বিনোদন

এবারের ঈদে আবারও ভিন্নধর্মী কাজ নিয়ে আলোচনায় দেশের জনপ্রিয় টিভি অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নাটকটির নাম ‘তিথি ডোর’। যেখানে দেখানো হয়েছে ৩০ বছর বয়সী অবিবাহিত মেয়েদের নানা টানাপোড়েন থেকে হতাশা এবং সর্বশেষ আত্মহননের চিন্তা।

এই নাটকটি ঘিরে বরাবরের মতো প্রশংসিত হচ্ছেন মেহজাবীন চৌধুরী। আর পরিচালক ভিকি জাহেদের কাজ মানেই ভিন্ন ধারার কিছু। এই জুটির কাজে পরিচালনা ও অভিনয় দুটো মিলেমিশে একাকার হয়ে ওঠে। যদিও এখন খুব একটা নাটকে দেখা যায় না মেহজাবীন চৌধুরীকে। কারণ, তিনি বড় পর্দাতেও নাম লিখিয়েছেন।  

শুক্রবার ‘তিথি ডোর’ নাটকের প্রসঙ্গ টেনে সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ বার্তা দিয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সেখানে অবিবাহিত ৩০ বছর বয়সীদের নিয়ে কথা বলেছেন তিনি।

মেহজাবীন লিখেছেন, ‘আপনার বয়স ৩০ মানেই আপনার অন্তত একটা মন ভাঙার গল্প আছে। হঠাৎ একদিন দেখবেন যে মানুষটা একসময় আপনাকে কষ্ট দিয়েছে, সেই মানুষটা অথবা সেই মানুষগুলো অনেক ভালো আছে। আর আপনার তখন মনে হবে “দিজ ইজ নট ফেয়ার”। আমাদের সবার জীবনে এমন একটি মুহূর্ত এসেছে, যখন আমরা ভেবেছি আর বেঁচে থেকে লাভ কী? তার ওপর আপনি যদি একজন ৩০ বছরের অবিবাহিত নারী হন, তাহলে তো আর কথাই নেই। আপনি জীবিত থাকলেও কিছু অঘোষিত নিয়ম আপনার আত্মবিশ্বাস কেড়ে নেবে।’

এই কাজটির সঙ্গে আমাদের টিমের ব্যক্তিগত ইমোশন জড়িয়ে আছে নানাভাবে এবং তাঁকে সহযোগিতা করা আমাদের স্পেশাল কাজ। “লেট টোয়েনটিজ” এবং ৩০ এর ঊর্ধ্বে যে নারীরা আছেন, কাজটি আপনাদের কে ডেডিকেট করলাম।’

একই দিনে ‘তিথি ডোর’ নাটক নিয়ে সামাজিক মাধ্যমে আরও একটি পোস্ট দিয়েছেন মেহজাবীন। অভিনেত্রী লিখেছেন, ‘না, তিথি ডোরে কোনো সাস্পেন্স-থ্রিল নেই। নেই কোনো খুন-মারামারি। নেই রহস্য কিংবা টুইস্ট। কিন্তু তারপরও এই গল্প বলাটা খুব জরুরি। আমাদের চারপাশে এখন যে অস্থির সময় চলছে, সেখানে এই গল্পটাই সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। কারণ “তিথি ডোর” একটা অনুভূতির গল্প। যে অনুভূতি প্রতিটি সাধারণ মানুষের মধ্যে আছে।’

মেহবাজীবন বলেন, ‘আমাদের অনুরোধ, “তিথি ডোর” দেখে এর মূল বক্তব্য অনুধাবন করার চেষ্টা করুন। নিজের পাশের মানুষকে, নিজের কাছের মানুষকে জিজ্ঞেস করুন, সে কেমন আছে? তার কষ্ট হচ্ছে কি না? আপনার একটা কল, নক, টেক্সট বা সাক্ষাৎ হয়তো কারও জন্য বিশেষ একটি মুহূর্তে অমূল্য হয়ে দাঁড়াতে পারে! দেরি হয়ে যাওয়ার আগে আপনারা চেষ্টা করুন। নিজেকে ভালোবাসুন, নিজের কাছের মানুষকে ভালোবাসুন। জীবন সুন্দর। এর চেয়ে সুন্দর আর কোনো কিছু নেই, কখনো হবেও না!’

একসময়ের জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী মোজেজা আশরাফ মোনালিসা। ক্যারিয়ারের মধ্যগগনে থাকার সময়ে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন মার্কিন মুলুকে। তবে সাম্প্রতিক সময়ে হঠাৎ দেশের মাটিতে পা রাখেন এই সু-অভিনেত্রী। দেশে ফিরেই জানান, আবারও ফিরছেন পর্দায়। ঈদ উপলক্ষে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির ‘ঈদ কার্নিভ্যাল’ অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়েছেন মোনালিসা। সেখানে ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা গল্প বলেছেন তিনি।

দেশে কেমন উপভোগ করছেন, উত্তরে অভিনেত্রী বলেন, ‘রাস্তার ধারে চটপটি, ফুচকা, আচার এগুলো, যা যা আমার ছোটবেলার স্মৃতি, যেগুলো আমি মিস করি। তারপর হচ্ছে বন্ধুদের সঙ্গে আড্ডা, ঘোরাঘুরি। পাশাপাশি দর্শকদের জন্যও ব্যস্ত হয়ে গেছি, অনেকগুলো পরিকল্পনা চলছে, দেখি কী হয়, দর্শকদের জন্য আছে চমক।’

দেশে ঈদ কাটানো প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘অনেক বছর পর দেশে ঈদ করা, অসাধারণ কেটেছে। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও মায়ের সঙ্গে ঈদ করতে পারছি, এটা আমার জন্য অনেক বড় বিষয়। আমি দর্শকদেরও অনেক মিস করি, তাঁদের জন্য ঠিক করেছি, পরবর্তী সময়ে এখানে ছয় মাস থাকব, ওখানে ছয় মাস।’

তবু বিয়ে কবে করছেন, এই প্রশ্নের সম্মুখীন মোনালিসা বলেন, ‘আসলে আমি ভেবেছি, এই পুরো দায়িত্বটা দর্শকদের ওপর ছেড়ে দেব। তাঁরাই সবকিছু নির্ধারণ করুন, এটাই ভালো হবে।’
শুধু তা-ই নয়, নিজের রূপ এবং তারুণ্যের রহস্যও জানালেন অভিনেত্রী। বলেন, ‘রূপ এবং তারুণ্যের রহস্য হচ্ছে দর্শকদের ভালোবাসা। কারণ, দর্শকেরা চান না আমার বয়স হয়ে যাক, বুড়ো হয়ে যাই। তাঁরা এত ভালোবাসেন আমাকে, মনে হয় এ কারণেই আমার বয়স বাড়ছে না।’

ঈদুল আজহা উপলক্ষে শিল্পীদের নগদ ১০ লাখ টাকা ঈদ উপহার দিয়েছেন জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক এবং শিল্পী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল।

বুধবার ডিপজলের বড় ভাইয়ের জন্য দোয়ার আয়োজন করা হয় এফডিসির মসজিদে। এদিন উপস্থিত শিল্পীদের নিজ হাতে ঈদ উপহার তুলে দেন অভিনেতা।

এর আগে শিল্পী সমিতির পক্ষ থেকে শিল্পী ও কলাকুশলীদের জন্য এবারের ঈদে তিনটি গরু কুরবানি দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ডিপজল। সেভাবেই প্রস্তুতি চলছিল। তবে শেষ মুহূর্তে তা সম্ভব হয়নি ডিপজলের বড় ভাই হাজী মো. শাহাদাৎ হোসেনের মৃত্যুতে। ভাইয়ের মৃত্যুতে ভেঙে পড়েন ডিপজল, এলেমেলো হয়ে যায় সবকিছু। কুরবানি চলে গেছে ঠিকই কিন্তু শিল্পীদের নিরাশ করেননি শিল্পীদের নেতা ডিপজল।

এ প্রসঙ্গে ডিপজল বলেন, ‘সবাই জানেন আমার বড় ভাই মারা গেছেন। যার জন্য গরু কিনতে পারিনি। গরু কেনার ১০ লাখ টাকা শিল্পী সমিতির ফান্ডে দিয়েছি। কার্যনির্বাহী কমিটি এ টাকা সবার মধ্যে বিলিয়ে দিবে। উপস্থিত যারা ছিলেন আমি নিজ হাতে তাদের এ উপহার দিয়েছি। উপহার পেয়ে তারা খুশি।’

এই অভিনেতা আরও বলেন, ‘আমি আগেও বলেছি এখনো বলছি, আমি শিল্পী সমিতিতে নিতে আসিনি, দিতে এসেছি। চলচ্চিত্রের কিভাবে ভালো হয় তা নিয়েই কাজ করব৷ আমি চলচ্চিত্র ও শিল্পীদের মঙ্গল চাই। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন।’

জানা গেছে, উপস্থিত ৩৫০ শিল্পীকে এ উপহার তুলে দেওয়া হয়েছে৷ এর মধ্যে শিল্পী সমিতির সদস্য, এফডিসির নিরাপত্তা কর্মী ও এফডিসির কর্মচারীদের মোট সাড়ে ৬ লাখ টাকা প্রদান করা হয়েছে। আর যারা ঈদ করতে গ্রামে গিয়েছেন তাদের বিকাশের মাধ্যমে এ উপহার পাঠানো হবে।

হঠাৎ করেই সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিয়েছেন ভারতের অন্যতম জনপ্রিয় প্লেব্যাকশিল্পী অলকা ইয়াগনিক। এর কারণ হিসেবে তিনি জানান, বিরল এক স্নায়বিক রোগে আক্রান্ত তিনি। এর ফলে ধীরে ধীরে হারাচ্ছেন শ্রবণশক্তি। 

ইনস্টাগ্রামে এক পোস্টে অলকা আরও জানান, কয়েক সপ্তাহ আগে বিমানবন্দর থেকে বেরোনোর সময় হঠাৎ করেই কোনো কিছু শুনতে পাচ্ছিলেন না তিনি। সেই থেকেই সমস্যার শুরু। তবে চিকিৎসা শুরু হয়েছে।

এরপরই ভক্ত ও সহকর্মীদের কাছে উচ্চমাত্রার শব্দ থেকে যথাসম্ভব দূরে থাকার অনুরোধ করেছেন তিনি। আর অত্যন্ত সতর্কতার সঙ্গে হেডফোন ব্যবহার করতে বলেছেন। 

অলকা ইয়াগনিকের এই পোস্টে অনুরাগীদের পাশাপাশি উদ্বিগ্ন সোনু নিগম, ইলা অরুণের মতো শিল্পীরা। সোনু নিগম লিখেছেন, ‘আমার মনেই হয়েছিল, সব ঠিক নেই। ফিরেই তোমার সঙ্গে দেখা করব। দ্রুত সেরে ওঠো।’

মাত্র ছয় বছর বয়সে কলকাতায় আকাশবাণী রেডিওতে গান করেন অলকা ইয়াগনিক। এরপর মাত্র ১০ বছর বয়সে চলে যান মুম্বাইয়ে।  

১৯৮০ সালে ‘পায়েল কি ঝংকার’ ছবিতে প্রথম প্লেব্যাক করেন অলকা। ১৯৮৮ সালে ‘তেজাব’ ছবির ‘এক দো তিন’ গানে প্লেব্যাক করে ব্যাপক জনপ্রিয়তা পান। এরপর তো একে একে তিন দশকের বেশি সময় অসংখ্য শ্রোতাপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন অলকা ইয়াগনিক।

চার দশকের দীর্ঘ ক্যারিয়ারে এক হাজারে বেশি ছবিতে গান গেয়েছেন অলকা ইয়াগনিক। ২৫টি আলাদা আলাদা ভাষায় তার মোট গানের সংখ্যা ২১ হাজারের বেশি। বিবিসির করা সেরা ৪০টি হিন্দি গানের তালিকায় অলকা ইয়াগনিকের গানই আছে ২০টি। ২০২৩ সালের জানুয়ারি মাসে ইউটিউব মিউজিক চার্টস অ্যান্ড ইনসাইটস লিস্টের শীর্ষ গায়িকা হন অলকা।  

টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রর অন্যতম প্রতিভাবান অভিনেত্রী কোয়েল মল্লিক। বাংলা বানিজ্যিক ছবির অন্যতম মুখ কোয়েল মল্লিক এক সময় তার একচেটিয়া অধিপত্য বিস্তার করে অভিনয় করেছেন টলিউডের সিনেমায়। তবে ’শেখ থেকে শুরু’র পর কোয়েলকে আর দেখা যায়নি কমার্শিয়াল ছবির নায়িকা হিসাবে। 

হয় তিনি মিতিন মাসি হয়ে পর্দায় ধরা দিয়েছেন, কিংবা যে কোন নারীকেন্দ্রিক ছবিতে উপস্থিত হয়েছেন পর্দায়। জিৎ কিংবা দেবের সঙ্গে কোয়েলের জুটি দেখতে মুখিয়ে রয়েছে ভক্তরা। তবে সুসংবাদ এই যে আবারো সম্পর্কের গল্পে ফিরছেন কোয়েল মল্লিক। আর এক দশকেরও বেশি সময় পর বাবা রঞ্জিত মল্লিকের সঙ্গে স্কিন শেয়ার করবেন তিনি।

কোয়েলের নতুন এই ছবির নাম ‘স্বার্থপর’।‘স্বার্থপর’ পরিচালনার দায়িত্বে থাকছেন অন্নপূর্ণা বসু।দাদা-বোনের সম্পর্কের আবর্তে নির্মিত হবে এই ছবি। যেখানে কোয়েলের দাদার ভূমিকায় থাকছেন কৌশিক সেন। আর এই সিনেমায় কোয়েলের উকিলের ভূমিকায় থাকছেন রঞ্জিত মল্লিক।

 পর্দায় দেখা যাবে দাদা কৌশিক সেনের সঙ্গে কোয়েলের সম্পত্তি নিয়ে বিবাদ বাঁধবে, সেই সময় উকিলের ভূমিকায় থাকা রঞ্জিত মল্লিক কোয়েলের পাশে থাকবেন। এই ছবিতে গৃহবধূর চরিত্রে দেখা মিলবে কোয়েলের।তার  চরিত্রের নাম অপর্ণা। কোয়েলের নতুন এই সিনেমা প্রসঙ্গে বলেন, ‘আমাদের আশাপাশে এমন অনেক হোমমেকার রয়েছেন যাঁরা সংসারের দায়িত্ব সামলাতে গিয়ে নিজেদের স্বপ্ন-ইচ্ছেগুলো পূরণ করতে পারেন না। অপর্ণা তেমনই একটা চরিত্র’। লম্বা সময় পর বাবার সঙ্গে কাজ করতে পেরে উত্তেজিত কোয়েল। 

বাবা-মেয়ের চরিত্রে না থাকলেও রঞ্জিত মল্লিক এখানে শুধু কোয়েলের উকিল নন, অপর্ণার মেন্টরও বটে। সুতরাং বাবা-মেয়ের সম্পর্কের সূক্ষ্মতা উঠে আসবে গল্পে, যা স্পষ্ট। ছোট থেকে বোনকে কোলেপিঠে করে মানুষ করেছে দাদা, অথচ সম্পত্তির ভাগবাটোয়ারার প্রশ্ন উঠলেই অন্য খাতে বইবে সম্পর্ক। বাবা-মা'র সম্পত্তিতে নিজের অধিকার দাবি করার অর্থ কি মেয়ে ‘স্বার্থপর’? সেই প্রশ্নেরই উত্তর উঠে আসবে অন্নপূর্ণা বসু পরিচালিত কোর্টরুম ড্রামা ও সম্পর্কের গল্প 'স্বার্থপর' এ।

 

এর আগে জি ফাইভ বা হইচই প্ল্যাটফর্মের জন্য কনটেন্ট তৈরি করেছেন ‘স্বার্থপর’ সিনেমার পরিচালক। সহকারী হিসেবে দায়িত্ব পালন করা অন্নপূর্ণা প্রথমবার বড় পর্দার জন্য ছবি তৈরি করছেন। 'স্বার্থপর' সম্পর্কে অন্নপূর্ণা বলেন,' বাংলার প্রত্যেক মা-মেয়েই তাঁর গল্পের সঙ্গে একাত্মবোধ করবেন। আগামী কয়েক মাসের মধ্যেই শুরু হবে ছবির শ্যুটিং। সব ঠিক থাকলে এই ছবিতে কৌশিক সেনের উকিলের চরিত্রে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে।

এদিকে  অযোগ্যর স্পেশাল স্ক্রিনিং-এ এসেছিলেন কোয়েল মল্লিক। এদিন কোয়েল জানান, এখন একদম ফিট তিনি। কিছুদিন আগে ‘একটি খুনির সন্ধানে মিতিন’-এর সেটে হাতে যে আঘাত পেয়েছিলেন তা সেরে গিয়েছে । খুব শীঘ্রই নতুন উদ্যমে কাজে ফিরবেন টলি কুইন।

 

সোমবার (১৭ জুন) ঈদের দিন নেটদুনিয়ায় যেকোনো সময় মুক্তি পেতে পারে নির্মাতা অনন্য মামুন পরিচালিত দরদ এর টিজার। টিজার প্রকাশ করার আগে সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা অনন্য মামুন সময় সংবাদকে জানিয়েছেন, চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পাবে 'দরদ'।

এর আগে শোনা গিয়েছিল সিনেমাটি একাধিক ভাষায় ডাব করে একসঙ্গে ৩০টি দেশে মুক্তি দেয়ার ঘোষণা দেবেন অনন্য মামুন।

সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান। সিনেমাটির শুটিং হয়েছে ভারতের বারাণসী ও এলাহাবাদে।
 
‘দরদ’ সিনেমায় শাকিব-সোনাল ছাড়া আরও অভিনয় করেছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারিয়া, জেসিয়া ইসলামসহ অনেকে।
 

গত ঈদুল আযহায় মুক্তিপ্রাপ্ত ‘সুড়ঙ্গ’ পাইরেসির কবলে পরে চতুর্থ সপ্তাহে। একদল কুচক্রী সিনেমার দৃশ্য ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। এতে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হয় সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান।

 

এমন অবস্থায় আইনের দারস্থ হন সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস লিমিটেডের কর্ণধার শাহরিয়ার শাকিল। তার দায়ের করা মামলায় গ্রেফতার হয় দুই আসামি। একই বছরের ৩০ জুলাই ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ আসামিদের হাজির করলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
আফরান নিশো ও তমা মির্জা অভিনীত এ সিনেমার পাইরেসির ঘটনায় প্রযোজক শাহরিয়ার শাকিলের করা মামলায় ইতোমধ্যেই চার্জ গঠন হয়েছে। বিচারকার্য শেষে অপরাধ প্রমাণ সাপেক্ষে অপরাধীদের ৪ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে আইনে।

কপিরাইট আইন ২০০০(সংশোধিত ০৫) অনুযায়ী ৮২/৮৪ ধারা অনুযায়ী অনুমতি ব্যতিত চলচ্চিত্র ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা অপরাধ। এই আইন ভঙ্গ করলে সর্বোচ্চ শাস্তি পাঁচ লাখ টাকা জরিমানা এবং চার বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

 

মামলা সূত্রে জানা যায়, গেল ৬ মে ঢাকায় বিচারিক আদালতে অভিযোগপত্র গৃহীত হয়। এর আগে ২০২৩ সালের ২৯ জুলাই বনানী থানায় মামলা দায়ের করে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান।

রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’র মাধ্যমে প্রথমবার সিনেমায় নাম লেখান আফরান নিশো। তার সঙ্গে ছিলেন তমা মির্জা। এতে আরও অভিনয় করেছেন মোস্তফা মন্‌ওয়ার, শহীদুজ্জামান সেলিম, মনির আহমেদ শাকিল, অশোক ব্যাপারীসহ অনেকে। সেই সঙ্গে একটি আইটেম গানে নুসরাত ফারিয়াকে দেখা গেছে।

ঈদে ১২৩টির মতো হল মুক্তি পাচ্ছে সুপারস্টার শাকিব খানের ছবি ‘তুফান’। তুফানের ঝড়ে ববির ‘ময়ূরাক্ষী’ ছবিটি মাত্র দুটি হল পাচ্ছে। সিনেমাটির চিত্রনাট্যকার গোলাম রাব্বানী এ খবরটি জানান।

তিনি বলেন, ‘রাজধানীর সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্স ও যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টারে দেখা যাবে তাদের ছবিটি। তবে পরের সপ্তাহে তারা হল সংখ্যা বাড়ানোর আশা করছেন।

কিন্তু প্রথম সপ্তাহেই কেন মাত্র দুটি হল পেল ছবিটি! স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা, মিরপুর ও রাজশাহী শাখায় কেন ছবিটি শো পাবে না? অথবা শহরে ও বন্দরে আরও একাধিক মাল্টিপ্লেক্স রয়েছে, সেখানেও কেন ববির সিনেমাটি স্থান পায়নি।’

এমন প্রশ্নের জবাবে, সংশ্লিষ্টরা অনেকটাই চুপ। এটুকু বলছেন, হল সংকট। কয়েকটা দিন অপেক্ষা করতে বলছেন সবাই।

খোঁজ করে জানা গেছে, সীমান্ত সম্ভারের স্টারে ছবিটির শো থাকছে দিনে দুটি। বেলা ৩টায় ও সন্ধ্যা সোয়া সাতটায়। অন্যদিকে যমুনা ব্লকবাস্টারের শো তালিকা এখনও এদিকে হল সংখ্যা দুটো হলেও ‘ময়ূরাক্ষী’ সাধারণ দর্শকের মন কাড়বে বলে আশা করছেন নির্মাতা রাশিদ পলাশ। তিনি জানান, ছবিটির গান, গল্প, অভিনয় সবকিছুই ভালো লাগবে দর্শকের।

ববি বলেন, ঈদে ছবির প্রতিযোগিতা থাকবেই। যে ছবিগুলো ঈদে মুক্তি পায় তার টেস্ট একেকটার একেক ধরনের। গল্পও আলাদা। দর্শকরা হলে গিয়ে ‘ময়ূরাক্ষী’দেখে আমার বিশ্বাস ভিন্ন টেস্ট পাবে। ‘‘আমি আমার ছবির ব্যাপারে প্রচণ্ড আশাবাদী। আমার টিম সদস্যরা অনেক হার্ড ওয়ার্ক করেছে। আমার বিশ্বাস ‘ময়ূরাক্ষী’ দেখে দর্শকদের ভালো লাগবে।

নির্মাতা রাশিদ পলাশ বলেন, ‘প্রেম ও প্রতারণার একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মাণ হয়েছে সিনেমাটি। বিমান ছিনতাইয়ের ঘটনা আছে। রোমান্টিক ঘরানার থ্রিলার সিনেমা এটি। আমি এই প্রথম প্রেমের ছবি বানিয়েছি। আমি সবসময় ইতিহাসভিত্তিক সিনেমা নির্মাণ করেছি। এবার যেহেতু আমার ঘরানার বাইরে রোমান্টিক সিনেমা নির্মাণ করেছি, নিজেকেই নিজে চ্যালেঞ্জ করেছি। তাই সিনেমাটি নিয়ে আমি আশাবাদী। বাকিটা দর্শক দেখে জানাবে।’

সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, প্রণব ঘোষ, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল, রুদ্র হক, মিতুল, কস্তূরী চৌধুরী।

কেবল অভিনয়েই নয়, বাবা ও বড় বোনের মতো সিনেমা প্রযোজনাতেও হাত পাকিয়েছেন আলিয়া ভাট। এবার লেখালেখিতেও নিজের পারদর্শিতার স্বাক্ষর রাখলেন এই বলিউড অভিনেত্রী। 

সম্প্রতি তিনি দ্য অ্যাডভেঞ্চারস অফ এড-এ-মাম্মা: এড ফাইন্ডস এ হোম নামক একটি শিশুতোষ ছবির বইয়ের লেখক হয়েছেন। রোববার সাংবাদিকদের ডেকে সেই ঘোষণাই দিলেন আলিয়া।

অভিনেতা রনবীর কাপুরের সঙ্গে গাঁটছড়া বাঁধার পর একটি কন্যা সন্তানের জন্মও দিয়েছেন অভিনেত্রী। তার ১৯ মাস বয়সি কন্যার নাম রাহা। তাকে নিয়েই এখন নানা স্বপ্ন দেখেন আলিয়া। শিশু কন্যা রাহাকে একটা বছর সবার চোখের আড়ালেই রেখেছিলেন আলিয়া। 

তবে অভিনয় পরিবারের সন্তানকে কি আর ক্যামেরার লেন্সের আড়ালে রাখা সহজ কাজ! আলিয়া জানালেন, ছোট্ট রাহা এখন যেভাবে ক্যামেরা বুঝতে শিখেছে, তাতে রীতিমত চমকে যান তিনি নিজেই।

মেয়ে রাহাকে নিয়েই অভিনয়ের বাদ-বাকি সময় কাটান আলিয়া। আর এবার জীবনের অন্যতম বড় সিদ্ধান্ত নিয়ে নিলেন তিনি। লেখক হিসেবেই মনোনিবেশ করতে চান আলিয়া।

সম্প্রতি বাচ্চাদের পোশাকের ব্র্যান্ড Ed-a-Mamma দ্বারা অনুপ্রাণিত হয়ে লিখে ফেলেন Ed Finds A Home নামে সিরিজের প্রথম বই। শিশুদের বইয়ের চিত্রশিল্পী তানভি ভাট বইটির চিত্র অঙ্কন করেছেন।

আলিয়া বলেন, ‘একটি নতুন দুঃসাহসিক কাজ শুরু করলাম। ‘এড একটি বাড়ি খুঁজে পায়’ শিরোনামে বইয়ের একটি নতুন সিরিজ লেখার কাজ শুরু করলাম, যা এড-এ-মাম্মার থেকে অনুপ্রাণিত। আমার শৈশব ছিল গল্প বলার এবং গল্পকারে পরিপূর্ণ.. এবং একদিন আমি একটি স্বপ্ন দেখেছিলাম। আমার ভেতরের সেই শিশুটিকে বের করে এনে শিশুদের জন্য বইয়ের মধ্যে রাখার জন্য..আমি আমার সহকর্মী গল্পকার বিবেক কামাথ, শাবনম মিনওয়ালা এবং তানভি ভাটের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। যারা তাদের চমৎকার ধারণা, ইনপুট এবং কল্পনা দিয়ে আমাদের প্রথম বইটি আনতে সাহায্য করেছেন।’

আলিয়া ভাট জানান, ‘গ্রহের যত্ন নেওয়া এবং পোষা প্রাণীর সঙ্গে বন্ধুত্ব’ বিষয়ক এই বইটি   মূলত একটি ছবির বই। এড ফাইন্ডস এ হোম শিরোনামের এই বইটি পাফিন বুকস ইন্ডিয়া কর্তৃক প্রকাশিত হয়েছে। 

আলিয়া ভাট ২০২০ সালে কিডসওয়্যার এবং মাতৃত্ব পরিধানের ব্র্যান্ড এড-এ-মাম্মা প্রতিষ্ঠা করেন। গত বছর রিলায়েন্স রিটেল পোশাক লেবেলে ৫১ শতাংশ শেয়ার নিয়ে এটি যৌথ উদ্যোগে প্রবেশ করে। ২০২১ সালে লাস্যময়ী এই অভিনেত্রী ইটারনাল সানশাইন প্রোডাকশন নামে একটি প্রোডাকশন ব্যানারও চালু করেন। সূত্র- ইন্ডিয়া এক্সপ্রেস।

ঈদুল আজহাকে ঘিরে ঢালিউডে এবার মুক্তি পাচ্ছে পাঁচটি চলচ্চিত্র। এর মধ্যে অন্যতম আলোচনায় রয়েছে রায়হান রাফীর নির্মিত শাকিব খানের তুফান। ঈদের দিন সোমবার দেশের প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে চলচ্চিত্রটি।

গত বছর কোরবানির ঈদে মুক্তি পায় একই নির্মাতার সিনেমা ‘সুড়ঙ্গ’। তবে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির পরপরই পাইরেসির কবলে পরে। একদল কুচক্রী উদ্দেশ্যপ্রণোদিতভাবে সুড়ঙ্গ সিনেমার দৃশ্য ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান।

তাই এ বছরের কোরবানির ঈদে মুক্তি পাওয়া তুফান চলচ্চিত্রের পাইরেসি ঠেকাতে সতর্কবার্তা দিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। রোববার রাতে সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন এই নায়ক। সেখানে বাংলা চলচ্চিত্রের ক্ষতি নিরসনে হলে এসে সিনেমা দেখার আহ্বান জানান তিনি।

সেই ভিডিওতে তুফান চলচ্চিত্রের শাকিব খানের অ্যাকশন কিছু দৃশ্য দেখা যায়। এর মাঝেই আলাদা ক্যামেরায় ধরা দেন শাকিব। শুরু করেন পাইরেসি নিয়ে তার সতর্কতামূলক বক্তব্য। এ সময় শাকিবকে বলতে শোনা যায়, ‘আশা করছি এবার সবাই বন্ধু বান্ধব, স্বজন সবাই দলে দলে দেখতে আসবেন তুফান এবং খুব উপভোগ করবেন। কিন্তু, আমি একটু চিন্তিত; যদি তুফান পাইরেসি হয়ে যায়? পাইরেসির কারণেই প্রযোজক, পরিচালক , শিল্পী কলাকুশলী- সর্বোপরি পুরো বাংলা চলচ্চিত্রই অনেক ক্ষতিগ্রস্থ হচ্ছে। ধ্বংসের দিকে চলে যাচ্ছে। তাই রুখে দিন পাইরেসি।’

এ সময় শাকিব আরও বলেন, পাশের সিটে কেউ যদি মোবাইলে ভিডিও ধারণ করার চেষ্টা করেন, তাকে নিষেধ করুন। প্রয়োজনে হল কর্তৃপক্ষকে জানান বা পুলিশের সহায়তা নিন, রুখে দিন পাইরেসি। দেখিয়ে দিন, তুফানি জোশ।

সবশেষে তিনি বলেন, সে নো টু পাইরেসি, দেখা হবে সিনেমা হলে।

প্রসঙ্গত, একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা। যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনি নিয়েই এগিয়ে যাবে তুফানের গল্প। রায়হান রাফী ও শাকিব খান জুটি ঢালিউডকে নতুন কিছু উপহার দিতে চলেছেন।

যৌথ প্রযোজনার ‘তুফান’-এ যুক্ত আছে বাংলাদেশের নামি প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই, ভারত থেকে যুক্ত এসভিএফ। শাকিব খান, মিমি চক্রবর্তী এ সিনেমায় অভিনয় করছেন। এছাড়াও রয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী নাবিলা, মিশা সওদাগর প্রমুখ। 

তুফান ছাড়াও ঈদে মুক্তির তালিকায় থাকছে ‘ময়ূরাক্ষী’, ‘আগন্তুক’, ‘ডার্ক ওয়ার্ল্ড’ ও ‘রিভেঞ্জ’।

সম্পাদক ও প্রকাশক : মঈনুদ্দিন কাজল
deshermatidaily@gmail.com
০১৬১৫১১২২৬৬, ০১৬৭৩৫৬২৭১৬

দেশের মাটি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।