বিশ্ব ক্রিকেটে বিশেষ তালিকায় একাই রাজত্ব করছেন মিরাজ
বুধবার, ২৩ই অক্টোবর ২০২৪
৪:৪৪ অপরাহ্ণ

অভিষেকের পর থেকে দেশের ক্রিকেটে মেহেদী হাসান মিরাজ দিয়ে যাচ্ছেন ভরসার প্রতিদান। সাকিব আল হাসানের মতো বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার থাকার পরও, গত আট বছরে মিরাজ খেলে গেছেন সাবলীলভাবে। সাকিবের পর বাংলাদেশ দলের অলিখিত সেরা অলরাউন্ডার তিনি। বেড়েছে দায়িত্ব। মিরাজও যথাযথভাবে পালন করছেন সেটি।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে (২০২৩-২০২৫) ৩০ উইকেটের ঘরে মিরাজ পৌঁছান আগেই। আজকের ইনিংসে পার করেছেন ৫০০ রানের ঘর। তাতেই গড়েছেন রেকর্ড। তিনিই একমাত্র ক্রিকেটার, একইসঙ্গে যিনি ৫০০ রান করেছেন এবং ৩০ উইকেট নিয়েছেন। স্বভাবতই চলমান টেস্ট চ্যাম্পিয়িশিপ চক্রে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান ও উইকেট মিরাজের।
আলাদা আলাদাভাবে অবশ্য বেশ পিছিয়ে মিরাজ। বোলারদের মধ্যে ৫৪ উইকেট নিয়ে সবার ওপরে ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এক হাজার ৭১২ রান নিয়ে ব্যাটিংয়ে শীর্ষস্থান ইংলিশ তারকা জো রুটের দখলে। তবে, অলরাউন্ডার মিরাজ নিজের জায়গা থেকে যেটি করেছেন, দুইয়ের এমন সমন্বয় তো আর কেউ করতে পারেনি।
রিয়ালকে থামাতে পারবে অ্যাটলেটিকো?
বুধবার, ২৩ই অক্টোবর ২০২৪
১০:৪৪ পূর্বাহ্ন

প্রিমিয়ার লিগ: চেলসির জয়ের রাতে ম্যান ইউনাইটেড-আর্সেনালের ড্র
বুধবার, ২৩ই অক্টোবর ২০২৪
১০:৪৪ পূর্বাহ্ন

পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
বুধবার, ২৩ই অক্টোবর ২০২৪
১০:৪৪ পূর্বাহ্ন

পূর্বের আসরগুলোর যেসব রেকর্ড ভেঙেছে এবারের চ্যাম্পিয়নস ট্রফি
বুধবার, ২৩ই অক্টোবর ২০২৪
১০:৪৪ পূর্বাহ্ন
