বিনোদন

আত্মহত্যা করেছেন জনপ্রিয় মার্কিন টেলিভিশন সিরিজ ‘বেওয়াচ’ ও ‘নাইট রাইডার’র অভিনেত্রী পামেলা বাখ। স্থানীয় সময় বুধবার (৫ মার্চ) তার হলিউড হিলসের বাড়ি থেকে ৬২ বছর বয়সী এ অভিনেত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়।

নব্বই দশকের জনপ্রিয় টিভি সিরিজ বেওয়াচের অভিনেতা ডেভিড হ্যাসেলহফের সাবেক স্ত্রী ছিলেন পামেলা বাখ। সাবেক স্ত্রীর মৃত্যুর খবর জানিয়ে এক বিবৃতিতে অভিনেতা বলেছেন, পামেলার মৃত্যুতে আমাদের পরিবার শোকাহত।

হ্যাসেলহফ বলেছেন, শোকের এই সময় পাড়ি দেওয়া তাদের জন্য কঠিন। বিষয়টি নিয়ে নীরবতা পালনের জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি।

১৯৬২ সালে ওকলাহোমার টুলসায় জন্মগ্রহণ করেন পামেলা বাখ। ১৯৭০ সালে শিশু শিল্পী হিসেবে তার অভিনয় জীবন শুরু হয়।

তার উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে, ‘সোপ অপেরা দ্য ইয় অ্যান্ড দ্য রেস্টলেস’, ‘চিয়ার্স’, ‘দ্য ফল গাই’, ‘টিজে হুকার’, ‘সুপারবয়’ এবং ‘ভাইপার’।

মডেল সৈয়দা তানিয়া মাহবুব ওরফে তিন্নি (২৪) হত্যা মামলায় বহুল আলোচিত বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভিকে খালাসের রায় ঘোষণা করেছেন আদালত।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ঢাকার ২য় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাহীনুর আক্তার এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি সৈয়দ আবু জাফর রিজভি জানান, রায় পর্যালোচনা করে আপিলের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। আসামি পলাতক থাকায় রাষ্ট্রের পক্ষে নিযুক্ত আইনজীবী শাহ ইলিয়াস রতন সাক্ষীদের জেরা করেন।

এর আগে, ২০২১ সালের ২৬ অক্টোবর রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। ওইদিন ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ কেশব রায় চৌধুরী রায় ঘোষণা না করে ১৫ নভেম্বর সাক্ষীর জন্য দিন ধার্য করেন।

উল্লেখ্য, ২০০২ সালের ১০ নভেম্বর মাথায় আঘাত করে মডেল তিন্নিকে হত্যা করা হয়। এরপর সেই রাতে কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদীর ১ নম্বর চীন মৈত্রী সেতুর ১১ নম্বর পিলারের পাশে তার মরদেহ পাওয়া যায়। 

চাঞ্চল্যকর মামলা হিসেবে ২০০২ সালের ২৪ নভেম্বর তদন্তভার সিআইডিতে ন্যস্ত হয়। ২০১০ সালের ১৪ জুলাই একই আদালত আসামি গোলাম ফারুক অভির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

নিজেই যেন নীরবতা ভাঙলেন। সোস্যাল মিডিয়ায় যে আলোচনা চলছিল এক তরুণীর সঙ্গে ছবি নিয়ে, তার হয়ত কিঞ্চিৎ ব্যাখ্যাও মিললো। ফেসবুককেই বেছে নিলেন সেই ‘সরব’ হবার প্ল্যাটফর্ম হিসেবে।

শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় তাহসান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেন মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে একটি ছবি। যার ক্যাপশনে তিনি লেখেন, ‘কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে/ আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে?/ যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন/ ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?’

ছবিতে রোজাকে দেখা যায় অফ-হোয়াইট শাড়িতে। তার পাঁড়ের রঙের সঙ্গে মিলিয়ে পাঞ্জাবি পরেন তাহসান।

এরআগে অবশ্য যখন আরকটি ছবি সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, তখন ‘তাহসান বিয়ে করেছেন’ এমন খবর ছড়িয়ে পড়ে। যদিও পরক্ষণই তিনি গণমাধ্যমে দাবি করেন, বিয়ের আনুষ্ঠানিকতা হয়নি।

জানা গেছে, তাহসানের জীবন-জুটি হতে যাওয়া রোজা নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেছেন। সেটি শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার নামে একটি প্রতিষ্ঠান খোলেন।

এরআগে ২০০৬ সালে তাহসান ঘর বাঁধেন অভিনেত্রী মিথিলার সঙ্গে। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই জন্ম নেয় তাদের কন্যা সন্তান। ২০১৭ সালের ৪ অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তাহসান।

দ্বিতীয়বার মা হলেন জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। এবার কন্যা সন্তান জন্ম দিয়েছেন এ অভিনেত্রী।

শনিবার (১৪ ডিসেম্বর ) সকালেই তাদের পরিবারে নতুন অতিথি আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন সন্তানের আগমনের খবর জানিয়ে একটি পোস্টকার্ড শেয়ার করেন কোয়েল

সেখানে অভিনেত্রী লিখেছেন, ‘আমরা আশীর্বাদধন্য আমাদের কন্যাকে পেয়ে।’ 

সামাজিকমাধ্যমে এই পোস্ট দেয়ার সঙ্গে সঙ্গে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছাবার্তায় সিক্ত হন এই অভিনেত্রী। অভিনেতা-অভিনেত্রী থেকে সকলেই তাকে অভিনন্দন জানাতে থাকেন।

এর আগে দুর্গাপূজার মহালয়ার দিন পরিবারে নতুন অতিথি আগমনের খবর জানিয়েছিলেন অভিনেত্রী। বছর শেষে কোলজুড়ে এলো তার দ্বিতীয় সন্তান।

২০২০ সালের এপ্রিল মাসে প্রথম সন্তানের জন্ম দেন অভিনেত্রী কোয়েল। পুত্রসন্তান কবীরের জন্মের আগে নানা ধরনের খবর সামাজিকমাধ্যমে শেয়ার করতেন কোয়েল। তবে দ্বিতীয় সন্তান জন্মানোর আগে তেমন কোনও পোস্ট বা ছবি শেয়ার করেননি অভিনেত্রী। বিষয়টি একেবারেই পারিবারিক রেখেছিলেন কোয়েল ও তার স্বামী।

গত ১৫ বছরে আমাদের রাজনৈতিক ও সংস্কৃতির অধঃপতন হয়েছে— এমন মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বলেন, শাহবাগের সাংস্কৃতিক আড্ডাগুলোতে পূজা-বড়দিন নিয়ে আলোচনা হতো, কিন্তু ঈদ নিয়ে ছিল অনাগ্রহ। ঈদ নিয়ে আলোচনাকে স্মার্ট মনে করা করা হতো না। কিন্তু, ধর্মীয় এই বিভাজন থাকার কথা ছিল না।

রোববার (৮ ডিসেম্বর) রাজধানীর বিশ্বসাহিত্যে কেন্দ্রে ভ্রাম্যমাণ বইমেলা উদ্বোধন করেন উপদেষ্টা। এ সময় জানান, জুলাই আন্দোলন আমাদের আলোর দিকে নিয়ে যাচ্ছে।

এ সময় কথা বলেন বাংলা একাডেমির সভাপতি শিক্ষাবিদ আবুল কাশেম ফজলুল হক। অনুষ্ঠানে বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, সোনার মানুষ তৈরি করতে না পারলে, সোনার বাংলা তৈরি হবে না।

এ বছর ৩টি গাড়ির মাধ্যমে দেশের ৬৪টি জেলার ১২৮টি স্থানে বইমেলা ও সাংস্কৃতিক উৎসব আয়োজন করার কথাও জানানো হয়।

সম্প্রতি হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট ২০২৪-এর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার এবং অজয় ​​দেবগন। অনুষ্ঠানে তারা দু’জনই বক্তব্য রাখেন এবং বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি দক্ষিণের চারটি ফিল্ম ইন্ডাস্ট্রির থেকে কীভাবে আলাদা, সে বিষয়ে খোলামেলা আলোচনা করেছেন। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, হিন্দুস্তান টাইমসের এন্টারটেইনমেন্ট অ্যান্ড লাইফস্টাইলের চিফ ম্যানেজিং এডিটর সোনাল কালরা’র সাথে কথোপকথনের সময় অভিনেতা ও প্রযোজক অক্ষয় কুমার এবং অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা ও উদ্যোক্তা অজয় ​​দেবগন বলিউডে সবার মধ্যে ঐক্যের অভাব বলে মন্তব্য করেছেন।

ভারতের দক্ষিণী ৪টি ফিল্ম ইন্ডাস্ট্রি- তামিল, তেলেগু, মালয়ালম এবং কন্নঢ়ে বলিউডের চেয়ে বেশি একতা রয়েছে। যার কারণে, দক্ষিণী ইন্ডাস্ট্রিগুলো সম্প্রতি বেশ ব্যবসা সফল।

কথোপকথনের এক পর্যায়ে অক্ষয় বলেছিলেন, ‘আমি একমত যে আমাদের খুব বেশি ঐক্য নেই। আমি জানি না অজয় ​​কি ভাবছে।’ এরপর অজয় যোগ করেছেন, ‘আমিও তাই মনে করি, এবং এই বিষয়ে আমি বহুদিন ধরে আলোচনা চালিয়ে যাচ্ছি।’

অজয় আরও বলেন, আমি সত্যিই দক্ষিণী ইন্ডাস্ট্রিগুলোর প্রশংসা করি। কারণ-ওই ইন্ডাস্ট্রিগুলোর শিল্পীরা একে-অপরের খোঁজ-খবর নেয় এবং যত্নশীল। এই কারণেই দক্ষিণের পুরো ইন্ডাস্ট্রি এখন অনেক সফল। সত্যি কথা বলতে গেলে, আমি নিজেও চাই মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি দক্ষিণের মতো মিলেমিশে থাকুক।

বলিউডের বাঙালি অভিনেতা মিঠুন চক্রবর্তী (যার আসল নাম গৌরাঙ্গ চক্রবর্ত্তী) পেলেন ভারতের চলচ্চিত্রের সবথেকে শ্রেষ্ঠ ও সম্মানের পুরস্কার দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড।

দিল্লির বিজ্ঞান ভবনে মঙ্গলবার (৮ অক্টোবর) ভারতের ৭০ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দাদাসাহেব ফালকে পুরস্কার প্রদান করেন কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তীকে ৷

চলতি বছরের গোড়াতেই পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন অভিনেতা। বর্ষীয়ান অভিনেতা এবার ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মানে সম্মানিত হলেন ৷

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে দাদাসাহেব ফালকে পুরস্কার নিয়ে আবেগঘন হয়ে পড়লেন ‘মিঠুন দা’ ৷ বক্তব্য রাখতে গিয়ে ভবিষ্যত প্রজন্মের জন্য বার্তা দিয়ে বাঙালিবাবু মিঠুন বলেন, ‘আমি যদি পারি, তাহলে তোমরা অবশ্যই পারবে ৷’

এদিন অভিনেতার পরনে ছিল, অফ হোয়াইট রঙের পাঞ্জাবি আর সাদা ধুতি ৷ সঙ্গে উত্তরীয়। ‘শো রিল’ দেখানোর সময় আবেগঘন দেখায় তাঁকে। হাতে চোট, সেই কারণেই প্লাস্টার হাতে মঞ্চে উঠতে সহযোগিতা নিতে হয়। পুরস্কার গ্রহণের পর দিলেন স্পিচ। মজার ছলে বলা নানা গল্পে মুগ্ধ হলেন দর্শক।

এর আগে, ১৯৭৬ সালে, মৃগয়া চলচ্চিত্রে অভিনয় দিয়ে তাঁর পথ চলা শুরু হয়। বাংলা হিন্দিসহ ৬টি ভাষায় তিনি চলচ্চিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্র জগতে প্রায় আটচল্লিশ বছরের কাজের অভিজ্ঞতা তাকে আরও শ্রেষ্ঠ করেছে। নিজের স্বভাবোচিত ঢঙে মজা করে অভিনেতা বলে চলেন, ‘প্রথম জাতীয় পুরস্কার পাওয়ার পর লোকজনের ভূয়সী প্রশংসা পেয়ে আমার মাথা একটু একটু করে খারাপ হতে শুরু করে। যে বিশাল কিছু করে ফেলেছি আমি। ‘

তিনি আরও বলেন, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে তো নিজেকে আলপাচিনো ভাবছিলাম। আমার অ্যাটিটিউড বদলে গিয়েছিল। তার অঙ্গভঙ্গি দেখে হাসতে থাকেন তার সহকর্মীরাই। তবে তার কর্মজীবনে গায়ের রং যে ‘সমস্যা’ হয়ে দাঁড়ায় সে কথা অকপটে জানান মিঠুন। গায়ের রং নিয়ে কটাক্ষের সম্মুখীন হয়েছেন বারবার, জানান অভিনেতা। তার কথায়, ‘গায়ের রং বদলাতে তো পারব না, কিন্তু আমি তো নাচ করতে পারি। এমন নাচ করব, আমার পায়ের সাহায্যে, যে দর্শক আমার পা দেখবেন, তাদের চোখ আর আমার ত্বক, মুখের দিকে না যায়। আমি একেবারে সেটাই করেছি। কোথাও আমার পা থামতে দিইনি।’

নবীন প্রজন্মের উদ্দেশে এরপর অভিনেতা বলেন, ‘আমাদের দেশে প্রতিভার অভাব নেই। কিন্তু অর্থ নেই তাদের কাছে। তাদের বলব, আত্মবিশ্বাস হারাবে না। টাকাপয়সা না থাকলেও আশা ছাড়বে না। আর স্বপ্ন নিশ্চয়ই দেখবে। মনে রাখবে, নিজে ঘুমিয়ে পড়লেও স্বপ্ন যেন কোনওদিন না ঘুমায়।’

চলচ্চিত্রের পাশাপাশি তিনি প্রথমে বাম রাজনীতি এবং পরে তৃণমূল এবং বর্তমানে দেশের ক্ষমতাসীন বিজেপি দলের সঙ্গে রয়েছেন। রাজনীতির পাশাপাশি সমাজসেবা-ও তার অন্যতম নেশা।

বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) ঢাকার টিমের মালিকানা নিয়েছেন বাংলা সিনেমার মেগাস্টার শাকিব খান। জনপ্রিয় এ নায়কের কসমেটিকস ও হোম কেয়ার কোম্পানি রিমার্ক-হারল্যানের হয়ে কেনা এ টিমের নাম ‘ঢাকা ক্যাপিটালস’। 

দর্শকদের রায়ে এ নামটি চূড়ান্ত করার পর আজ বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় গুলশানে রিমার্ক হারল্যানের হেড অফিসে ‘ঢাকা ক্যাপিটালস’ টিমের মালিক হিসেবে লোগো উন্মোচন করেন শাকিব খান।

তিনি বলেন, আসন্ন বিপিএলে আমাদের টিমের নাম সাজেস্ট করতে দেশ বিদেশে আমার ভালোবাসার মানুষ এবং ক্রিকেটপ্রেমীরা অনেক রেসপন্স দিয়েছেন। যা দেখে সত্যি উচ্ছ্বসিত হয়েছি। তাই সবার মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের টিমের নাম চূড়ান্ত করা হয়েছে ‘ঢাকা ক্যাপিটালস’। সকলের সর্বোচ্চ সমর্থন ও ভালোবাসায় ঢাকা ক্যাপিটালস কাঙ্খিত সাফল্য অর্জন করবে বলেও আশা প্রকাশ করেন শাকিব খান।

বিশ্বব্যাপী জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) শাহরুখ খান, প্রীতি জিনতা, জুহি চাওলা, শিল্পা শেঠির মতো তারকা বিভিন্ন দলের মালিকানায় ছিলেন। আসন্ন ১১তম বিপিএলের আসরের দেশের প্রথম চিত্রতারকা হিসেবে বিপিএলে ক্রিকেট টিম কিনলেন শাকিব খান।

এ বিষয়টি ক্রিকেটপ্রেমী ও ক্রিকেট সংশ্লিষ্টরা বেশ ইতিবাচকভাবেই দেখছেন। ফলে ইতোমধ্যে দর্শকদের মধ্যে ‘ঢাকা ক্যাপিটালস’ বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

লোগো উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর মামনুন হাসান ইমন, ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদসহ আরও অনেকে।

পাকিস্তানি ব্যান্ড দল জালকে নিয়ে ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ শিরোনামে  কনসার্টটি স্থগিত করা হয়েছে। এক বিজ্ঞপ্তির মাধ্যমে আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছেন এই তথ্য।

আজ (২৭ সেপ্টেম্বর) রাজধানীর ৩০০ ফিটের  ঢাকা এরিনায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কনসার্টটি। এতে অংশ নিতে পাকিস্তানি জাল এখন ঢাকাতেই অবস্থান করছেন। কথা ছিল কনসার্টে ব্যান্ডটি তাদের জনপ্রিয় ‘আদাত’ অ্যালবামের ২০ বছর পূর্তি উদযাপন করবে। এই কনসার্টে আরও থাকবে অর্থহীন, ভাইকিংস ও কনক্লুশন।

 

তবে অ্যাসেন-এর গণমাধ্যম মুখপাত্র শারমিন রহমান  বলেন, ‘বৃষ্টির কারণেই এই স্থগিতাদেশের। সবাইকে এটুকু নিশ্চয়তা দিতে পারি, দুই এক দিনের মধ্যেই কনসার্টটি অনুষ্ঠিত হবে। আজ যে বৃষ্টি হচ্ছে এবং হবে, সেটির মধ্যে এই আয়োজন রান করা অসম্ভব। কারণ, পুরো আয়োজনটি ওপেন এয়ার। আমরা আশা করছি সন্ধ্যার সংবাদ সম্মেলনে সবাইকে কনসার্টের নতুন তারিখটি জানাতে পারবো। অবশ্যই সেটি এক দুদিনের মধ্যে হবে। কারণ, অলরেডি তিনদিন হলো জাল সদস্যরা ঢাকায়। অন্য ব্যান্ডগুলোও এই কনসার্টের জন্য নিজেদের প্রস্তুত করে রেখেছেন। ফলে বিলম্ব করার সুযোগ নেই।’

এই মুখপাত্র জানান, শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর হোটেল লে মেরিডিয়ানে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করছেন তারা। সেখানে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে। জানাবেন, কনসার্টের নতুন তারিখ।

টানা ১৪ বছর পর বাংলাদেশের কনসার্টে অংশ নিতে এখন ঢাকায় অবস্থান করছেন পাকিস্তানি ব্যান্ড ‘জাল’ সদস্যরা। ব্যান্ডের ‘আদাত’ অ্যালবামের ২০ বছর পূর্তি উদযাপন হবে এই কনসার্টের মাধ্যমে।

আনুষ্ঠানিকভাবে পথ হাঁটা শুরু করলো ফিল্ম ক্রু অ্যালায়েন্স অব বাংলাদেশ বা ফিল্ম ক্যাব। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর এক রেস্তোরাঁয় এর কমিটি গঠন করা হয়। এতে যুক্ত রয়েছে সিনেমা, বিজ্ঞাপনচিত্র ও ওটিটি কনটেন্টের ক্রুদের বেশ কয়েকটি সংগঠন।

এর সঙ্গে যুক্ত থাকা সংগঠনগুলো হলো– আর্ট ডিরেক্টরস অ্যান্ড কস্টিউম ডিজাইনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ; বাংলাদেশ অ্যাডভার্টাইজিং মেকআপ আর্টিস্ট কমিউনিটি; বাংলাদেশ অ্যালায়েন্স অব সিনেমাটোগ্রাফারস; বাংলাদেশ প্রডাকশন সাউন্ড রেকর্ডিস্ট অ্যাসোসিয়েশন; কাস্টিং ডিরেকটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ; ফোকাস পুলার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ; পোস্ট প্রডাকশন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ; প্রডাকশন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ; ক্যামেরা ক্রু অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং বাংলাদেশ লাইটম্যান কল্যাণ সংস্থা।

ফিল্ম ক্যাব গড়ার পেছনে কারণ সম্পর্কে জানা যায়, বিনোদন মাধ্যমে কাজ করা ক্রু মেম্বারের জন্য একটি পেশাদার কর্মপরিবেশ নিশ্চিত করা। কর্মপরিস্থিতি উন্নত করার পাশাপাশি এমন মানদণ্ড স্থাপন করতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, যা বাংলাদেশের চলচ্চিত্রশিল্পকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।

প্রতিষ্ঠার দিন সংগঠনটির সাতটি লক্ষ্য উপস্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে– লিঙ্গ সমতা নিশ্চিতকরণ, ন্যায়সংগত ও সংগঠিত কাজের পদ্ধতি, পেশাগত উন্নয়ন, আইনি সহায়তা ও অধিকার সুরক্ষা, সহযোগিতা ও যোগাযোগের উন্নতি, কল্যাণমূলক উদ্যোগ এবং পরিবেশবান্ধব কাজের পদ্ধতি।

প্রতিষ্ঠার দিন ফিল্ম ক্যাবের নির্বাহী কমিটি চূড়ান্ত করা হয়। তারা হলেন– আতিয়া রহমান, বরকত হোসেন পলাশ, ইদিলা ফরিদ তুরিন, ফারজানা সান, ইফরীত জীনা মিতি, কামরুন নাহার কলি, মোঃ গোলাম সরোয়ার (রুবেল), মোঃ মহিউদ্দিন খান (রনি), মোঃ তারেক বাবলু, মোর্শেদ বিপুল, মজিবুল মোহন, নাহিদ মাসুদ, নাজমুল হাসান, রোদ্রী রিপ, রিপন নাথ, শৈব তালুকদার, এস আর জিতু, শিহাব নুরুন নবী ও তারেক আহমেদ।

সংগঠনটির ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে আতিয়া রহমান বলেন, সদস্যদের ক্ষমতায়নের জন্য এবং শিল্পের ধারাবাহিক পেশাগত উন্নয়ন নিশ্চিত করার জন্য বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজনের পরিকল্পনা করছে ফিল্ম ক্যাব।

সম্পাদক ও প্রকাশক : মঈনুদ্দিন কাজল
deshermatidaily@gmail.com
০১৬১৫১১২২৬৬, ০১৬৭৩৫৬২৭১৬

দেশের মাটি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।