হাউজফুল চলছে ‘তুফান’
রাজশাহীর নওহাটা থেকে ‘তুফান’ সিনেমা দেখতে রাজতিলক সিনেমা হলে এসেছিলেন এক নারী। সঙ্গে তাঁর মেয়ে। সন্ধ্যার শো দেখার জন্য তিনি টিকিট পাচ্ছিলেন না। সিনেমার প্রদর্শন শুরুর ২ মিনিট আগে তিনি পেয়ে যান হলমালিককে। হলমালিক হাতজোড় করে বললেন, ‘এই শোতে আর টিকিট দিতে পারছি না, আপা। আমাদের জানিয়ে আসলে ভালো হতো। আমরা নারী দর্শককে সর্বোচ্চ প্রায়োরিটি দিই। সন্ধ্যার এই শোতে আর টিকিট নাই।’ ওই নারী বলতে থাকেন, ‘এত দূরের পথ থেকে এসেছি। কোনো ব্যবস্থা করা যায় কি না।’ পরে হলমালিক দুটো বসার টোল সংগ্রহ করে হলের ভেতরে নিয়ে গেলেন তাঁদের। সিনেমা শুরু হয়ে গেল।
এই দৃশ্য রাজশাহীর পবা উপজেলার কাটাখালী পৌরসভার রাজতিলক সিনেমা হলের। দিনের তৃতীয় শো সন্ধ্যা সাড়ে ছয়টার আগে এই দৃশ্য চোখে পড়ে। এই শো দেখতে না পেরে ২০ জনের মতো সিনেমাপ্রেমীকে বাইরে অপেক্ষা করতে দেখা গেছে। তাঁরা রাত সাড়ে ৯টার শো দেখবেন।
রাজশাহী নগরের হাদির মোড় থেকে শারমিন আক্তার সপরিবার সিনেমা দেখতে এসেছেন। সন্ধ্যা ছয়টার দিকে তাঁরা এসে কাটাখালীতে পৌঁছান। তাঁর স্বামী টিকিট কাটতে গিয়ে ফিরে আসেন। দ্বিতীয় ও তৃতীয় তলার টিকিট নেই।
পরে আবার গিয়ে দেখেন নিচের তলার টিকিটও ফুরিয়ে গেছে। পরে তাঁরা হলের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে টিকিট কাটেন। শারমিন বলেন, রাজশাহী শহরে আগে অনেক সিনেমা হল ছিল। কিন্তু এখন আর নেই। শহরের বাইরে রাজশাহীর একমাত্র সচল হল রাজতিলক। বাংলা সিনেমা পছন্দ করেন তিনি। এ কারণে প্রায়ই তাঁরা সিনেমা দেখতে হলে ছুটে আসেন।
এই দুই পরিবার টিকিট পেলেও রাজশাহী নগরের মেহেরচণ্ডী এলাকার এক দম্পতি টিকিট পাননি। স্ত্রীকে বসিয়ে রেখে বাইরে অপেক্ষা করছিলেন। নাম বললেন না। তিনি বলেন, আগেভাগেই এসেছেন। আজ যে টিকিট পাওয়া যাবে না, এটা জানতেন না। মোটরসাইকেলও গ্যারেজ করা হয়ে গেছে। এখন সিনেমা দেখার জন্য প্রায় তিন ঘণ্টা অপেক্ষা করতে হবে। তাঁদের মতো রাসেল মিয়া, মো. সবুজ, সাদেক আলী, আল-আমিনসহ আরও বেশ কয়েকজনকে অপেক্ষা করতে দেখা গেছে।
রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী। রয়েছেন চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, গাউসুল আলম শাওন প্রমুখ। ‘তুফান’ ছবিটি প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লিমিটেড; ডিজিটাল পার্টনার চরকি এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে আছে এসভিএফ।
তিনি মূলত চলচ্চিত্রে প্রোডাকশন ম্যানেজার হিসেবে কাজ করেন, থাকেন ঢাকায়। তিনি হলটি চালুর উদ্যোগ নেন। পরে তিনি হলটি চালু করেন। চলতি বছর এক বছরের মাথায় হলে তিনি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র বসান। ঈদের আগে সাউন্ড সিস্টেমও ডিজিটাল করেছেন। হলটিতে বর্তমানে ৪৮৫ জন দর্শক একসঙ্গে বসে সিনেমা দেখতে পারেন।