বিনোদন

ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করতে গিয়েছিলেন অভিনয় শিল্পীদের একাংশ। সেখানে তারা আন্দোলন ভুলে শিক্ষার্থীদের ঘরে ফিরে যেতে আহ্বান জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন, চিত্রনায়ক ফেরদৌস, অভিনয়শিল্পী সোহানা সাবা, শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নিপুণ এবং শমী কায়সারের মতো তারকারা।

বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে বিটিভি পরিদর্শন করে এসব অভিনয়শিল্পীরা জানান, এখন আর আন্দোলন ছাত্রদের হাতে নেই। তাদের ঢাল হিসেবে আরেকটি গোষ্ঠী ফায়দা লুটছে।

এ সময় শমী কায়সার বলেন, আজকে এই প্রাঙ্গনে এসে আমরা চোখের পানি ধরে রাখতে পারিনি। অনেক মানুষ প্রাণ হারিয়েছে, যারা প্রাণ হারিয়েছে আমরা তাদের রুহের মাগফেরাত কামনা করি। তিনি বলেন, আজকে আমরা ক্ষুব্ধ ও ব্যথিত।

কায়সার বলেন, এই টেলিভিশন বাংলাদেশের সংস্কৃতির ধারক ও বাহক। যে বাংলাদেশ টেলিভিশন মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেছে, সেখানে এসে এই ধ্বংসজজ্ঞ দেখে আমরা সকলেই মর্মাহত হয়েছি। এই টেলিভিশন প্রাঙ্গনে এসে আমরা শিল্পী হিসেবে বেড়ে উঠেছি। আজকে এই বাংলাদশ আমরা চাই না। এই ধ্বংসজজ্ঞের পেছনে যারা রয়েছে তাদের শাস্তি চাই।

এ সময় চিত্রনায়ক ফেরদৌস তুলে ধরেন তার বক্তব্য। তিনি বলেন, এতদিন আমাদের শোকের মাস ছিল শুধু আগস্ট। এখন জুলাই মাসও আমাদের শোকের মাস হিসেবে যুক্ত হয়েছে। ছাত্রদের কোটা আন্দোলন যৌক্তিক হলেও এদের সঙ্গে অপশক্তি যুক্ত হয়ে আন্দোলনে ভিন্ন পথে প্রভাবিত করেছে।

তিনি বলেন, আমরা যেসব ছাত্র হারিয়েছি তাদেরকে আর ফিরে পাবো না। আমার নিজের দুটি সন্তান আছে, তারাও ছাত্র। সন্তানহারা বাবা-মায়ের মনের অবস্থা কী সেটা আমরা বুঝতে পারছি। দেশ শেখ হাসিনা ঠিক করে ফেলবেন কিন্তু যারা চলে গেছেন তাদের আর ফিরিয়ে আনা যাবে না।

এছাড়া সংক্ষিপ্ত বক্তব্যে শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নিপুণ বলেন, শিক্ষার্থীদের উচিত এবার ঘরে ফিরে যাওয়া। তাদেরকে যাতে আর কেউ ব্যবহার করতে না পারে সেদিকে বাবা-মায়ের নজর রাখতে হবে।

‘তুফান’ সিনেমার দ্বিতীয় কিস্তি আসার ইঙ্গিত দিয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। আজ সোমবার (১৭ জুন) সন্ধ্যায় সিনেপ্লেক্সের সামনে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এ ইঙ্গিত দেন তিনি।

তুফানের দ্বিতীয় কিস্তি আসবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নে চঞ্চল চৌধুরী বলেন, ‘তুফান ২’ হবে। এখানে ছবির প্রযোজক আছেন। তিনি ভালো বলতে পারবেন।

এরপর তুফান ছবির প্রযোজক ও আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল বলেন, ‘তুফান ২’ আসবে কি না, তা জানতে আপনাদের সিনেমাটা দেখতে হবে। সিনেমাটা দেখলে এর উত্তর আপনারা পেয়ে যাবেন।

এর আগে, ছবির নির্মাতা রায়হান রাফী জানিয়েছিলেন, তুফান ছবি শেষে থাকবে বড় টুইস্ট। আর সেটা বোধহয় দর্শকরা পেয়ে গেছেন। আসছে তুফানের দ্বিতীয় কিস্তি। কারণ, সিনেমা শেষে লিখে দেয়া হয়েছে, ‘তুফান সবে তো শুরু’। হ্যাঁ, শাকিব খান অভিনীত চলচ্চিত্রটির পরবর্তী কিস্তি নির্মাণ হবে।

এবারের ঈদে মুক্তির পাওয়া ছবির মধ্যে সবচেয়ে বেশি (১২০টির বেশি) হল পেয়েছে তুফান। সর্বোচ্চ ১৩ লাখ টাকা অগ্রিম দিয়ে অধিকাংশ হল মালিককে ছবিটি নিতে হয়েছে। ঈদের প্রথম দিন থেকেই বেশ ভালো সাড়া পাচ্ছে সিনেমাটি। এই ছবির সুবাদে নতুন রেকর্ড গড়েছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স। মুক্তির এক দিন আগেই ফুরিয়ে যায় তুফানের প্রথম দুই দিনের বেশিরভাগ টিকিট।

তুফানে অভিনয় করেছেন শাকিব খান, মিমি চক্রবর্তী, চঞ্চল চৌধুরী, নাবিলা, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর প্রমুখ। ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফী। তুফান বাংলাদেশের সিনেমা, যার প্রযোজক ‘আলফা আই’ স্টুডিওজ। এর ডিজিটাল পার্টনার ‘চরকি’ আর ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন সহযোগী ‘এসভিএফ’।

টানা ১৯ দিনে তামিল নাড়ু তো বটেই, ভারতের বক্স অফিসে ইতিহাস লিখেছে বিজয় সেথুপাথির সিনেমা মহারাজা।

মেগাবাজেটের কাল্কি ২৮৯৮ এডি সিনেমার সঙ্গে জোর টক্কর দিয়েছে মহারাজা। কাল্কি ২৮৯৮ এডি সিনেমার সাফল্যের মধ্যেও মহারাজা টেনে নিয়েছে ১৭ দশমিক ৯৫ শতাংশ তামিল দর্শক।

নিথিলান সামিনাথান পরিচালিত মহারাজা মুক্তি পায় ১৪ জুন। বাজেট ছিল মোটে ২০ কোটি রুপি। প্যাশন স্টুডিও এবং দ্য রুট প্রযোজিত মহারাজা সিনেমাটি একের পর এক রেকর্ড ভাঙ্গার মধ্যে দিয়ে বিজয় সেথুপাথির এই ‍মুহূর্তের সেরা সাফল্য হয়ে ধরা দিয়েছে।

বহুমাত্রিক এই অভিনেতার ৫০তম সিনেমা মহারাজা। কে জানতো, সেই মহারাজাই মুক্তি পাওয়ার ২১ দিনের মাথায় ১০০ কোটি রুপি বক্স অফিস থেকে আয় করে আনবে! তামিল এই নায়ক বলিউডেও হার্টথ্রব হয়ে উঠেছেন।

বিজয় সেথুপাথির সঙ্গে মহারাজাই অভিনয় করেছেন অনুরাগ কাশ্যপ ও মমতা মোহনদাস। সিনেমাটি ভারতের গণ্ডিতেই ব্যবসা করছে তা নয়। এরমধ্যে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াতেও বক্স অফিস কাঁপিয়েছে এটি।

মুক্তির প্রথম সপ্তাহে ৩৮ কোটি ৯০ লাখ, দ্বিতীয় সপ্তাহে ২৩ কোটি ৪৫ লাখ এবং তৃতীয় সপ্তাহে ৫ কোটি ৪২ লাখ রুপি আয় করে মহারাজা। তৃতীয় সপ্তাহে অবশ্য কাল্কি সিনেমার ঝড়ে কিছুটা আয় কমে আসে এর। তারপরও বক্সঅফিসে মহারাজার জয়রথ পুরোপুরি থামেনি। ভারতের বক্স অফিস থেকে প্রায় ৮০ কোটি রুপি এবং অন্যান্য দেশের বক্স অফিস থেকে মহারাজার আয় এখন পর্যন্ত ২৪ কোটি রুপি। বিশ্ব জুড়ে এই সিনেমার মোট আয় ১০৩ কোটিরও বেশি দাঁড়িয়েছে।

একজন নাপিতের প্রতিশোধ নেওয়ার গল্প নিয়ে এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিথিলান সামিনাথান। আইএমডিবিতে এই সিনেমার রেটিং এখন ৮.৬/১০।

সড়ক দুর্ঘটনায় নিহত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে বাস মালিকদের করা আপিলের শুনানির জন্য মঙ্গলবার (৯ জুলাই) দিন ধার্য করা হয়েছে।

হবুধবার (৩ জুলাই) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আজ তারেক মাসুদের পরিবারের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন। 

গত বছরের ১১ অক্টোবর তারেক মাসুদের মৃত্যুতে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে বাস মালিকদের করা আপিলের শুনানি ৭ বছর পর শুরু হয়।

২০১৭ সালের ৩ ডিসেম্বর বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ ওই মামলায় রায় দেন। এতে তারেক মাসুদের পরিবারকে ৪ কোটি ৬১ লাখ ৭৫ হাজার ৪৫২ টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছিল। পরে বাস মালিকপক্ষ ক্ষতিপূরণ রায়ে স্থগিত চেয়ে একটি লিভ টু আপিল করলে আপিল করার অনুমতি দেওয়া হয়।

২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মারা যান চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিশুক মনির। তাদের বহনকারী মাইক্রোবাসটির সঙ্গে চুয়াডাঙ্গাগামী একটি বাসের সংঘর্ষ হলে তারেক মাসুদ ও মিশুক মনিরসহ মাইক্রোবাসের পাঁচ আরোহী নিহত হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেন।

 

‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত আছেন দক্ষিণ ভারতের সুপারস্টার প্রভাস। সিনেমাটি ছয় দিনে বিশ্বব্যাপী প্রায় ৬০০ কোটিরও বেশি রুপি আয় করেছে। শিগগিরই হাজার কোটি রুপির ক্লাবে পা রাখবে বলেই বিশ্বাস সংশ্লিষ্টদের। স্বভাবতই এ নিয়ে বেশ উচ্ছ্বসিত প্রভাস নিজেও।

আর এরমাঝেই চাউর হলো তার প্রেমের গুঞ্জন। অভিনেত্রী দিশার সঙ্গে প্রেম করছেন তিনি! এমনই খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম। 

মূলত অভিনেত্রীর হাতে ‘পিডি’ নামে ট্যাটু দেখেই এ গুঞ্জন ডালপালা মেলতে শুরু করেছে। পি ও ডি দুটি শব্দকে ‘প্রভাস ও দিশা’ বলেই আখ্যাায়িত করতে চাইছেন নেটিজেনরা। কেউ কেউ আবার বলছেন, দিশা পাটানি তার নামের উল্টো করে ‘পিডি’ অর্থাৎ পাটানি দিশা লিখেছেন। 

প্রসঙ্গত, দিশা কল্কি সিনেমায় প্রভাসের সহশিল্পী। এ সিনেমার শুটিংয়ের সময়ই নাকি দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে। এবার সেটা আরও বাড়ল দিশার হাতের নতুন ট্যাটু দেখে। এটা দেখেই দুইয়ে দুইয়ে চার মিলিয়েছেন ভক্তরা। 

তবে সত্যিই তারা প্রেম করছেন, নাকি পুরোটাই গুজব- তা নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি কেউই।

রেস্টুরেন্টের ব্যবসায় গিয়ে ভয়ঙ্কর প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন টালিউড অভিনেত্রী ইয়ামিন হক ববি। এ ঘটনায় শাহিনা ইয়াসমিন, তার ছেলে জাওয়ান আল মামুনসহ ৭ জন ও অজ্ঞাতনামা আরও ১০-১২ জনের নামে মামলা করেছেন তিনি।

সোমবার গুলশানে রেডঅর্কিড রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে নিজের প্রতারিত হওয়ার ঘটনা নিয়ে কথা বলেছেন তিনি। 

ববি বলেন, সৎভাবে জীবনযাবন অব্যাহত রেখে আর্থিক সচ্ছলতার আশায় আমি গুলশান-২ এর ১১৩ নম্বর রোডের ওয়াই এন সেন্টারের একটি রেস্টুরেন্ট ক্রয় করি। রেস্টুরেন্টে অপারেশন পার্টনার হিসেবে রয়েছেন আমার পূর্বপরিচিত মির্জা বাশার। আগের রেস্টুরেন্টের মালিক আমানের সঙ্গে তার রেস্টুরেন্টের সমুদয় আসবাবপত্র (ইন্টেরিয়র ও অন্যান্য) ৫৫ লাখ টাকা মূল্য ধরে একটি চুক্তি হয়। একই সময়ে রেস্টুরেন্ট ভবন মালিকের স্ত্রী শাহিনা ইয়াসমিন ও ছেলে জাওয়াদ আল মামুনের সঙ্গে ভবন রেস্টুরেন্ট মালিকসহ আলোচনা করি। তখন শাহিনা ইয়াসমিন ও জাওয়াদ রেস্টুরেন্টটি আমাকে ভাড়া নিতে উৎসাহিত করেন এবং চলমান রেস্টুরেন্ট হস্তান্তর করলে তারা পরবর্তী সময়ে আমাদের নামে নতুন চুক্তিপত্র করে দেবেন বলে প্রতিশ্রুতি দেন। তাদের প্রতিশ্রুতির পর আমরা আমানকে ১৫ লাখ টাকা দেই এবং টাকা পাওয়ার পর দিন আমানের সঙ্গে আমাদের চুক্তি হয়। চুক্তি অনুযায়ী তাকে দুটি চেকও দেওয়া হয়।

তিনি আরো বলেন, গত এপ্রিল মাসে আমান আমাদের কাছে রেস্টুরেন্ট হস্তান্তর করেন। আমরা এপ্রিল থেকে রেস্টুরেন্টের ভাড়া প্রতি মাসে আড়াই লাখ ও বিদ্যুৎ বিলসহ অন্যান্য খরচ পরিশোধ করছি। ভবনের মালিক আমাদের নামে ভাড়া জমা নিয়ে রসিদও দেন। রেস্টুরেন্টে ওঠার পর আমরা ডেকোরেশন পরিবর্তনের কাজ শুরু করি। যাতে প্রায় ১ মাস সময় লাগে। ডেকোরেশনে প্রায় ৫০ লাখ টাকা খরচ হয়। এ পর্যায়ে আমরা রেস্টুরেন্ট পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু করি এবং ট্রেড লাইসেন্স করার জন্য আমরা ভবনের শাহিনা ইয়াসমিন ও জাওয়াদ আল মামুনকে চুক্তিপত্র, ফায়ার সেফটি ও বাণিজ্যিক অনুমতির প্রয়োজনীয় কাগজপত্র দেওয়ার অনুরোধ করি।

তিনি অভিযোগ করেন, আমরা যখন ট্রেড লাইসেন্স করতে এসব কাগজপত্র চেয়েছি তখন থেকে হঠাৎ করেই পূর্বের রেস্টুরেন্ট মালিক আমান, মালিক শাহিনা ইয়াসমিন, জাওয়াদ, ভবনের দায়িত্বে থাকা জয়, সাকিবসহ অন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আমাদের হয়রানি শুরু করেন। প্রথমে আমান তাকে পরিশোধ করা ১৫ লাখ টাকার বিষয়ে অস্বীকার করেন। অন্যদিকে শাহিনা ও জাওয়াদের নির্দেশে ভবনের দায়িত্বে থাকা কর্মচারী জয়, সাকিব, হারুন ও তাদের সহযোগীরা বারবার আমার রেস্টুরেন্টের বিদ্যুৎ লাইন বন্ধ করে দিয়ে আমাকে হয়রানি শুরু করেন। এর মধ্যে গিয়াস উদ্দিন আল মামুনের ব্যবসা প্রতিষ্ঠান ওয়ান গ্রুপ থেকে বারবার সন্ত্রাসী ও লাঠিয়াল বাহিনী নিয়ে রেস্টুরেন্টে এসে ভয়ভীতি দেখাতে থাকে। গুলশানের মতো জায়গায় এমন সন্ত্রাসী কর্মকাণ্ড করছে দেখে আমি ভীত হয়ে যাই এবং এরা আসলে কাদের লোক তা জানার চেষ্টা করি। তখনই আমরা প্রথম জানতে পারি, শাহিনা ইয়াসমিন বিএনপি নেতা গিয়াস উদ্দিন আল মামুনের স্ত্রী এবং এই ভবনের মালিক গিয়াস উদ্দিন আল মামুন নিজেই।

ববি বলেন, এমন পরিস্থিতিতে বিপদের আশঙ্কা দেখে ট্রেড লাইসেন্সের বিষয়ে করণীয় কী সে পরামর্শ করতে আমরা সিটি করপোরেশনে যাই এবং জানতে পারি, ওই বিল্ডিংয়ের কোনোরকম বাণিজ্যিক কার্যক্রমের অনুমতি নেই। এ জন্য গত ফেব্রুয়ারি মাসে বেইলি রোডে রেস্টুরেন্টে আগুন লাগার পর এই বিল্ডিংটি সিলগালা করে দেয়া হয়। পরে শাহিনা ইয়াসমিন তিন মাসের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম সরিয়ে ফেলার লিখিত প্রতিশ্রুতি দিয়ে বিল্ডিং খোলেন।

তিনি আরও বলেন, এই ঘটনার পর আমরা বুঝতে পারি, আমান, শাহিনা ও জাওয়াদ মিলে আমাদের সঙ্গে এক ভয়াবহ প্রতারণা করেছেন। তারা অবৈধ রেস্টুরেন্ট বাঁচাতে না পারার ভয়ে বিক্রি করে টাকা তুলে নেওয়ার ফাঁদ পাতেন। সেই ফাঁদে আমাদের ফেলা হয়েছে। বাণিজ্যিক কোনো অনুমতি না থাকার পরও মাত্র তিন মাসের লিখিত প্রতিশ্রুতি দিয়ে এসে আমাদের প্রায় ৮০ লাখ টাকা বিনিয়োগ করিয়েছেন এবং তারা আমাদের থেকে ভাড়াও নিচ্ছেন। তারা ধারণা করেছিল, আমরা বৈধ কোনো কাগজপত্র চাইব না। সিলগালা হওয়া ভবনটিতে এখনো আগের মতোই সব বাণিজ্যিক কার্যক্রম অব্যাহত রেখেছে।

ভবনের বৈধ কাগজপত্র দাবি করায় তাদের উচ্ছেদের চেষ্টা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, বিভিন্ন মাধ্যমে তারা আমাদের হুমকি দিতে থাকে। সর্বশেষ গত ২২ জুন রাত ১১টায় আমরা রেস্টুরেন্ট বন্ধ করে বেরিয়ে যাই। পরদিন ২৩ তারিখ সকালে রেস্টুরেন্টের কর্মচারীরা গেলে নিরাপত্তাকর্মীসহ অন্যরা তাদের ঢুকতে বাধা দেয়। খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে মির্জা বাশার সেখানে গেলে হঠাৎ করেই ১৫-২০ জনের সন্ত্রাসী দল তার ওপর আক্রমণ শুরু করে। সেখানে বাশারকে একা পেয়ে বেদম মারধর ও হত্যাচেষ্টা করা হয়। যার সিসিটিভি ভিডিও রয়েছে। আমি বিষয়টি জানতে পেরে তৎক্ষণাৎ থানায় অব্যহিত করি এবং সেখানে পুলিশ ও আমি একই সঙ্গে পৌঁছাই। পুলিশের উপস্থিতিতে আমরা রেস্টুরেন্টে ঢুকতে গেলে দেখতে পাই সেখানে নতুন তালা লাগানো হয়েছে।

মারধর করে উল্টো তাদের নামেই মামলা দেওয়া হয়েছে উল্লেখ করে ববি বলেন, আমরা গুলশান থানায় মামলা দায়ের করতে গেলে থানা থেকে মির্জা বাশারকে আগে চিকিৎসা করিয়ে এসে পরে মামলা করার পরামর্শ দেওয়া হয়। পরে আমরা মামলা করতে গিয়ে জানতে পারি তারা আগেই মামলার অভিযোগ জমা দিয়েছে। যেখানে আমাকে আসামি করা হয়েছে। কিন্তু ঘটনাস্থলে আমি পুলিশের সঙ্গে যাই এবং পুলিশের সঙ্গে বের হয়ে প্রথমে থানায় যাই। মামলায় তদন্ত হচ্ছে, আশা করি তদন্তে সত্যতা উঠে আসবে।

আলোচিত চিত্রনায়িকা পরীমণির সঙ্গে রাতযাপনের প্রমাণ মেলায় চাকরি হারাচ্ছেন আলোচিত পুলিশ কর্মকর্তা গোলাম সাকলায়েন। ইতোমধ্যে তাকে চাকরি থেকে ‘বাধ্যতামূলক অবসর প্রদানের’ সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সাকলায়েনের অবসরে পাঠানোর খবর প্রকাশিত হওয়ার পর মুখ খুলেছেন পরিমণির মামলায় জেলে যাওয়া ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। তিনি মনে করছেন, পরীমণির সঙ্গে গোলাম সাকলায়েনের সম্পর্ক আগ থেকেই ছিল। 

সম্প্রতি এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নাসির উদ্দিন মাহমুদ বলেন, পরীমনির সঙ্গে গোলাম সাকলায়েনের সম্পর্ক অনেক আগ থেকেই ছিলো। অর্থাৎ পরীমনি এবং তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার আগ থেকেই।

দাবির পক্ষে তিনি বলেন, যেদিন তাকে গ্রেফতার করা হয় ডিবি থেকে সেদিন গোলাম সাকলায়েনের আসার অনুমতি ছিলো না। তারপরও তাকে স্পটে দেখা গেছে। খুব উৎফুল্ল ছিলেন সাকলায়েন। ডিবি কার্যালয়ে নেওয়ার পর পরীমনিও সেখানে আসেন। সাকলায়েন তাকে সেখানে নিয়ে গেছে।

তিনি আরও বলেন, আমার ধারণা, সাকলায়েনের সঙ্গে সম্পর্কের কারণেই তাকে দিয়েই এমন কিছু ঘটিয়েছে বা এমন আরও সাকলায়েন থাকতে পারে বলেও জানান তিনি।

সাভার বোট ক্লাবে কাণ্ড ঘটিয়ে পরীমনি সফল হয়েছে বলে উল্লেখ করে নাসির উদ্দিন বলেন, পরীমনিকে কয়জন চিনতো, আমি নিজেও চিনতাম না। ওই ঘটনার আগ মুহূর্ত পর্যন্ত আমি তার নামও জানতাম না। এখন তাকে সবাই চেনে। তার পরিচিতি লাভের জন্য বোটক্লাবে এমন ঘটনা ঘটিয়েছে।

এর আগে নাসির উদ্দিন মাহমুদকে হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে করা মামলায় গত ২৫ জুন জামিন পেয়েছেন পরীমনি।

কুরবানি ঈদের দুদিন আগে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে মিথিলার নতুন সিরিজ ‘বাজি’। এই সিরিজে দীর্ঘদিন পর সাবেক জীবনসঙ্গী গায়ক-অভিনেতা তাহসান খানের সঙ্গে অভিনয় করেন মিথিলা। আর তাতে মুক্তির আগেই দারুণ আলোড়ন তোলে ‘বাজি’।

তাহসানের সঙ্গে কাজ করা নিয়ে মিথিলা বলেন, দুজনে একসঙ্গে এত কাজ করেছি। আমার মনে হয় সেজন্যই আবার যখন স্ক্রিনে ব্যাক করেছি, মানুষ এতটা এক্সাইটেড।

সাত পর্বের ‘বাজির’ গল্প ও চিত্রনাট্য করেছেন ভারত ও বাংলাদেশের আদিত্য সেন গুপ্ত ও হাসানাত। এই সিরিজে ক্রিকেটের সংকট তুলে আনা হয়েছে।

এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে আগামী ৫ জুলাই মুক্তি পাবে মিথিলার নতুন সিনেমা ‘অরণ্যের প্রাচীন প্রবাদ’। দুলাল দে পরিচালিত এ সিনেমায় নার্সের ভূমিকায় অভিনয় করেছেন মিথিলা। 

অভিনীত চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে রাফিয়াত রশিদ মিথিলা জানান, বাংলাদেশে এক সময়ে অনেক প্রেমের নাটকে অভিনয় করেছেন। এখন এই ঘরানার কাজ থেকে বেরিয়ে এসেছেন স্রেফ ‘অরুচির’ কারণে।

তবে মিথিলা বলেন, প্রেমের গল্পে যে একেবারেই অভিনয় করতে চাই না, তা নয়। প্রথম কথা সেই গল্প ইন্টারেস্টিং হতে হবে।

কলকাতার একটি সংবাদমাধ্যমকে এই অভিনেত্রী বলেন, আমার চরিত্রও অন্যরকম হতে হবে। আমাকে পাশের বাড়ির মেয়ে ভাবাও বন্ধ করতে হবে। প্রেমের অধ্যায় শেষ, আর চাই না।

‘অরণ্যের প্রাচীন প্রবাদ’ সিনেমায় গোয়েন্দা হয়েছেন জিতু কমল। সিনেমার টিজার এবং ট্রেইলার প্রকাশ হয়েছে কিছুদিন আগে।

গত বছর কলকাতায় মুক্তি পায় মিথিলা অভিনীত ‘মায়া’। ওই সিনেমা দিয়ে পশ্চিমবঙ্গে চলচ্চিত্রে অভিষেক হয় তার। কলকাতায় মিথিলার দ্বিতীয় সিনেমা ‘ও অভাগী’ মুক্তি পেয়েছে কিছুদিন আগে।

রাজশাহীর নওহাটা থেকে ‘তুফান’ সিনেমা দেখতে রাজতিলক সিনেমা হলে এসেছিলেন এক নারী। সঙ্গে তাঁর মেয়ে। সন্ধ্যার শো দেখার জন্য তিনি টিকিট পাচ্ছিলেন না। সিনেমার প্রদর্শন শুরুর ২ মিনিট আগে তিনি পেয়ে যান হলমালিককে। হলমালিক হাতজোড় করে বললেন, ‘এই শোতে আর টিকিট দিতে পারছি না, আপা। আমাদের জানিয়ে আসলে ভালো হতো। আমরা নারী দর্শককে সর্বোচ্চ প্রায়োরিটি দিই। সন্ধ্যার এই শোতে আর টিকিট নাই।’ ওই নারী বলতে থাকেন, ‘এত দূরের পথ থেকে এসেছি। কোনো ব্যবস্থা করা যায় কি না।’ পরে হলমালিক দুটো বসার টোল সংগ্রহ করে হলের ভেতরে নিয়ে গেলেন তাঁদের। সিনেমা শুরু হয়ে গেল।

এই দৃশ্য রাজশাহীর পবা উপজেলার কাটাখালী পৌরসভার রাজতিলক সিনেমা হলের। দিনের তৃতীয় শো সন্ধ্যা সাড়ে ছয়টার আগে এই দৃশ্য চোখে পড়ে। এই শো দেখতে না পেরে ২০ জনের মতো সিনেমাপ্রেমীকে বাইরে অপেক্ষা করতে দেখা গেছে। তাঁরা রাত সাড়ে ৯টার শো দেখবেন।

রাজশাহী নগরের হাদির মোড় থেকে শারমিন আক্তার সপরিবার সিনেমা দেখতে এসেছেন। সন্ধ্যা ছয়টার দিকে তাঁরা এসে কাটাখালীতে পৌঁছান। তাঁর স্বামী টিকিট কাটতে গিয়ে ফিরে আসেন। দ্বিতীয় ও তৃতীয় তলার টিকিট নেই।

পরে আবার গিয়ে দেখেন নিচের তলার টিকিটও ফুরিয়ে গেছে। পরে তাঁরা হলের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে টিকিট কাটেন। শারমিন বলেন, রাজশাহী শহরে আগে অনেক সিনেমা হল ছিল। কিন্তু এখন আর নেই। শহরের বাইরে রাজশাহীর একমাত্র সচল হল রাজতিলক। বাংলা সিনেমা পছন্দ করেন তিনি। এ কারণে প্রায়ই তাঁরা সিনেমা দেখতে হলে ছুটে আসেন।

এই দুই পরিবার টিকিট পেলেও রাজশাহী নগরের মেহেরচণ্ডী এলাকার এক দম্পতি টিকিট পাননি। স্ত্রীকে বসিয়ে রেখে বাইরে অপেক্ষা করছিলেন। নাম বললেন না। তিনি বলেন, আগেভাগেই এসেছেন। আজ যে টিকিট পাওয়া যাবে না, এটা জানতেন না। মোটরসাইকেলও গ্যারেজ করা হয়ে গেছে। এখন সিনেমা দেখার জন্য প্রায় তিন ঘণ্টা অপেক্ষা করতে হবে। তাঁদের মতো রাসেল মিয়া, মো. সবুজ, সাদেক আলী, আল-আমিনসহ আরও বেশ কয়েকজনকে অপেক্ষা করতে দেখা গেছে।

রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী। রয়েছেন চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, গাউসুল আলম শাওন প্রমুখ। ‘তুফান’ ছবিটি প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লিমিটেড; ডিজিটাল পার্টনার চরকি এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে আছে এসভিএফ।

তিনি মূলত চলচ্চিত্রে প্রোডাকশন ম্যানেজার হিসেবে কাজ করেন, থাকেন ঢাকায়। তিনি হলটি চালুর উদ্যোগ নেন। পরে তিনি হলটি চালু করেন। চলতি বছর এক বছরের মাথায় হলে তিনি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র বসান। ঈদের আগে সাউন্ড সিস্টেমও ডিজিটাল করেছেন। হলটিতে বর্তমানে ৪৮৫ জন দর্শক একসঙ্গে বসে সিনেমা দেখতে পারেন।

সম্পাদক ও প্রকাশক : মঈনুদ্দিন কাজল
deshermatidaily@gmail.com
০১৬১৫১১২২৬৬, ০১৬৭৩৫৬২৭১৬

দেশের মাটি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।