খেলাধুলা

র‍্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্যে আজ দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। চাংলিমিথাং স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে রোববার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাঠের লড়াইয়ে নামবে জামাল ভুঁইয়ার দল। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

প্রথম ম্যাচ জিতে অনেকটাই আত্মবিশ্বাসী বাংলাদেশ ফুটবল দল। সেই জয়ের ধারা দ্বিতীয় ম্যাচেও বজায় রাখতে চায় জামাল-তপুরা।

সেই লক্ষ্যে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন লাল-সবুজের দল। জয়ের বিকল্প দেখছেন না অধিনায়ক জামাল ভূঁইয়া। তবে, শঙ্কা জেগেছে প্রথম ম্যাচে চোটে পড়া রাকিব হোসেনের খেলা নিয়ে। দ্বিতীয় ম্যাচে তাকে পাওয়া যাবে না জানিয়েছেন সহকারী কোচ হাসান আল মামুন।

উল্লেখ্য, আগামী বছরই এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের খেলা থাকায়, এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের কাছে। কারণ ভুটানকে হারালে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। সেক্ষেত্রে বাছাইপর্বে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাবে জামাল ভূঁইয়ারা।

দ্য ওভালে আগামী শুক্রবার (৬ সেপ্টেম্বর) শুরু হবে স্বাগতিক ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট। ইতোমধ্যে শেষ টেস্টের একাদশ জানিয়ে দিয়েছে স্বাগতিকরা। লর্ডসে অনুষ্ঠিত সবশেষ টেস্টের একাদ থেকে একটিই পরিবর্তন এনেছে ইংল্যান্ড। পেসার ম্যাথু পটসের জায়গায় এসেছেন হাল।

২০ বছর বয়সী হাল শুরুতে স্কোয়াডেই ছিলেন না। প্রথম টেস্টে গতিময় পেসার মার্ক উড চোট পেয়ে ছিটকে গেলে বদলি হিসেবে ডাক পান তিনি। এখন পর্যন্ত ১০টি প্রথম শ্রেণির ম্যাচে হালের শিকার ১৬ উইকেট। গত মাসে ইংল্যান্ড লায়ন্সের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তিনি নেন ৫ উইকেট।

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সীমিত ওভারের সিরিজের দলেও আছেন হাল। ওভাল টেস্টের একাদশে জায়গা পাওয়ায় আগামী বুধবার প্রথম টি-টোয়েন্টিতে তার খেলার সম্ভাবনা কম।

তৃতীয় টেস্টের ইংল্যান্ড একাদশ: ড্যান লরেন্স, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, জেমি স্মিথ, ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, অলি স্টোন, জশ হাল ও শোয়েব বাশির।

উল্লেখ্য, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই টেস্ট জিতে এরই মধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। এবার লঙ্কানদের হোয়াইটওয়াশ করার লক্ষ্যে মাঠে নামবে তারা।

পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ! ঐতিহাসিক টেস্ট জয়ের পর, এমন আনন্দের মুহূর্তে, বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে ফোন করে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ ছয় উইকেটে জয়ের পর ফোনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন,’সরকার ও আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। পুরো জাতি আপনাদের নিয়ে গর্বিত।

তিনি ফোনে আরও বলেন, বাংলাদেশ দলকে দেশে ফেরার পর সংবর্ধনা দেয়া হবে।

উল্লেখ্য, প্রথম টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারানো সফরকারীরা সিরিজ জিতলো ২-০ ব্যবধানে। বিদেশের মাটিতে ৩৪ সিরিজে এটা বাংলাদেশের তৃতীয় সিরিজ জয়। আগের দুটি সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে।

ক্রিকেটে অনেক অদ্ভুত ঘটনারই দেখা মেলে। তবে ইংল্যান্ডের ডার্বিশায়ার ক্রিকেট লিগে ব্যাটার ইয়ান বেস্টউইক যে কাণ্ড ঘটিয়েছেন, তা রীতিমত অবিশ্বাস্য। নিজের দল ডার্লি অ্যাবির হয়ে ইনিংস শুরু করতে নেমে ১৩৭ বল খেলেছেন তিনি, কিন্তু এতসংখ্যক বল খেলেও রানের খাতা খোলা হয়নি তার।

বেস্টউইকের এই অদ্ভুতুড়ে ইনিংসে ভর করে মিকলওভার ক্রিকেট ক্লাবের সঙ্গে ড্র করেছে ডার্লি অ্যাবি ক্রিকেট ক্লাব।

 

ম্যাচের শুরুতে ব্যাট করতে নামে মিকেলওভারের তৃতীয় একাদশ। তারা ৩৫ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২৭১ রান তুলে ইনিংস ঘোষণা করে। জবাবে ডার্লি অ্যাবি ক্রিকেট ক্লাব ৪৫ ওভারে ৪ উইকেটের বিনিময়ে মাত্র ২১ রান সংগ্রহ করে।

ইয়ান বেস্টউইক ১৩৭ বল খেলে শূন্য রানে অপরাজিত থাকেন। অর্থাৎ, ৪৫ ওভারের মধ্যে প্রায় ২৩ ওভার একাই ব্যাট করে কোনো রান সংগ্রহ করেননি তিনি।

অপর ওপেনার উইলিয়াম কাটিং ১৪ বলে ৮ রান করেন। রাইলি ফিৎজপ্যাট্রিক আউট হন রানের খাতা না খুলেই। টমাস বেস্টউইক ৭১ বলের মধ্যে ৭০টিই ডট খেলেন, ১টি বাউন্ডারির সাহায্যে করেন ৪ রান। আর ৩৪ বলে কোনো রান না করে অপরাজিত ছিলেন ডার্লি অ্যাবির নিকোলাস কাটিং। ডার্লি অ্যাবির এমন রহস্যময় ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়েছে।

বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিসিবির পরিচালনা পরিষদের সভায় তিনি এ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সভায় উপস্থিত এক পরিচালক। পাপনের পরিবর্তে নতুন সভাপতি হলেন ফারুক আহমেদ।

পাপন আজ পদত্যাগ করবেন, সেটি কাল থেকেই অনুমান করা যাচ্ছিল ৷ সেই অনুমানই সত্যি হলো ৷ ২০১২ সালের অক্টোবরে বিসিবির সভাপতি পদ থেকে আ হ ম মুস্তফা কামাল বিদায় নিলে তিনি সরকার মনোনীত সভাপতি হিসেবে বোর্ডের সভাপতি হন ৷ ২০১৩ থেকে নির্বাচিত সভাপতি হিসেবে টানা তিন মেয়াদে বিসিবির প্রধান ছিলেন ৷ টানা ১২ বছর বিসিবির সভাপতির চেয়ার আঁকড়ে ছিলেন পাপন ৷ 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। বাংলাদেশ সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে হওয়া ভার্চুয়াল মিটিংয়ে পদত্যাগের কথা জানিয়েছেন তিনি। যদিও বর্তমানে পাপন কোথায় আছেন, তা কারও জানা নেই। 

টানা ১২ বছর সভাপতি থাকায় ক্রিকেট বোর্ডের প্রায় সবখানেই নিজের পছন্দের লোক বসিয়েছেন তিনি। সাবেক সরকারপ্রধানের ঘনিষ্ঠ হওয়ায় চাইলেই ক্রিকেটের উন্নয়নে যেকোনো কিছু দ্রুত করে ফেলার ক্ষমতা ছিল তাঁর। কিন্তু হয়েছে উল্টোটা। বিসিবি প্রধানের চেয়ারে বসে বাংলাদেশের অপার সম্ভাবনাময় ক্রিকেটকে ধ্বংসের ‘গুরুতর অভিযোগ’ উঠেছে পাপনের বিরুদ্ধে। ক্ষমতার পটপরিবর্তনে এখন একে একে প্রকাশ্যে আসছে পাপন এবং তাঁর লোকজনের যত দুর্নীতি আর অনিয়মের অভিযোগ।

অন্তর্বর্তী সরকার গঠনের পরই ধারণা করা হচ্ছিল দেশের অন্য ক্ষেত্রের মতো বিসিবির সভাপতিও পরিবর্তন হবে৷ সেটিই হলো আজ ৷ এই পরিবর্তন আনতেই আজ ক্রীড়া মন্ত্রণালয়ে বসেছে বিসিবির পরিচালনা পরিষদের সভা ৷

অবশেষে গুঞ্জনই সত্যি হলো। বাংলাদেশ থেকে সরিয়ে দেয়া হয়েছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। রাজনৈতিক অস্থিরতার কারণে নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে এমন সিদ্ধান্ত বলে জানা গেছে। তথ্যটি নিশ্চিত করেছে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।

ক্রিকবাজ জানায়, মঙ্গলবার (২০ আগস্ট) এক বোর্ড সভায় এই সিদ্ধান্ত নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন আয়োজক হিসেবে বেছে নেয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। আগামী ৩-২০ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আইসিসির ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্তের কথা সূত্রের বরাতে জানিয়েছে ক্রিকবাজ। তবে এখন পর্যন্ত বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।

এর আগে, বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকার ও সেনাবাহিনীর পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তার আশ্বাস দেয়া হলেও ১৯ আগষ্ট অস্ট্রেলিয়া নারী দলের অ্যালিসা হিলি জানিয়েছিলেন, এমন পরিস্থিতিতে ঢাকা ও সিলেটে বিশ্বকাপ আয়োজন করা ভুল হবে। অস্ট্রেলিয়ার অধিনায়কের এমন মন্তব্যের পরদিন জানা যায়, বাংলাদেশ নয় সংযুক্ত আরব আমিরাতে হতে যাচ্ছে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। 

২০ ওভারের বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিতে আইসিসির বোর্ড মিটিংয়ে নিজেদের মতামত দিয়েছেন বিভিন্ন দেশের বোর্ড পরিচালক ও কর্মকর্তা। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ থেকে বিশ্বকাপ সরানোর প্রস্তাব দেয়া হলে সেটাতে সম্মতি দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আরব আমিরাতে বিশ্বকাপ হলেও আয়োজক স্বত্ব থাকবে বাংলাদেশের হাতেই। এমনটা জানিয়েছে ক্রিকবাজ।

টেস্ট ক্রিকেটে বরাবরই আনকোড়া একটি দল বাংলাদেশ। আর প্রতিপক্ষ যখন পাকিস্তান, সেখানে আরও যাচ্ছেতাই পারফরম্যান্স। পরিসংখ্যান বলছে এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে একটি টেস্টও জিতেতে পারেনি টাইগাররা। বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অবশ্য পুরোনো পরিসংখ্যান মনে রেখে মাঠে নামতে চান না। শান্ত বিশ্বাস করেন, এবার বিশেষ কিছু করতে পারবেন তারা।

মঙ্গলবার (২০ আগস্ট) প্রথম টেস্টে মাঠে নামার আগে রাওয়ালপিণ্ডিতে গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ দলের অধিনায়ক শান্ত। ভিন্ন কন্ডিশনে খেলোয়াড়রা টেস্ট ম্যাচের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য মুখিয়ে আছেন বলে মন্তব্য করেছেন তিন। শান্ত বলেন, আমি মনে করি, এটি (পাকিস্তান ১২-০ বাংলাদেশ) শুধুই রেকর্ড। রেকর্ড বদলাতেই পারে। কাজটা সহজ হবে না। তবে যেটা বললাম, আমাদের দল খুব ভারসাম্যপূর্ণ। আমরা বিশ্বাস করি, এবার বিশেষ কিছু করতে পারবো। ক্রিকেটাররা এখানে খেলার জন্য রোমাঞ্চিত।

পাকিস্তানের বিপক্ষে ১৩টি টেস্ট খেলেছে বাংলাদেশ। যার মধ্যে ১২টি ম্যাচেই হেরেছে, ড্র করতে পেরেছে একটি। হেরে যাওয়া ১২ ম্যাচের মধ্যে ছয়টিতেই আবার ইনিংস ব্যবধানে। তার মধ্যে সর্বশেষ তিনটিতে বিধ্বস্ত হয়েছে বাজেভাবে। তাছাড়া সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেও শান্ত-সাকিবরা ভালো করতে পারেনি। অধিনায়ক অবশ্য জানালেন, সতীর্থদের প্রতি তার আস্থার কথা।

শান্ত বলেন, (শ্রীলঙ্কা সিরিজে বড় হারের পর) আলাদা করে কিছু করতে চাই না। সবাই জানে, আমাদের ব্যাটিংটা কয়েক দিন ধরে ভালো হচ্ছে না। সবশেষ টেস্ট সিরিজটাও ওরকমভাবে ভালো করিনি। তবে প্রস্তুতির দিক থেকে ভালো প্রস্তুতি নিতে পেরেছি। যতটুকু সুযোগ পেয়েছি, ভালোভাবে তৈরি হওয়ার চেষ্টা করেছি। প্রত্যেক ক্রিকেটার বিশ্বাস করে, বিশেষ করে এবার ব্যাটিং ইউনিটে আমরা ভালো করবো। পাশাপাশি টেস্ট জেতার জন্য বোলিংটাও খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, দল হিসেবে এবার খুব ভালো সুযোগ আছে আমাদের।

রাওয়ালপিন্ডি টেস্টে টস গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বাংলাদেশের অধিনায়ক সেটি স্বীকারও করেছেন। টস প্রসঙ্গে শান্ত বলেন, হ্যাঁ (টস) খুব গুরুত্বপূর্ণ। আমার মতে, ক্রিকেটাররা ব্যাটিং-বোলিংয়ের জন্য তৈরি আছে। তবে এটি (টস) গুরুত্বপূর্ণ। ব্যক্তিগতভাবে আমি টস নিয়ে বেশি ভাবছি না। ক্রিকেটার হিসেবে সব পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।

মিরপুর স্টেডিয়াম পরিদর্শনে এসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ। তার আসার আগে বিসিবিতে হাজির হন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আনুষ্ঠানিক পরিচয় পর্ব শেষে ক্রীড়া উপদেষ্টাকে বিসিবির প্রেসিডেন্ট বক্স ঘুরে দেখান তামিম।

সোমবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টা নাগাদ মিরপুর শেরে বাংলায় আসেন তামিম। খানিক বাদেই আসেন আসিফ মাহমুদ। এরপর উপদেষ্টাকে পুরো বিসিবি ঘুরিয়ে দেখান তামিম। মাঠে প্রবেশের পর ড্রেসিংরুমের সামনে থেকে হেঁটে ইনডোরেও দেখতে যান উপদেষ্টা। তামিম ছাড়াও তার সঙ্গে ছিলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, শাহারিয়ার নাফিজ ও বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন। শেখ হাসিনা সরকার পতনের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ বেশিরভাগ পরিচালক আত্মগোপনে থাকায় কার্যত অভিভাবকশূন্য হয়ে পড়েছে বিসিবি।

পরে ক্রীড়া উপদেষ্টা যাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন। তার কাছে জানতে চাওয়া হয়েছিল তামিমের ভূমিকা সম্পর্কে। যার উত্তরে সুজন বলেন, শুধু তামিম নয় কারও সঙ্গেই আলাদা করে কথা বলেননি উপদেষ্টা মহোদয়। তবে ঠিক কোন ভূমিকায় তামিম ওনাদের ঘুরিয়ে দেখালেন সেটা বলতে পারবো না। আগে থেকে যোগাযোগ ছিল সে কারণেই সঙ্গে ছিল আর কি।

ক্রীড়া উপদেষ্টার ব্যক্তিগত প্রেস সেক্রেটারি মাহফুজ আলম জানান, বিসিবির অবকাঠামো, সুযোগ–সুবিধা পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের জন্য বিসিবিতে এসেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এদিকে, তামিম দীর্ঘদিন পর মিরপুর স্টেডিয়ামে এসেছেন। ওয়ানডে ও টেস্ট থেকে অবসর না নিলেও প্রায় এক বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন না তিনি। তবে সর্বশেষ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট খেলেছিলেন। শোনা যাচ্ছে, ফিটনেস নিয়ে কাজ করতেই মূলত আজ বিসিবিতে এসেছিলেন তামিম। পাশাপাশি ক্রীড়া উপদেষ্টার সঙ্গেও দেখা হয়ে গেছে।

তবে বিসিবি সূত্রে জানা গেছে, তামিম বিসিবির কাছে একজন ট্রেইনার চেয়েছেন। অনুশীলন শুরু করতে চান তিনি। তাছাড়া নিজের চোট নিয়েও কথা বলবেন বিসিবর চিকিৎসকের সঙ্গে। আর এ কারণেই মূলত তার বোর্ডে আসা। ক্রিকেট পাড়ায় গুঞ্জন আছে, চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে আবারও জাতীয় দলে ফিরতে পারেন বাংলাদেশের সেরা এই ওপেনার।

লা লিগার শিরোপা ধরে রাখার অভিযানের শুরুটা মোটেও সুখকর হলো না স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। রোববার (১৮ আগস্ট) প্রতিপক্ষের মাঠে ১-১ গোলে ড্র করে নতুন লিগ মৌসুম শুরু করে আনচেলত্তির শিষ্যরা। রদ্রিগো এগিয়ে নিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে ম্যাচে সমতা টানেন ভেদাত মুরিচি।

দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে ত্রয়োদশ মিনিটে এগিয়ে যায় রেয়াল। বক্সে ভিনিসিউস জুনিয়রের ব্যাকহিল ফ্লিকে বল পেয়ে একটু জায়গা বানিয়ে প্রতিপক্ষের তিন খেলোয়াড়ের মাঝ দিয়ে ডান পায়ে শট নেন রদ্রিগো, দূরের পোস্ট দিয়ে জালে জড়ায় বল। ১-০ তে লিড নিয়ে বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ।

বিরতির পর দুদলই আক্রমণ চালায়। দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে সমতায় ফেরে মায়োর্কা। রদ্রিগেসের কর্নারে জোরাল হেডে বল জালে পাঠান কসোভান ফরোয়ার্ড ভেদাত মুরিচি। ম্যাচের বাকি সময়ে একাধিক আক্রমণে যায় রিয়াল, তবে লক্ষ্যভেদ করতে বারবারই ব্যর্থ লস ব্লাঙ্কোস শিবির। সহজ সুযোগ মিস করেন কিলিয়ান এমবাপ্পেও।

শেষ পর্যন্ত ১-১ ড্র তে শেষ হয় ম্যাচ। তবে নির্ধারিত সময়ের সাথে যোগ করা মুহুর্তে রেফারির শেষ বাঁশি বাজার মুরিচিকে ফাউল করে লাল কার্ড দেখেন ফেরলদ মঁদি। পরের লিগ ম্যাচে আগামী রোববার রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে এই ফরাসি ডিফেন্ডারকে পাবে না ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

লিগ শিরোপা ধরে রাখার অভিযানে নেমে দারুণ শুরু করেছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে চেলসিকে হারিয়েছে পেপ গার্দিওলার দল। গোল দিয়ে শুরু করলেন আর্লিং হাল্যান্ড, সেই সাথে সাবেক ক্লাবের বিপক্ষে গোল পেয়েছেন মাতেও কোভাচিচ। আর তাতেই ম্যাচটি ২-০ গোলে জিতেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

রোববার (১৮ আগস্ট) নিজেদের ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ম্যানচেস্টার সিটিকে আতিথ্য জানায় চেলসি। ঘরের মাঠে শুরুতেই পিছিয়ে যায় চেলসি। বাঁ দিক থেকে জেরেমি ডোকু বক্সে পাস দেন, বার্নার্দো সিলভা ছোট্ট টোকায় বল বাড়ান হাল্যান্ডকে। এরপর, বল ধরে ঠাণ্ডা মাথায় দুইজনের মধ্যে দিয়ে এগিয়ে কোনাকুনি শটে গোলটি করেন নরওয়ের তারকা স্ট্রাইকার।। ১-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় সিটি।

লিড পেয়ে আক্রমণে চাপ বাড়ায় সিটিজেনরা। ৩৭তম মিনিটে দ্বিতীয় গোল পেতে পারতো সফরকারীরা। ডোকুর দূর থেকে নেয়া শটে বল ডিফেন্ডার ভেসলি ফোফানার পায়ে লেগে ক্রসবার ঘেঁষে জালে জড়াতে যাচ্ছিল, অসাধারণ নৈপুণ্যে ঝাঁপিয়ে রুখে দেন চেলসির গোলরক্ষক রবের্ত সানচেস। ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় গার্দিওলার দল।

দ্বিতীয়ার্ধের ৫১তম মিনিটে সতীর্থের পাস বক্সে ধরে সিলভা আবারও খুঁজে নেন হাল্যান্ডকে। আর প্রথম ছোঁয়ায় তার নেওয়া শট ঝাঁপিয়ে ফেরান গোলরক্ষক। ৭৭তম মিনিটে চেলসির একটি আক্রমণ ঠেকানোর চেষ্টায় সিটির মিডফিল্ডার কোভাচিচের প্রসারিত হাতে বল লাগে, ওঠে পেনাল্টির আবেদন। যদিও রেফারির সাড়া মেলেনি, ভিএআরেও বদলায়নি মাঠের সিদ্ধান্ত।

একক নৈপুণ্যে ম্যাচের ৮৪তম মিনিটে দুর্দান্ত এক গোলে জয়টা প্রায় নিশ্চিত করে ফেলেন কোভাচিচ। সাইডলাইন থেকে সতীর্থের পাস ধরে, অনেকটা এগিয়ে প্রায় ২২ গজ দূর থেকে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন ক্রোয়াট মিডফিল্ডার। ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে গার্দিওলার শিষ্যরা।

সম্পাদক ও প্রকাশক : মঈনুদ্দিন কাজল
deshermatidaily@gmail.com
০১৬১৫১১২২৬৬, ০১৬৭৩৫৬২৭১৬

দেশের মাটি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।