খেলাধুলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনসহ ১১ বোর্ড পরিচালকের সদস্যপদ বাতিল করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি এ তথ্য জানায়।

সদস্যপদ বাতিল হওয়া অন্যান্য পরিচালকরা হলেন– ইসমাইল হায়দার মল্লিক, শেখ সোহেল, শফিউল আলম চৌধুরী নাদেল, ওবেদ নিজাম, তানভীর আহমেদ টিটু, আ জ ম নাছির উদ্দীন, গাজী গোলাম মোর্ত্তজা, নজীব আহমেদ, মঞ্জুর কাদের ও অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম।

এই ১১ জন ছাড়া আরও তিনজন পরিচালকের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। তারা হলেন– এনায়েত হোসেন ও সাবেক দুই অধিনায়ক খালেদ মাহমুদ সুজন ও নাঈমুর রহমান দুর্জয়।

পাশাপাশি বরিশাল থেকে নির্বাচিত পরিচালক আলমগীর হোসেন মারা যাওয়ায় ক্রিকেট বোর্ডে সব মিলিয়ে ১৫টি পরিচালক পদ শূন্য হয়েছে। এদিকে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যেই কার্যনির্বাহী কমিটি নির্ধারণ করা হবে।

১৬ বছর পর সভাপতি পদে নতুন কাউকে পেলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সাবেক ফুটবলার ও বিএনপি নেতা তাবিথ আউয়াল বাফুফের সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি বাফুফের সাবেক সহ-সভাপতি।

শনিবার (২৬ অক্টোবর) দিনভর রাজধানীর একটি হোটেলে বাফুফের নিবার্চন অনুষ্ঠিত হয়। এবার ১৩৩ জন কাউন্সিলরের মধ্যে ১২৮ জন ভোট দিয়েছেন। সভাপতি পদে তাবিথ আউয়াল পেয়েছেন ১২৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী দিনাজপুরের ফুটবল কোচ মিজানুর রহমান চৌধুরী পেয়েছেন ৫ ভোট।

এর আগে ২০১২ ও ২০১৬ সালে বাফুফের সহ-সভাপতি নির্বাচিত হয়েছিলেন তাবিথ আউয়াল। ২০২০ সালে সহ-সভাপতি পদে টাই হয়েছিল। পুনরায় নির্বাচনে ৪ ভোটে হেরে যান তিনি।

দেশের ফুটবলের সর্বোচ্চ এই সংস্থার এবারের নির্বাচনে সভাপতি পদে তাবিথ আউয়ালের বিজয় ছিল কেবল সময়ের অপেক্ষা। সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন সভাপতি পদ দিয়ে গণনা শুরু করেন। আধাঘণ্টার মধ্যেই সভাপতি পদে গণনা শেষ হয়। আর রেকর্ড ভোট পেয়ে বিজয়ী জন তাবিথ আউয়াল।

তাবিথ আউয়াল বাফুফের তৃতীয় নির্বাচিত সভাপতি। বাফুফের ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পেয়ে তিনি সভাপতি হলেন। ১৯৯৮ সাল থেকে বাফুফের নির্বাচনী ব্যবস্থা শুরু হয়। প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন এস এ সুলতান। কাজী সালাউদ্দিন ছিলেন দ্বিতীয়। এই কিংবদন্তি ফুটবলার ২০০৮ সাল থেকে ৪ মেয়াদে বাফুফের সভাপতি ছিলেন। এবার তিনি ভোটে অংশ নেননি।

তিন ফরম্যাটেই বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কত্ব ছাড়ার ইচ্ছা পোষণ করেছেন নাজমুল হোসেন শান্ত। দক্ষিণ আফ্রিকা সিরিজের পর টাইগারদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছার কথা চিঠি দিয়ে জানিয়েছেন বিসিবিকে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে তিন ফরম্যাটেই বাংলাদেশ দলের অধিনায়ক করা হয় নাজমুল শান্তকে। এই সময়ে তার নেতৃত্বে সাফল্যর চেয়ে ব্যর্থতার পাল্লাই বেশি ভারী। তবে তার চেয়ে বেশি দুশ্চিন্তার কারণ, অধিনায়ক হওয়ার পর থেকেই ব্যাট হাতে অধারাবাহিক শান্ত। যা নিয়ে প্রায়ই প্রশ্নের মুখে পড়ছে তার নেতৃত্ব। সমালোচিত হতে হচ্ছে বিসিবিকেও। যে কারণে চলমান দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ শেষেই নেতৃত্ব থেকে সরে যেতে চান এই ব্যাটার।

নেতৃত্ব ছেড়ে দেয়ার বিষয়টি এরইমধ্যে বোর্ডকে জানিয়েছেন শান্ত। তবে বোর্ডপ্রধান ফারুক আহমেদ বিদেশে থাকায় সেই সিদ্ধান্ত এখন অনুমোদনের অপেক্ষায়। বিসিবি সভাপতি দেশে ফিরলে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

অভিষেকের পর থেকে দেশের ক্রিকেটে মেহেদী হাসান মিরাজ দিয়ে যাচ্ছেন ভরসার প্রতিদান। সাকিব আল হাসানের মতো বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার থাকার পরও, গত আট বছরে মিরাজ খেলে গেছেন সাবলীলভাবে। সাকিবের পর বাংলাদেশ দলের অলিখিত সেরা অলরাউন্ডার তিনি। বেড়েছে দায়িত্ব। মিরাজও যথাযথভাবে পালন করছেন সেটি।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে (২০২৩-২০২৫) ৩০ উইকেটের ঘরে মিরাজ পৌঁছান আগেই। আজকের ইনিংসে পার করেছেন ৫০০ রানের ঘর। তাতেই গড়েছেন রেকর্ড। তিনিই একমাত্র ক্রিকেটার, একইসঙ্গে যিনি ৫০০ রান করেছেন এবং ৩০ উইকেট নিয়েছেন। স্বভাবতই চলমান টেস্ট চ্যাম্পিয়িশিপ চক্রে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান ও উইকেট মিরাজের। 

আলাদা আলাদাভাবে অবশ্য বেশ পিছিয়ে মিরাজ। বোলারদের মধ্যে ৫৪ উইকেট নিয়ে সবার ওপরে ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এক হাজার ৭১২ রান নিয়ে ব্যাটিংয়ে শীর্ষস্থান ইংলিশ তারকা জো রুটের দখলে। তবে, অলরাউন্ডার মিরাজ নিজের জায়গা থেকে যেটি করেছেন, দুইয়ের এমন সমন্বয় তো আর কেউ করতে পারেনি।

১৪ আগস্ট, ২০২০। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল খেলতে পর্তুগালের রাজধানী লিসবনে মুখোমুখি বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনা। গ্যালারি ভর্তি দর্শক। বার্সা ভক্তদের প্রত্যাশা ছিলো মেসি আছেন তো টেনশন নাই! তবে, ম্যাচটি যেন এক ভয়াবহ ইতিহাস রূপ নিলো বার্সেলোনার জন্য।

হাজারো বার্সা ভক্তদের কাঁদিয়ে ৮-২ গোলে জিতে যায় জার্মান ক্লাব বায়ার্ন। অনেকেইবিশ্বাস করতে পারছিলেন না, কেন এতো বাজে পারফর্মেন্স দিয়েছে বার্সা তারকা’রা।

তবে, সময় বদলে গেছে। কোচ বদলেছে। সেই সাথে, নেই মেসি। প্রায় ৪ বছর পর পুনরায় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি বার্সা-বায়ার্ন।

চ্যাম্পিয়নস লিগে বায়ার্নের সঙ্গে মোট ১৩ দেখায় বার্সেলোনা জিতেছে মাত্র দুবার, ড্র একটি, বাকি ১০ ম্যাচেই হারতে হয়েছে স্পেনের অন্যতম সফল ক্লাবটিকে।

বায়ার্নের সঙ্গে ৮-২ গোলে হারের সেই ম্যাচে বাভারিয়ানের কোচ ছিলেন হান্সি ফ্লিক। চার বছর পর সেই ফ্লিক এবার বার্সার ডাগআউটে। ২০১৯-২১ ছিলেন বায়ার্নের কোচ, এরপর দুই বছর জার্মান দলের দায়িত্ব শেষে এই মৌসুম থেকে হাল ধরেছেন বার্সেলোনার।

সেই ৮-২ গোলের ম্যাচের পর আরও চারবার দেখায় হেরেছে বার্সা। কিন্তু এই দুই দলের ইউরোপসেরা ক্লাব টুর্নামেন্টে মুখোমুখি হওয়া মানেই ঘুরেফিরে আসে সেই ম্যাচের স্মৃতি।

সবশেষ ২০২২ এর অক্টোবরে নিজেদের মাঠে বার্সা হেরেছিল ৩-০ গোলে। নতুন ফরম্যাটের কারণে এবার বায়ার্নের সঙ্গে খেলাটা এক লেগেরই। এবার চ্যাম্পিয়নস লিগে বার্সার ও বায়ার্ন দুই দলই একটি করে ম্যাচ জয় পেয়েছে, হেরেছে একটি। বার্সেলোনার জন্য স্বস্তির খবর প্রায় এক বছর পর মাঠে ফিরেছেন মিডফিল্ডার গাভি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর জন্য দেশে ফেরার পরিকল্পনা বাতিল করেছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দুবাইয়ে একটি ফ্লাইটে করে বাংলাদেশের আসার কথা ছিলো সাকিবের। দেশের উদ্দেশ্যে আজ বিকেল ৫টায় দুবাই ছাড়া কথা ছিলো তার। কিন্তু বাংলাদেশে আসার পরিবর্তে সাকিব যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন বলে জানা গেছে।  

মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ইচ্ছা প্রকাশ করেছিলেন সাকিব। ক্ষমতাচ্যুত আওয়ামী লিগের রাজনীতির সাথে জড়িত থাকার জন্য এবং তার বিরুদ্ধে একটি হত্যা মামলা হওয়ায় দেশের মাটি থেকে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোটা তার জন্য এখন চ্যালেঞ্জিং।  

গণঅভ্যূথানে আওয়ামী লিগ সরকারের পতনের জন্য ছাত্র আন্দোলনে নিশ্চুপ থাকার বিষয়ে ইতোমধ্যে দুঃখ প্রকাশও করেছেন সাকিব। দেশের মাটিতে শেষ টেস্ট খেলার জন্য জনগনকে পাশে থাকার আহ্বানও জানান তিনি।

তবে এখনও সাকিবের বিরুদ্ধে দেশের মানুষের ক্ষোভ আছে এবং তার ঘনিষ্ঠ সূত্র থেকে তাকে এই মুর্হূতে দেশে না ফেরার পরামর্শ দেওয়া হয়েছে। কারন গত কিছু দিন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাকিবের বিপক্ষে বিভিন্ন শ্লোগান এবং দেয়ালে গ্রাফিতির মাধ্যমে বিক্ষোভ করেছেন বেশ কয়েকজন। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাকিবের কুশপুত্তলিকা দাহ করা হয়।

এছাড়াও সাকিবের দেশে ফেরা নিয়ে আজ কিছু তরুণ বিক্ষোভ করেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট স্কোয়াড থেকে সাকিবের নাম বাদ না দিলে ‘মিরপুর ব্লকেড’ কর্মসূচীর কথাও জানিয়েছেন তারা। এ বিষয়ে বিসিবির সভাপতির কাছে দাবি জানাতে বিসিবি কার্যালয়ে যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করে তারা। কিছুক্ষণ আলোচনার পর বিক্ষোভকারীদের প্রতিনিধি হিসেবে পাঁচজন বিসিবিতে যান। সেখানে বিসিবির নিরাপত্তা প্রধান মেজর হাসিবের কাছে স্মারকলিপি দিয়েছেন বলে জানান তারা।

স্মারকলিপি হস্তান্তরের পর বিক্ষোভকারীদের প্রতিনিধি হিসেবে কথা বলেন আল মাসনুন। তিনি জানান, মিরপুর টেস্টের জন্য ঘোষিত দল থেকে সাকিবকে বাদ দিতে হবে।

সাকিবকে নিয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ অক্টোবর থেকে মিরপুরে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টের জন্য দল ঘোষনা করা হয়েছে। বিসিবি থেকে সবুজ সংকেত পাবার পর তাকে দলে নেন নির্বাচকরা। সরকারের কাছ থেকেও সাকিবের ব্যপারে ছাড়পত্র পেয়েছিল বিসিবি। এর আগে সাকিব বলেছিলেন দেশের মাটিতে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে দেশে ফেরার পর দেশ ছাড়ার জন্য পুরোপুরি নিরাপত্তা চান তিনি।

বর্তমান পরিস্থিতিতে কানপুরে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচ হতে পারে তার ক্যারিয়ারের শেষ টেস্ট।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাটিতে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজকে সামনে রেখে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াডে আছেন সাকিব আল হাসান।

বুধবার (১৬ অক্টোবর) এক বিবৃতিতে দল ঘোষণা করেছে বিসিবি। পাকিস্তানে গিয়ে চোট পাওয়া শরিফুল ইসলাম নেই ঢাকা টেস্টের দলে। এছাড়াও ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে থাকা দল থেকে বাদ পড়েছেন খালেদ আহমেদ। যদিও তার বদলি হিসেবে কাউকে সুযোগ দেয়নি বিসিবি।

সর্বশেষ ভারত সফরে টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন এই ক্রিকেটার। দেশের মাটিতে টেস্ট খেলে এই ফরম্যাটকে বিদায় বলতে চেয়েছিলেন তিনি। এবার সেই সুযোগ পাচ্ছেন দেশসেরা এই ক্রিকেটার।

গামী ২১ অক্টোবর থেকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। আর ২৯ অক্টোবর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

প্রথম টেস্টে বাংলাদেশের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, জাকের আলি অনিক, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।

চান্দিকা হাথুরুসিংহের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তি ছিল দুই বছরের। আগামী বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত। কিন্তু এর আগেই তাকে বিদায় করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। হাথুরুসিংহেকে শোকজ এবং সাসপেন্ড করার ঘোষণা দেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেটে স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলন করে হাথুরুসিংহেকে সাময়িক বরখাস্ত করার বিষয়টি জানান বিসিবি সভাপতি ফারুক। বেশ কিছু বিষয়ে তার ওপর অসন্তুষ্ট থাকায় হাথুরুকে শোকজ করেছে বিসিবি। ৪৮ ঘণ্টার মধ্যে তাকে চূড়ান্তভাবে ছাঁটাই করা হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।

ভারতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন জাতীয় দল তারকা নাসুম আহমদকে চড় মারার অভিযোগের তদন্ত প্রতিবেদনের জেরে চাকরি হারিয়েছেন হাথুরুসিংহে। বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনকে আইনি নোটিশ পাঠানো হয়েছিল ঘটনার তদন্তের জন্য। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আশরাফুর রহমান নোটিশ প্রেরণ করেছিলেন। অ্যাডভোকেট নাহিদুর রহমানের পক্ষে নোটিশটি পাঠানো হয়েছিল।

মূলত অসদাচরণের জন্যই হাথুরুসিংহেকে বরখাস্ত হচ্ছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুই তিনটি ঘটনা ঘটেছে, যেগুলি আসলে একজন সাবেক খেলোয়াড় হিসেবে আমার জন্য খুব পীড়াদায়ক ছিল। পাশাপাশি এটা দলের জন্যও খুব একটা ভালো উদাহরণ ছিল না। সেগুলি বিবেচনা করে আজকে আমরা তাকে একটা কারণ দর্শাও নোটিশ এবং দায়িত্ব থেকে অব্যহতির চিঠি দিয়েছি।

বিসিবি সভাপতি বলেন, একজন সাবেক খেলোয়াড় হিসেবে আমার খারাপ লেগেছে। জাতীয় দলের ক্রিকেটার দেশের গৌরব, ১৮ কোটি মানুষের প্রতিনিধিত্ব করে। ওই নামটা আর না নিই, ওটা ছিল কোচের অসদাচরণ। ভিকটিম, প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেছি। প্রত্যক্ষদর্শীরও রিপোর্ট ছিল। তদন্ত রিপোর্ট নিয়ে আমি অনেক কাজ করেছি।

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচ ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে, ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছিল সেদিন। ম্যাচে বিরতির সময় একাদশের বাইরে থাকা নাসুম আহমেদকে পানি নিয়ে মাঠে যেতে বলেন কোচ হাথুরুসিংহে। সবকিছু গুছিয়ে পানি নিয়ে মাঠে যেতে নাসুমের ৩০ সেকেন্ড দেরি হয়। যে কারণে সেদিন তাকে চড় মারেন হাথুরু।

সেই ঘটনার যে একটা বড় ভূমিকা আছে তার বরখাস্ত হওয়ার পেছনে, সেটাও স্পষ্ট ফারুকের কথায়। এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, একজন জাতীয় দলের খেলোয়াড়কে আপনি কখনোই শারীরিকভাবে আঘাত করতে পারেন না। এটার শাস্তি সেটাই, যেটা এখন হচ্ছে।

হাথুরুকে ছাঁটাই করতে আইনগত দিক খুঁটিয়ে দেখতে হয়েছে বিসিবিকে। হাথুরুকে বরখাস্ত করতে বিসিবির সুবিধা হয়েছে তার অতিরিক্ত ছুটি ভোগের কারণে। বিসিবিকে না জানিয়ে বছরে তার পাওনা ৪০ দিনের বেশি সময় কাটিয়েছেন হাথুরু। ফারুক বলেন, একজনের অসদাচরণের বিরুদ্ধে নোটিশ দেয়ার কিছু নেই। সে যে সময় ছুটি কাটিয়েছে, সেটা ৩ মাসের বেশি। ওটাও অসদাচরণের অংশ। বিচ্ছিন্নভাবে তিনি ই-মেইলে জানিয়েছেন, তবে সেটা তিন মাসের বেশি হওয়ার সুযোগ নেই। আপনার জবাবদিহি থাকতে হবে। এখানে নিয়ম ভেঙেছেন, আমরা জানিয়েছি যে খেলোয়াড়ের সঙ্গে তার অসদাচরণ এবং একজন কর্মী হিসেবে নিজের অসদাচরণ।

হাথুরুসিংহের এমন ব্যবহারে সেদিন নাসুম কান্নায় ভেঙে পড়েছিলেন, উঠে এসেছে প্রতিবেদনে। প্রধান কোচের এমন ব্যবহারের প্রতিবাদ জানিয়েছিলেন দলের ট্রেইনার এবং বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। ম্যাচ শেষে ক্রিকেটাররাও ঘটনাটি জানতে পারেন।

আসন্ন ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ; তিনটি ভেন্যুতে আট দলের অংশগ্রহণে হবে এই আসর। যা সামনে রেখে এখন ব্যস্ত সময় পার করছে আয়োজক পাকিস্তান। কেননা, ১৯৯৬ সালের পর প্রথম কোনো বৈশ্বিক আসরের আয়োজক হচ্ছে দেশটি। তবে পাকিস্তানের সেই আশায় পানি ঢেলে দেয়ার পথে ভারত।

ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত কোয়ালিফাই করলে সরে যাবে সেমিফাইনাল ও ফাইনালের ভেন্যু। ভারতের ম্যাচগুলো তখন সংযুক্ত আরব আমিরাতে হবে। যদিও এসব নিয়ে সরাসরি কেউই মন্তব্য করেনি।

পাকিস্তানে ভারতীয় ক্রিকেট দল সবশেষ সফর করেছে ২০০৮ সালে। সেবার এশিয়া কাপ খেলতে যাওয়া ভারত গত ১৬ বছরে প্রতিবেশী দেশে ক্রিকেট ম্যাচ খেলেনি। নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতীয় দল বারবার পাকিস্তান সফর প্রত্যাখ্যান করছে। যার জলজ্যান্ত উদাহরণ ২০২৩ এশিয়া কাপ। পাকিস্তানে পুরোপুরি আয়োজনের কথা থাকলেও হাইব্রিড মডেলে পাকিস্তান, শ্রীলঙ্কা দুই দেশ মিলে হয়েছে। ভারত তাদের ম্যাচগুলো খেলেছে শ্রীলঙ্কার মাঠে।

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে আট দল। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও বাংলাদেশ। টুর্নামেন্টের গ্রুপিং ও খসড়া সূচি আইসিসি আনুষ্ঠানিকভাবে না জানালেও বিদেশি গণমাধ্যমে সূচি ফাঁস হয়ে গেছে কয়েক মাস আগে। প্রস্তাবিত গ্রুপ অনুসারে ‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপটির অপর দল নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। ১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব চলবে ২ মার্চ পর্যন্ত। ৫ ও ৬ মার্চ করাচি ও রাওয়ালপিন্ডিতে হবে দুটি সেমিফাইনাল। লাহোরে ৯ মার্চ হওয়ার কথা ফাইনাল। 

কিন্তু পিসিবির এক সূত্রের বরাত দিয়ে দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ভারত এরই মধ্যে আইসিসির বৈঠকে পাকিস্তানে গিয়ে খেলতে অপারগতা জানিয়েছে। সরকার থেকে সবুজ সংকেত পাওয়া যাবে না তা জানিয়েছে তারা। এজন্য পিসিবি সেভাবেই প্রস্তুত হচ্ছে। আইসিসিও সঠিক উপায়ে পঞ্চাশ ওভারের এই প্রতিযোগিতা আয়োজনের পথ খুঁজছে।

এই পরিস্থিতিতে তাই বিকল্প ভাবতে হচ্ছে আইসিসিকে। ভারত শেষ পর্যন্ত অবস্থান থেকে সরে না আসলে, আর টুর্নামেন্টের ফাইনালে পা রাখলে সেক্ষেত্রে ব্যাকআপ হিসেবে দুবাইয়ে অনুষ্ঠিত হতে পারে ফাইনাল। তেমনটি হলে ফাইনালের তিন দিন আগে বদলে যাবে ভেন্যু। যা জটিলতা তৈরি করতে পারে। আর ভারত যদি সেমিফাইনালে পৌঁছায় সেক্ষেত্রেও তাদের ম্যাচগুলো পাকিস্তান থেকে সরিয়ে আবুধাবি কিংবা শাহজায় অনুষ্ঠিত হবে। যা স্বল্প সময়ের নোটিশে আয়োজন করা হতে পারে। অনেকটা সবশেষ এশিয়া কাপের মতো।

পাকিস্তানের একটি আশা বেঁচে আছে এখনও। পহেলা ডিসেম্বর আইসিসির চেয়ারম্যান পদে বসতে যাচ্ছেন জয় শাহ। দায়িত্ব নেয়ার পর পাকিস্তান সফরের কথা রয়েছে তার। পিসিবির বিশ্বাস, পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা এবং অন্যান্য সুযোগ সুবিধায় আইসিসির চেয়ারম্যানকে সন্তুষ্ট করতে পারবে তারা। পিসিবির পরিকল্পনা অনুযায়ী ভারতের সব ম্যাচ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। যেখানে ভেন্যু, স্টেডিয়াম খুব নিকটে। সঙ্গে ওয়াঘা সীমান্ত কাছাকাছি থাকায় সমর্থকরাও খুব সহজে পাকিস্তানে যেতে পারবে।

সম্পাদক ও প্রকাশক : মঈনুদ্দিন কাজল
deshermatidaily@gmail.com
০১৬১৫১১২২৬৬, ০১৬৭৩৫৬২৭১৬

দেশের মাটি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।