছুটছেন কোহলি। এরই মাঝে তিনি আইসিসির ওয়ানডে টুর্নামেন্টে সর্বোচ্চ হাফসেঞ্চুরির বিশ্বরেকর্ডসহ কয়েকটি কীর্তি গড়েছেন।

এতদিন পর্যন্ত আইসিসির ওয়ানডে ফরম্যাটের বৈশ্বিক প্রতিযোগিতায় সর্বোচ্চ ২৩টি পঞ্চাশোর্ধ ইনিংস ছিল ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের। ৫৮ ইনিংস খেলে তিনি ওই কীর্তি গড়েছিলেন। তবে আজ ৫৩তম ওয়ানডে ইনিংসে শচীনকে ছাড়িয়ে গেলেন কোহলি। ওয়ানডের বৈশ্বিক প্রতিযোগিতায় তারই এখন সর্বোচ্চ ২৪টি পঞ্চাশোর্ধ রানের ইনিংস রয়েছে। এ ছাড়া তালিকায় থাকা রোহিত শর্মা ১৮, কুমার সাঙ্গাকারা ১৭ এবং রিকি পন্টিং পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছেন।

আরেকটি রেকর্ডে শচীনের পিছু নিয়েছেন ভারতীয় এই মাস্টার ব্লাস্টার। ওয়ানডেতে প্রতিপক্ষের লক্ষ্য তাড়ায় সর্বোচ্চ ৬৯টি পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলেন শচীন। যা ছাড়িয়ে যাওয়া এতদিন অসম্ভবই মনে হয়েছিল। তবে একই পরিস্থিতিতে ৬৮তম পঞ্চাশোর্ধ রান করে কোহলি তাকে ছাড়িয়ে যাওয়ার আগাম বার্তাই যেন দিয়ে রাখলেন! ফিল্ডিংয়েও আজ একটি রেকর্ড গড়েন কোহলি। ভারতের হয়ে নন-উইকেটকিপার হিসেবে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ১৬০টি ক্যাচ ধরেছেন।

এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ে সর্বোচ্চ রানসংগ্রাহকও এখন কোহলি। এই টুর্নামেন্টে তিনি খেলেছেন ১৭টি ম্যাচ। এক সেঞ্চুরি ও ৬ ফিফটিতে তার রান ৭০০ ছাড়িয়েছে। এতদিন ভারতের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ ৭০১ রান ছিল শেখর ধাওয়ানের। আর ক্রিকেট খেলুয়া সকল দেশের হিসেবে এখন কোহলির সামনে আছেন কেবল ক্রিস গেইল (৭৯১)। যেটা ফাইনালেই পার করে ফেলতে পারেন এই ব্যাটার।

নিউজিল্যান্ডের বিপক্ষে কেন ম্যাচ হারলো বাংলাদেশ? এই প্রশ্ন কাউকে করা হলে তার উত্তর দেবার জন্য বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। ক্রিকেট সম্পর্কে যাদের ন্যুনতম ধারণা আছে তারা সবাই বলতে পারবে ব্যাটিং ব্যর্থতায়। রাওয়ালপিন্ডির ব্যাটিং স্বর্গে ২৩৬ রানের পুঁজিকে সাদামাটা বলাটা ভুল হবে না। তাও আবার সেটা নিউজিল্যান্ডের মতো দলের সাথে করলে জয়ের আশা করাটা বাড়াবাড়ি বলতে হবে।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলছেন, মিডল ওভারে নিয়মিত উইকেট হারানোয় নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো পুঁজি আসেনি, আর তাতেই হেরেছে বাংলাদেশ। ব্যাটাররা এখনও বড় স্কোর করার সামর্থ্য অর্জন করেনি, হারের পর এমনটিও বলেছেন অধিনায়ক শান্ত।

তবে আসল প্রশ্ন কেন বারবার ব্যর্থ লাল সবুজের ব্যাটাররা? শান্ত, মুশফিক, হৃদয়রা কেন প্রায় প্রতি ম্যাচেই মুখ থুবড়ে পড়েন? বিশেষ করে আইসিসির বৈশ্বিক আসরে।

বিষয়টি নিয়ে নাজমুল হোসেন শান্ত বলেন, আইসিসির টুর্নামেন্টে কীভাবে ভালো করতে হবে এটা খেয়াল রাখতে হবে। আমার মনে হয়, দল হিসেবে প্রতিটি বিভাগেই ভালো করা জরুরি। দেখা যাচ্ছে, একদিন ওপরের দিকে ব্যাটিং ভালো হচ্ছে, একদিন মিডলে। আবার একদিন বোলিং, আবার দেখা গেল কোনদিন ফিল্ডিং ভালো হচ্ছে। এই হচ্ছে আমাদের অবস্থা। দল হিসেবে কালেক্টিভ পারফরম্যান্স করতে পারলে এসব টুর্নামেন্ট কিংবা বড় দলের বিপক্ষে জেতা সম্ভব হবে।

ভারতের বিপক্ষে ম্যাচে মাত্র ৩৫ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। লড়াই করে মিডল অর্ডার। নিউজল্যান্ডের বিপক্ষ এলো ভালো শুরু, পাওয়ার প্লে-তে ১ উইকেট হারিয়ে ৫৮ রান। কিন্তু এদিন ব্যর্থ মিডল অর্ডার। অবাক করার মতো বিষয় পুরো ম্যাচে ১৭৮টি ডট বল খেলেছে বাংলাদেশের ব্যাটাররা। ওভারের হিসেব করলে ২৯ ওভার ৪ বল, অর্থাৎ মাত্র ২০ ওভার ২ বলে রান নিতে পেরেছে শান্তর দল। যার ফল ২৩৬ রানের মামুলি পুঁজি আর বড় হার।

অধিনায়ক শান্ত এমন পারফরম্যান্সের ব্যাখ্যায় বলেন, এই ম্যাচের ডটের কথা যদি বলেন, আমরা ৫ ওভার কিংবা ১০ ওভার পর পর নিয়মিত উইকেট হারাচ্ছিলাম। ওইসময় ব্যাটারদের জন্য স্ট্রাইক রোটেট করে খেলা বেশ কঠিন ছিল। দুই একটা বড় পার্টনারশিপ হলে হয়তো এমনটা হতো না। আমাদের অভ্যাস করতে হবে কীভাবে ৩০০ করা যায়।

ব্যাটিংয়ের পাশাপাশি গত দুই ম্যাচে ফিল্ডিংটাও হয়েছে খুব বাজে। রানআউট আর ক্যাচ মিসের মহড়ায় প্রতিপক্ষ ব্যাটার সুযোগ পেয়েছে একাধিকবার। তবে মন্দের ভালো বোলিং। পাকিস্তানের ব্যাটিং স্বর্গেও ভালো বল করেছেন তাসকিন, মোস্তাফিজ, নাহিদ রানারা।

মিশরের রাজধানী কায়রোতে একটি ভবন ধসে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। সেই সাথে আরও আটজন আহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

দেশটির সংবাদপত্র আল-আখবার আল-ইয়ুমের তথ্য অনুযায়ী, কেরদাসার নামক ওই এলাকায় ইতোমধ্যে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে, যেখানে বেসামরিক প্রতিরক্ষা দল ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান করছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে এই ধস নেমেছে। ঘটনাটি তদন্তে ইতোমধ্যে পুলিশ কাজ করছে।

সাম্প্রতিক বছরগুলিতে শহরটিতে বেশ কয়েকটি মারাত্মক ভবন ধসের ঘটনা ঘটেছে, যার মধ্যে কিছু ভবনের জরাজীর্ণ অবস্থা এবং কখনও কখনও ভবন নির্মাণ বিধিমালা মেনে না চলার কারণেও ঘটেছে দুর্ঘটনা।

কাল থেকে শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বের দ্বিতীয় বৃহত্তম টুর্নামেন্ট চ্যাম্পিয়নস ট্রফির মহারণ। উদ্বোধনী দিন একমাত্র ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান ও নিউজিল্যান্ড। গ্রুপ-এ-এর এই ম্যাচটি অনুষ্ঠিত হবে করাচিতে। দিবারাত্রির ম্যাচটি শুরু হবে বিকাল তিনটায়।

এই আসরের মধ্যদিয়ে ২৯ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। তাইতো তিন হোস্ট শহর করাচি, লাহোর ও রাওয়ালপন্ডিকে নববধুর মতো সাজিয়েছে আয়োজকরা।

প্রথা অনুযায়ী স্বাগতিক আর বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে লড়াই। তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। বলা যেতে পারে, সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজের ফাইনালের লড়াইটা যেন আবারও ফিরে এলো। যে ম্যাচে পাকিস্তানকে হারিয়ে নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন হলেও, চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে ফেভারিটের তকমা দেয়া হচ্ছে পাকিস্তানকে। কারণ দলটির ফর্ম। সবশেষ ১০ ওয়ানডেতে ৭টি জয় পেয়েছ রিজওয়ান-বাবররা।

তবে দুর্বলতাও আছে পাকিস্তানের। ব্যাটিংয়ে বিচ্ছিন্নভাবে ক্রিটেটাররা রান পেলেও ধারাবাহিকতার বড্ড অভাব। যে কারণে কদিন আগেই ত্রিদেশীয় সিরিজের ট্রফি হাতছাড়া করেছে দলটি। শুধু সালমান আলী আগা ছিলেন ব্যতিক্রম। তবে শাহীন আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহদের নিয়ে গড়া পেস ডিপার্টমেন্ট জ্বলে উঠলে যে কোনো দলকে হারাতে পারে পাকিস্তান।

নিউজিল্যান্ডকেও পেছনে রাখার সুযোগ নেই। সবশেষ দুই ম্যাচেই পাকিস্তানকে হারিয়েছে ব্লাক ক্যাপরা। ত্রিদেশীয় সিরিজে ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছেন কেন উইলিয়ামসন। বল হাতে ছন্দে আছেন দুই পেসার পিটার ও’রোর্ক ও ম্যাট হেনরি। তবে টপ অর্ডারে টম ল্যাথাম, রাচিন রবিন্দ্র, আর মিডল অর্ডারে ডারিল মিচেল রান পেলে নিউজিল্যান্ডের পক্ষে শিরোপা জেতা অসম্ভব নয়। ব্লাক ক্যাপদের তুরুপের তাস হতে পারেন অলাউন্ডার গ্লেন ফিলিপসও।

লা লিগায় ওসাসুনার মাঠে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ওসাসুবার সাথে এই ড্রয়ে স্পেনের শীর্ষ লিগে টানা তিন ম্যাচে জয়শূন্য থাকল কার্লো আনচেলত্তির দল।

এদিন ম্যাচের তিন মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করে ভিনি। এর সাত মিনিট পর এমবাপ্পের শট রুখে দিলেও ম্যাচের ১৫ মিনিটে ঠিকই জালের ঠিকানা খুজে নেন এই ফরাসি স্ট্রাইকার।

তবে প্রথমার্ধের শেষ দিকে বড় ধাক্কা খায় রিয়াল। রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে লাল কার্ড খেয়ে মাঠ ছাড়েন বেলিংহাম। লিডে থেকেই বিরতিতে যায় আনচেলত্তি শিষ্যরা।

দ্বিতীয়ার্ধেও চলতে থাকে আক্রমণ পালটা আক্রমণের খেলা। এই অর্ধের শুরুতেই সফল স্পট কিকে ওসাসুনাকে সমতায় ফেরান বুদিমির। বাকি সময়ে বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করেও ফিনিশিংয়ের ওভাবে জালের দেখা পায়নি রিয়াল। পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট থাকতে হয় লস ব্লাঙ্কোসদের।

সম্পাদক ও প্রকাশক : মঈনুদ্দিন কাজল
deshermatidaily@gmail.com
০১৬১৫১১২২৬৬, ০১৬৭৩৫৬২৭১৬

দেশের মাটি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।