বিনোদন

ঈদে ১২৩টির মতো হল মুক্তি পাচ্ছে সুপারস্টার শাকিব খানের ছবি ‘তুফান’। তুফানের ঝড়ে ববির ‘ময়ূরাক্ষী’ ছবিটি মাত্র দুটি হল পাচ্ছে। সিনেমাটির চিত্রনাট্যকার গোলাম রাব্বানী এ খবরটি জানান।

তিনি বলেন, ‘রাজধানীর সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্স ও যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টারে দেখা যাবে তাদের ছবিটি। তবে পরের সপ্তাহে তারা হল সংখ্যা বাড়ানোর আশা করছেন।

কিন্তু প্রথম সপ্তাহেই কেন মাত্র দুটি হল পেল ছবিটি! স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা, মিরপুর ও রাজশাহী শাখায় কেন ছবিটি শো পাবে না? অথবা শহরে ও বন্দরে আরও একাধিক মাল্টিপ্লেক্স রয়েছে, সেখানেও কেন ববির সিনেমাটি স্থান পায়নি।’

এমন প্রশ্নের জবাবে, সংশ্লিষ্টরা অনেকটাই চুপ। এটুকু বলছেন, হল সংকট। কয়েকটা দিন অপেক্ষা করতে বলছেন সবাই।

খোঁজ করে জানা গেছে, সীমান্ত সম্ভারের স্টারে ছবিটির শো থাকছে দিনে দুটি। বেলা ৩টায় ও সন্ধ্যা সোয়া সাতটায়। অন্যদিকে যমুনা ব্লকবাস্টারের শো তালিকা এখনও এদিকে হল সংখ্যা দুটো হলেও ‘ময়ূরাক্ষী’ সাধারণ দর্শকের মন কাড়বে বলে আশা করছেন নির্মাতা রাশিদ পলাশ। তিনি জানান, ছবিটির গান, গল্প, অভিনয় সবকিছুই ভালো লাগবে দর্শকের।

ববি বলেন, ঈদে ছবির প্রতিযোগিতা থাকবেই। যে ছবিগুলো ঈদে মুক্তি পায় তার টেস্ট একেকটার একেক ধরনের। গল্পও আলাদা। দর্শকরা হলে গিয়ে ‘ময়ূরাক্ষী’দেখে আমার বিশ্বাস ভিন্ন টেস্ট পাবে। ‘‘আমি আমার ছবির ব্যাপারে প্রচণ্ড আশাবাদী। আমার টিম সদস্যরা অনেক হার্ড ওয়ার্ক করেছে। আমার বিশ্বাস ‘ময়ূরাক্ষী’ দেখে দর্শকদের ভালো লাগবে।

নির্মাতা রাশিদ পলাশ বলেন, ‘প্রেম ও প্রতারণার একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মাণ হয়েছে সিনেমাটি। বিমান ছিনতাইয়ের ঘটনা আছে। রোমান্টিক ঘরানার থ্রিলার সিনেমা এটি। আমি এই প্রথম প্রেমের ছবি বানিয়েছি। আমি সবসময় ইতিহাসভিত্তিক সিনেমা নির্মাণ করেছি। এবার যেহেতু আমার ঘরানার বাইরে রোমান্টিক সিনেমা নির্মাণ করেছি, নিজেকেই নিজে চ্যালেঞ্জ করেছি। তাই সিনেমাটি নিয়ে আমি আশাবাদী। বাকিটা দর্শক দেখে জানাবে।’

সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, প্রণব ঘোষ, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল, রুদ্র হক, মিতুল, কস্তূরী চৌধুরী।

কেবল অভিনয়েই নয়, বাবা ও বড় বোনের মতো সিনেমা প্রযোজনাতেও হাত পাকিয়েছেন আলিয়া ভাট। এবার লেখালেখিতেও নিজের পারদর্শিতার স্বাক্ষর রাখলেন এই বলিউড অভিনেত্রী। 

সম্প্রতি তিনি দ্য অ্যাডভেঞ্চারস অফ এড-এ-মাম্মা: এড ফাইন্ডস এ হোম নামক একটি শিশুতোষ ছবির বইয়ের লেখক হয়েছেন। রোববার সাংবাদিকদের ডেকে সেই ঘোষণাই দিলেন আলিয়া।

অভিনেতা রনবীর কাপুরের সঙ্গে গাঁটছড়া বাঁধার পর একটি কন্যা সন্তানের জন্মও দিয়েছেন অভিনেত্রী। তার ১৯ মাস বয়সি কন্যার নাম রাহা। তাকে নিয়েই এখন নানা স্বপ্ন দেখেন আলিয়া। শিশু কন্যা রাহাকে একটা বছর সবার চোখের আড়ালেই রেখেছিলেন আলিয়া। 

তবে অভিনয় পরিবারের সন্তানকে কি আর ক্যামেরার লেন্সের আড়ালে রাখা সহজ কাজ! আলিয়া জানালেন, ছোট্ট রাহা এখন যেভাবে ক্যামেরা বুঝতে শিখেছে, তাতে রীতিমত চমকে যান তিনি নিজেই।

মেয়ে রাহাকে নিয়েই অভিনয়ের বাদ-বাকি সময় কাটান আলিয়া। আর এবার জীবনের অন্যতম বড় সিদ্ধান্ত নিয়ে নিলেন তিনি। লেখক হিসেবেই মনোনিবেশ করতে চান আলিয়া।

সম্প্রতি বাচ্চাদের পোশাকের ব্র্যান্ড Ed-a-Mamma দ্বারা অনুপ্রাণিত হয়ে লিখে ফেলেন Ed Finds A Home নামে সিরিজের প্রথম বই। শিশুদের বইয়ের চিত্রশিল্পী তানভি ভাট বইটির চিত্র অঙ্কন করেছেন।

আলিয়া বলেন, ‘একটি নতুন দুঃসাহসিক কাজ শুরু করলাম। ‘এড একটি বাড়ি খুঁজে পায়’ শিরোনামে বইয়ের একটি নতুন সিরিজ লেখার কাজ শুরু করলাম, যা এড-এ-মাম্মার থেকে অনুপ্রাণিত। আমার শৈশব ছিল গল্প বলার এবং গল্পকারে পরিপূর্ণ.. এবং একদিন আমি একটি স্বপ্ন দেখেছিলাম। আমার ভেতরের সেই শিশুটিকে বের করে এনে শিশুদের জন্য বইয়ের মধ্যে রাখার জন্য..আমি আমার সহকর্মী গল্পকার বিবেক কামাথ, শাবনম মিনওয়ালা এবং তানভি ভাটের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। যারা তাদের চমৎকার ধারণা, ইনপুট এবং কল্পনা দিয়ে আমাদের প্রথম বইটি আনতে সাহায্য করেছেন।’

আলিয়া ভাট জানান, ‘গ্রহের যত্ন নেওয়া এবং পোষা প্রাণীর সঙ্গে বন্ধুত্ব’ বিষয়ক এই বইটি   মূলত একটি ছবির বই। এড ফাইন্ডস এ হোম শিরোনামের এই বইটি পাফিন বুকস ইন্ডিয়া কর্তৃক প্রকাশিত হয়েছে। 

আলিয়া ভাট ২০২০ সালে কিডসওয়্যার এবং মাতৃত্ব পরিধানের ব্র্যান্ড এড-এ-মাম্মা প্রতিষ্ঠা করেন। গত বছর রিলায়েন্স রিটেল পোশাক লেবেলে ৫১ শতাংশ শেয়ার নিয়ে এটি যৌথ উদ্যোগে প্রবেশ করে। ২০২১ সালে লাস্যময়ী এই অভিনেত্রী ইটারনাল সানশাইন প্রোডাকশন নামে একটি প্রোডাকশন ব্যানারও চালু করেন। সূত্র- ইন্ডিয়া এক্সপ্রেস।

ঈদুল আজহাকে ঘিরে ঢালিউডে এবার মুক্তি পাচ্ছে পাঁচটি চলচ্চিত্র। এর মধ্যে অন্যতম আলোচনায় রয়েছে রায়হান রাফীর নির্মিত শাকিব খানের তুফান। ঈদের দিন সোমবার দেশের প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে চলচ্চিত্রটি।

গত বছর কোরবানির ঈদে মুক্তি পায় একই নির্মাতার সিনেমা ‘সুড়ঙ্গ’। তবে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির পরপরই পাইরেসির কবলে পরে। একদল কুচক্রী উদ্দেশ্যপ্রণোদিতভাবে সুড়ঙ্গ সিনেমার দৃশ্য ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান।

তাই এ বছরের কোরবানির ঈদে মুক্তি পাওয়া তুফান চলচ্চিত্রের পাইরেসি ঠেকাতে সতর্কবার্তা দিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। রোববার রাতে সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন এই নায়ক। সেখানে বাংলা চলচ্চিত্রের ক্ষতি নিরসনে হলে এসে সিনেমা দেখার আহ্বান জানান তিনি।

সেই ভিডিওতে তুফান চলচ্চিত্রের শাকিব খানের অ্যাকশন কিছু দৃশ্য দেখা যায়। এর মাঝেই আলাদা ক্যামেরায় ধরা দেন শাকিব। শুরু করেন পাইরেসি নিয়ে তার সতর্কতামূলক বক্তব্য। এ সময় শাকিবকে বলতে শোনা যায়, ‘আশা করছি এবার সবাই বন্ধু বান্ধব, স্বজন সবাই দলে দলে দেখতে আসবেন তুফান এবং খুব উপভোগ করবেন। কিন্তু, আমি একটু চিন্তিত; যদি তুফান পাইরেসি হয়ে যায়? পাইরেসির কারণেই প্রযোজক, পরিচালক , শিল্পী কলাকুশলী- সর্বোপরি পুরো বাংলা চলচ্চিত্রই অনেক ক্ষতিগ্রস্থ হচ্ছে। ধ্বংসের দিকে চলে যাচ্ছে। তাই রুখে দিন পাইরেসি।’

এ সময় শাকিব আরও বলেন, পাশের সিটে কেউ যদি মোবাইলে ভিডিও ধারণ করার চেষ্টা করেন, তাকে নিষেধ করুন। প্রয়োজনে হল কর্তৃপক্ষকে জানান বা পুলিশের সহায়তা নিন, রুখে দিন পাইরেসি। দেখিয়ে দিন, তুফানি জোশ।

সবশেষে তিনি বলেন, সে নো টু পাইরেসি, দেখা হবে সিনেমা হলে।

প্রসঙ্গত, একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা। যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনি নিয়েই এগিয়ে যাবে তুফানের গল্প। রায়হান রাফী ও শাকিব খান জুটি ঢালিউডকে নতুন কিছু উপহার দিতে চলেছেন।

যৌথ প্রযোজনার ‘তুফান’-এ যুক্ত আছে বাংলাদেশের নামি প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই, ভারত থেকে যুক্ত এসভিএফ। শাকিব খান, মিমি চক্রবর্তী এ সিনেমায় অভিনয় করছেন। এছাড়াও রয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী নাবিলা, মিশা সওদাগর প্রমুখ। 

তুফান ছাড়াও ঈদে মুক্তির তালিকায় থাকছে ‘ময়ূরাক্ষী’, ‘আগন্তুক’, ‘ডার্ক ওয়ার্ল্ড’ ও ‘রিভেঞ্জ’।

চলতি বছর ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর অভিনীতরঙ্গনাসিনেমার কিন্তু শেষ পর্যন্ত সিনেমাটি মুক্তি পায়নি নিয়ে শোবিজপাড়ায় গুঞ্জন উঠেছে, বিশেষ এক কারণেই সিনেমাটিতে সিডিউল দিতে ব্যর্থ হন শাবনূর আর সে কারণেই ঈদে মুক্তি দেয়া সম্ভব হয়নিরঙ্গনাসিনেমাটি প্রসঙ্গে সম্প্রতি মুখ খুলেছেন সিনেমার পরিচালক আরাফাত হোসাইন।

সংবাদমাধ্যমে পরিচালক আরাফাত বলেন, ঈদে সিনেমাটি মুক্তি না পাওয়ায় অনেকেই গুজব রটিয়েছেন। বলেছেন, সম্মানীর কারণে নতুন করে শিডিউল দিচ্ছেন না শাবনূর।

আরাফাত আরও বলেন, এসব গুঞ্জন ভিত্তিহীন। যেভাবে শুটিংয়ের পরিকল্পনা হয়েছে সেভাবেই হবে। শাবনূর আপা দেশে ফিরলেই শুটিং শুরু হবে। 

ঈদে ‘রঙ্গনা’ মুক্তি না দিতে পারায় ফেসবুকে ক্ষমাও চেয়েছেন আরাফাত। শুক্রবার ( ১৪ জুন) ফেসবুকে তিনি শাবনূরের সঙ্গে দুটি ছবি শেয়ার করে লেখেন, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে! বিশেষ কিছু কারণে “রঙ্গনা” ঈদে রিলিজ দিতে পারছি না। সুপারস্টার শাবনূরকে যেহেতু ১০ বছর পর সিনেমাপাড়ায় আবার এনেছি, বুঝতেই পারছেন, দায়িত্বটা অনেক বড়! আমরা চাই সুন্দর একটা সিনেমা বানাতে, আমরা চাই আপনাদের মন জয় করতে। আমার প্রযোজনা প্রতিষ্ঠান “এম এস মুভিজ”-এর একটাই কথা, “রঙ্গনা”–তে যেন কোনো অপূর্ণতা না থাকে। আমিও তা-ই মনে করি। তাই তো তাড়াহুড়া করে ঈদে রিলিজ করাটাই সার্থকতা নয়; বরং গুছিয়ে সুন্দর একটা সিনেমা উপস্থাপন করাই সার্থকতা।

ভক্তদের উদ্দেশে আরাফাত লেখেন, আমি একজন শাবনূরভক্ত। শাবনূরভক্তদের কথা চিন্তা করেই কিন্তু “রঙ্গনা” নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলাম। হতাশ হওয়ার কিছুই নেই, “রঙ্গনা” আপনাদের কখনোই হতাশ করবে না! বরাবরের মতোই বিপক্ষ দল থেমে নেই, “রঙ্গনা” নিয়ে আজেবাজে মন্তব্য ছড়িয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সবার কাছে একটাই অনুরোধ, গুজবে কান দেবেন না।’

মডেল ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। ‘আয়নাবাজি’ ও ‘আগস্ট ১৯৭৫’ ছবিতে অভিনয়ের প্রায় ৩ বছর পরে রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমাতে অভিনয় করেছেন তিনি।

এদিকে সিনেমা মুক্তি উপলক্ষে (১২ জুন) রাতে রাজধানীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন শাকিব খান, অভিনেত্রী মিমি চক্রবর্তী, মাসুমা রহমান নাবিলাসহ অভিনয়শিল্পী এবং কলাকুশলীরা।

নাবিলা বলেন, ‘আমি এ ছবির গল্প পড়ার সময় তা ভিজ্যুয়ালাইজ করতে পারছিলাম। তুফান সিনেমা আসলেই তুফান সৃষ্টি করবে।’

এ অভিনেত্রী জানান, তিনি অনেক খুশি। সেই সঙ্গে যখন জানতে পেরেছিলেন মেগাস্টার শাকিব খান ছবিতে অভিনয় করবেন। এর চেয়ে বিশাল আমাদের জন্য আর কী হতে পারে। শাকিব খানের জন্য হলেও তুফানে অভিনয় করতে হতো।

কাজ থেকে বিরতির প্রসঙ্গে বলেন, ‘আমার অপেক্ষাটা আসলে অনেক বেশি দীর্ঘ হয়ে গিয়েছিল কারণ আমি আসলে যে রকম সিনেমার সঙ্গে যুক্ত হতে চেয়েছিলাম। ঠিক সে রকম সিনেমা আমার কাছে আসছিল না।’

তিনি বলেন, ‘আয়নাবাজি সিনেমার পরে সবাই আমাকে প্রশ্ন করত কবে আমি সিনেমায় কাজ করব। সব সময় বলে আসছিলাম সিনেমা করতে চাই। এমনটা নয় যে সিনেমা করতে চাইনি বলে আমাকে দেখা যায়নি।’

উল্লেখ্য, একটি স্কুল ম্যাগাজিন অনুষ্ঠানের উপস্থাপনার মধ্য দিয়ে মিডিয়া জগতে পথ চলা শুরু করেন মাসুমা রহমান নাবিলা। উপস্থাপনা, মডেলিং, টিভি নাটকের পাশাপাশি তিনি তার প্রথম চলচ্চিত্র ‘আয়নাবাজি’-তে অভিনয়ের মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেছেন।

 

গবেষকরা জানিয়েছেন, আল্ট্রা-প্রসেসড ফুড (ইউপিএফ) বা অতি-প্রক্রিয়াজাত খাবার হৃদরোগ, ক্যানসার, টাইপ ২ ডায়াবেটিস, মানসিক স্বাস্থ্য সমস্যা এবং অকাল মৃত্যুর উচ্চ ঝুঁকিসহ মানব স্বাস্থ্যের ৩২টি ক্ষতিকারক প্রভাবের সঙ্গে সরাসরি যুক্ত বলে গবেষণায় উঠে এসেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) এ খবর জানিয়েছে।

আল্ট্রা-প্রসেসড ফুড নিয়ে এ গবেষণাটি এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় গবেষণা উল্লেখ করে দ্য গার্ডিয়ান এর প্রতিবেদনে বলা হয়, এসব আল্ট্রা-প্রসেসড ফুডের মধ্যে রয়েছে- সিরিয়াল (দানাদার খাবার), প্রোটিন বার, কোমল পানীয়, প্যাকেটজাত খাবার এবং ফাস্টফুড। বর্তমানে যুক্তরাষ্ট্র ‍ও যুক্তরাজ্যের গড় খাদ্যের অর্ধেকেরও বেশি আল্ট্রা-প্রসেসড ফুড। বিশেষ করে অল্পবয়সী, দরিদ্র বা সুবিধাবঞ্চিত এলাকার বাসিন্দাদের খাদ্য তালিকার ৮০ শতাংশ আল্ট্রা-প্রসেসড ফুড।

 

বৈশ্বিক মেডিকেল জার্নাল বিএমজে-তে এই গবেষণার বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে গবেষকরা জানান, প্রায় ১০ মিলিয়ন মানুষের ওপর পরিচালিত এই গবেষণার ফল হিসেবে উচ্চ মাত্রার আল্ট্রা-প্রসেসড ফুড মানব স্বাস্থ্যের জন্য গুরুতর ক্ষতির কারণ হতে পারে, ফলে মানুষের খাদ্য তালিকা থেকে আল্ট্রা-প্রসেসড ফুডের পরিমাণ কমিয়ে আনার সুপারিশ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথ, ইউনিভার্সিটি অব সিডনি এবং ফ্রান্সের সোরবোন ইউনিভার্সিটিসহ বিশ্বের বেশ কয়েকটি নেতৃস্থানীয় প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা এই গবেষণায় জড়িত ছিলেন।

প্রকাশিত প্রতিবেদনের শেষে বলা হয়েছে, সামগ্রিকভাবে অকাল মৃত্যু, ক্যানসার ও মানসিক স্বাস্থ্য সমস্যা, শ্বাসযন্ত্র, কার্ডিওভাসকুলার, গ্যাস্ট্রোইনটেস্টাইনাল এবং বিপাকীয় স্বাস্থ্য সমস্যাসহ মানব স্বাস্থ্যের ৩২টি ক্ষতিকারক প্রভাবের সঙ্গে আল্ট্রা-প্রসেসড ফুডের সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে।

 

করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে ঝুঁকি নিয়ে আগামী শুক্রবার (১৯ মার্চ) ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেশের আট অঞ্চলে একযোগে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।এ পরীক্ষায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ১১ দফা নির্দেশনা জারি করেছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। মঙ্গলবার (১৬ মার্চ) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১৯ মার্চ (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪১তম সিসিএসের প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।

কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় পরীক্ষাগ্রহণের বিষয়ে স্বাস্থ্যবিধি অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে ১১ দফা নির্দেশনা জারি করা হয়েছে। এসব নির্দেশনা বাস্তবায়নে এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যশা করেছে পিএসসি।

নির্দেশনাগুলো হলো—

১. প্রতিটি পরীক্ষা হলে পর্যান্ত আলো-বাতাসের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

২. পরীক্ষার হলের বাইরে পরীক্ষার্থীদের হাত ধোয়ার ব্যবস্থা/হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করতে হবে।

৩. হলে প্রবেশের সময় শরীরের তাপমাত্রা পরিমাপ করার জন্য নন-কন্ট্যাক্ট ইনফ্রারেড থার্মোমিটারের সুবিধা রাখতে হবে।

৪. প্রতিটি পরীক্ষা হলের কন্ট্রোল রুমে মাস্ক এবং জীবাণুনাশকের ব্যবস্থা থাকতে হবে।

৫. শিক্ষাপ্রতিষ্ঠানের মেঝেসহ সকল এলাকা পরিস্কার ও জীবাণুমুক্ত করতে হবে।

৬. স্বাস্থ্যবিধি পালনের বার্তা সম্বলিত পোস্টার/ফেস্টুনের মাধ্যমে প্রচার করতে হবে।

৭. অপেক্ষমান জনসমাগম নিয়ন্ত্রণ করতে হবে। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেয়া যেতে পারে।

৮. শিক্ষাপ্রতিষ্ঠানে পানি, স্যানিটেশন এবং বর্জ্য ব্যবস্থাপনার সুবিধা এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হবে।

৯. পরীক্ষার্থীরা কমপক্ষে তিন ফুট দূরত্ব রজায় রেখে হলে প্রবেশ করবে। প্রয়োজনে গোল চিহ্ন দিয়ে দাঁড়ানোর স্থান নির্দিষ্ট কওর দিতে হবে। মাস্ক ছাড়া কোনো পরীক্ষার্থী হলে প্রবেশ করতে পারবে না।

১০. আসন ব্যবস্থায় দুইজন পরীক্ষার্থীর মধ্যে কমপক্ষে তিন ফুট দূরত্ব থাকতে হবে।

১১. পরীক্ষা হলের বাইরে অভিভাবকদের সমাবেশ পরিহারসহ যে কোনো ধরনের জনসমাগম পরিহার করতে হবে।

এদিকে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য ১৭০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ভেতর ও বাইরের আইনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকার ১৬০টি পরীক্ষা কেন্দ্রের প্রতিটির জন্য একজন করে এবং পিএসসির কন্ট্রোল রুমে অতিরিক্ত আরও ১০ জন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ‘পাবলিক এক্সামিনেশন (অফেন্স) অ্যাক্ট ১৯৮০’ অনুযায়ী আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। ম্যাজিস্ট্রেটদের আগামী ১৯ মার্চ বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ সরকারি কর্ম-কমিশন সচিবালয়ে রিপোর্ট করার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া প্রিলিমিনারি পরীক্ষা পরিচালনার জন্য পিএসসিকে সহায়তা দিতে প্রশাসনের ৪০ জন সহকারী সচিবকে (নন-ক্যাডার) সংযুক্তি দেয়া হয়েছে।

এর আগে গত ৭ মার্চ ৪১তম বিসিএসের আসন বিন্যাস প্রকাশ করে পিএসসি। নির্দেশনা অনুযায়ী হাতঘড়ি, অলঙ্কার ও কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২১ মে থেকে শুরু হবে। এবার করোনাভাইরাসের কারণে বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির জরুরি সভায় এ প্রস্তাবনা উত্থাপন করা হয়। আগামী ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভর্তি পরীক্ষা কমিটির সভায় এটি চূড়ান্ত হবে। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।

ভিসি বলেন, ‘ক’ ইউনিট দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা, যা ২১ মে সকাল ১০টা থেকে শুরু হয়ে সাড়ে ১১টা পর্যন্ত চলবে। এরপর ২২ মে ‘খ’ ইউনিটের পরীক্ষা হবে। ‘গ’ ইউনিটের পরীক্ষা হবে ২৭ মে এবং ‘ঘ’ ইউনিটের পরীক্ষা হবে ২৮ মে। আর ৫ জুন হবে ‘চ’ ইউনিটের পরীক্ষা।’ সব পরীক্ষা সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বলেও জানান ভিসি।

ডিনস কমিটির সভায় এবারের পরীক্ষায় বেশকিছু পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়েছে। পরীক্ষাগুলো বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। মোট ১২০ নম্বরের মধ্যে পরীক্ষায় বহুনির্বাচনি অংশে ৬০ নম্বর, লিখিত অংশে ৪০ নম্বর আর এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষার জিপিএর ওপর ১০ করে ২০ নম্বর হিসাব করা হবে। ভর্তির আবেদনের সময়সীমা ভর্তি পরীক্ষা কমিটির সভায় চূড়ান্ত হবে। ভিসি ড. মো. আখতারুজ্জামান বলেন, ১৮ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষার সভায় এসব বিষয় চূড়ান্ত করা হবে।

সম্পাদক ও প্রকাশক : মঈনুদ্দিন কাজল
deshermatidaily@gmail.com
০১৬১৫১১২২৬৬, ০১৬৭৩৫৬২৭১৬

দেশের মাটি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।