দেশ জনপথ

সারাদেশে জেঁকে বসেছে তীব্র শীত। এতে ব্যাহত হচ্ছে জীবনযাত্রা। শনিবার (১৪ ডিসেম্বর) চুয়াডাঙ্গা জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

সকালে কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। সাথে বইছে হিমেল হাওয়া। বেলা গড়ালেও কমছে না ঠাণ্ডা। এতে বেশ বিপাকে পড়েছেন খেটে খাওয়া আর ছিন্নমূল মানুষ। সঙ্গে বাড়ছে শীতজনিত রোগবালাই।

এদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গার পাশাপাশি, পঞ্চগড় ও রাজশাহী জেলায় অব্যাহত আছে মৃদু শৈত্যপ্রবাহ।

চুয়াডাঙ্গার শহরের চা দোকানী মনোয়ার হোসেন বলেন, প্রতিদিন ভোরে দোকান খুলতে হয়। ভোরের দিকেই শীত বেশি। সূর্য উঠছে, কিন্তু ঠান্ডা বাতাসও আছে। তাই আরও শীত অনুভূত হচ্ছে।

অন্যদিকে, কুমিল্লায় সূর্যের দেখা নেই দুইদিন ধরে। ঘন কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ায় বাড়ছে শীতের তীব্রতা। তে বিপাকে পড়েছেন দিনমজুর, খেটে খাওয়া এবং ছিন্নমূল শ্রেণির মানুষ। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ।

আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি মৌসুমে শীতের তীব্রতা বেশি থাকতে পারে। বায়ু দূষণের কারণে এ বছর অগ্রিম এসেছে কুয়াশা। একই কারণে স্থায়ীও হচ্ছে বেশিক্ষণ। কুয়াশার আধিক্যের কারণেই শীতের অনুভূতিও হচ্ছে বেশি। এ ছাড়াও আগামী ১৫-১৬ ডিসেম্বর প্রায় অপরিবর্তিত থাকবে তাপমাত্রা। এরপর কিছুটা বাড়তে পারে। তবে ২০ তারিখের পর আবারও নামতে শুরু করবে পারদ।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে নৌযানে চাঁদাবাজির অভিযোগে তিনজনকে আটক করেছে নৌ-পুলিশ। রোববার (১ ডিসেম্বর) সকালে মেঘনা নদীর চরউমেদ থেকে কাঁচিকাটাগামী খালসংলগ্ন স্থান থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, মো. শাহ আলম ব্যাপারী (৩২), মো. মোক্তার মোল্লা (৪০) ও সুমন ব্যাপারী (৩০)। তারা তিনজনই শরীয়তপুরের সখিপুর উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা।

মোহনপুর নৌ-পুলিশ জানায়, রোববার সকালে নৌ-পুলিশের একটি টহল দল অভিযান চালিয়ে চাঁদাবাজির সাথে সম্পৃক্ত তিনজনকে হাতেনাতে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি কাঠের তৈরি ইঞ্জিন চালিত নৌকা ও নগদ ২ হাজার ৪২০ টাকা উদ্ধার করা হয়। আটককৃতরা দীর্ঘদিন যাবৎ নদীতে নৌযান থামিয়ে চালকদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছে বলেও জানায় পুলিশ।

মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম বলেছেন, বাগেরহাট জেলা বিএনপি এখন ৫ থেকে ৬টি গ্রুপে বিভক্ত হয়ে পড়ছে। বর্তমানে বাগেরহাট জেলা বিএনপিতে কোন একক নেতৃত্ব নেই, এখন জেলা বিএনপি একটি খিচুড়ি মার্কা দলে পরিণত হয়েছে। আমি শুধু বলতে চাই।

আপনারা যদি এত গ্রুপিং বহিষ্কার খেলা করেন তাহলে নির্বাচন করবেন কাকে নিয়ে। আগামীতে দিনের ভোট আর রাতে হবে না, বিভিন্ন দল অংশ গ্রহণ করবে। তাই বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে এখনই দলকে ঐক্যবদ্ধ হতে হবে, দলকে শক্তিশালি করতে হবে। মঙ্গলবার বিকালে বাগেরহাট সদর হয়রত খানজাহান আলী (রহ) দরগা মাঠে আয়োাজিত তাকে দেয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  এ সময়ে তিনি আরও বলেন, যাদের রক্তের উপর দিয়ে আজকের যে স্বাধীনতা আপনারা পেয়েছেন ছাত্র আন্দোলনে নিহত সেই সব শহীদদের স্মরণ করতে হবে। তাদের ভুলে গেলে চলবে না।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাকিমপুর মাদরাসার অধ্যাক্ষ মাওলানা আব্দুল মাবুদ।

পটুয়াখালীর বাউফলে ছাত্র সমাজের বিক্ষোভের মুখে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বশির গাজীকে অপসারণ করেছে জেলা প্রশাসন। রোববার (২৪ নভেম্বর) সকালে তার অপসারণ দাবিতে বাউফল সরকারি কলেজ থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে ইউএনও কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন তারা। এ সময় ছাত্রদের সমর্থন জানিয়ে আন্দোলন অংশ নেয় ছাত্রদল ও ছাত্রঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

ছাত্রদের দাবি, ইউএনও মো. বশির গাজী দুর্নীতিগ্রস্থ। তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দোসর। ৫ আগস্ট পরবর্তী সময়ে তিনি দুর্নীতিবাজ উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে পুনর্বাসনের চেষ্টা করেন। এরপর ৪ দফায় তার বদলির আদেশ হলেও একটি বিশেষ মহলের হস্তক্ষেপে বারবার সেই আদেশ স্থগিত হয়।

সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা মো. বশির গাজীর বদলি ও বিচারের দাবিতে আন্দোলন শুরু করলে সেই বিশেষ মহল ছাত্র প্রতিনিধিদের একাংশকে (৫জন) বিভিন্নভাবে ম্যানেজ করে আন্দোলন বন্ধের চেষ্টা করে। আন্দোলনরত ওই শিক্ষার্থীদের একাংশ শনিবার (২৩ নভেম্বর) ফেসবুকে পোস্ট করে জানায় আন্দোলন স্থগিত করা হয়েছে এবং বশির গাজী বাউফলের জনতার পক্ষে কাজ করতে রাজি হয়েছে। তবে এ সিদ্ধান্ত অন্য শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করে আজ আন্দোলন করে।

একপর্যায়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে দুপুর ১২টার দিকে ইউএনওকে অপসারণ করা হয়েছে বলে নিশ্চিত করলে আনন্দ মিছিলের মধ্য দিয়ে ছাত্র-সমাজের আন্দোলন শেষ হয়।

পিরোজপুরে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরানকে (২৮) পিটিয়ে হাত ভেঙে দিয়েছে জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মনির শেখ ও তার লোকজন। শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে জেলা স্টেডিয়ামের সামনে এ ঘটনা ঘটে। আল ইমরান জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুনের ছোটভাই। 

জানা যায়, শুক্রবার দুপুরে জেলা স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট চলছিল। গেট দিয়ে ঢোকা নিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা মনির শেখের সাথে ছাত্রদল নেতা আল ইমরানের কথা কাটাকাটি হয়। এর জেরে মনির শেখ লোকজন নিয়ে স্টেডিয়ামের সামনে আল ইমরানের ওপর হামলার করে। এ সময় লোহার পাইপ ও লাঠি দিয়ে পিটিয়ে ইমরানের এক হাত ভেঙে ফেলে তারা। এতে তিনি গুরুতর আহত হলে ছাত্রদলের নেতাকর্মীরা উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করে। 

এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন জানান, সামান্য কথা-কাটাকাটির জন্য মনির লোকজন নিয়ে এ হামলা করে। 

এ বিষয়  কথা বলার জন্য জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান মিঠুকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। এছাড়া অন্য কেউও এ বিষয় কথা বলতে রাজি হয়নি।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সোবহান বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর আহমেদ হলে প্রবাসী কল্যাণ সোসাইটি আয়োজিত ড. অশোক গুপ্তকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক ড. সুকমল বড়ুয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কবি আব্দুল হাই শিকদার।

অনুষ্ঠানে ডিইএব এর প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী মো: হানিফ বলেন, বাংলাদেশে কে সংখ্যালঘু নির্যাতন করে এর উদাহরন ড. অশোক গুপ্ত। ৯ বছর আগে যে অনুষ্ঠান আয়োজন করতে চেয়েছেন কিন্তু হাসিনার স্বৈরাচার সরকার সে অনুষ্ঠান আয়োজন করতে দেয় নাই। সে আয়োজন আজ এই সরকারের সময় করছে আয়োজকরা।

জাতীসংঘের তথ্য একাডেমীর স্থায়ী সদস্য মনোনীত হওয়ায় আয়োজিত অনুষ্ঠানে ডিইএব'র ঢাকা জেলা কমিটির সভাপতি প্রকৌশলী এইচ এম আমিনুর রহমান আমিন বলেন, ড. আশোক গুপ্ত প্রান্তিক - অসহায় শিক্ষার জন্য অজস্র কাজ করেছেন।

ড. অশোক গুপ্ত প্রবাসীদের প্রসঙ্গে বলেন, আওয়ামী সিণ্ডিকেট প্রবাসীদের প্রতি পদে পদে হয়রানি করেছে। এয়ারপোর্ট, পাসপোর্ট অফিস, বিএমইটি সহ সকল প্রতিষ্ঠানকে দুর্নীতির আস্তানা বানিয়েছে। এর থেকে মুক্তির জন্য আমাদের কাজ করতে হবে।

উন্নত দেশে জনবল পাঠানোর আগে কারিগরি ট্রেনিং করে পাঠাতে হবে। বিমান সিন্ডিকেট, এ্যাম্বাসী সিন্ডিকেট ভাঙ্গতে হবে।

দেশরক্ষা আন্দোলন বাংলাদেশের সভাপতি এম সানোওয়ার হোসেন সভাপতির বক্তব্যে বলেন, ড. অশোক গুপ্তর কাছে আশা করবো জাতীসংঘের তার দফতরের মাধ্যমে এদেশের গণতান্ত্রিক উন্নয়নে অবদান রাখবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সাবেক সচিব বাবু তপন মজুমদার বলেন, এ মাটির উন্নয়নে অশোক গুপ্তর বাবা যে অবদান রেখেছেন অশোকও সে পথে চলবেন বলে আমি বিশ্বাস করি।

প্রধান অতিথির বক্তব্যে ড. সুকমল বড়ুয়া বলেন অশোকের সাথে আমার যে সম্পর্ক সেখানে দেখেছি তিনি শিক্ষাখাতে কত অবদান রেখেছেন। ভবিষ্যতে দেশ এবং সমাজে সে ধারা অব্যাহত রাখবেন।

প্রধান বক্তার বক্তব্যে কবি আব্দুল হাই শিকদার বলেন, ড. অশোক এ যুগের কনফোসিয়াসের মত কাজ করে চলেছেন। পলাতক স্বৈরাচার তাকে এদেশে কাজ করতে দেয় নাই তাই বলে তিনি বসে থাকেন নাই। বিশ্বের বিভিন্ন দেশ হয়ে জাতীসংঘে দাপিয়ে বেড়াচ্ছেন। 

তিন মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত দুজনের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আজ বুধবার (১৩ নভেম্বর) ময়নাতদন্তের জন্য আদালতের নির্দেশে ময়মনসিংহের পৃথক পৃথক স্থান থেকে তাদের মরদেহ তোলা হয়।

এদিন বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ নগরীর ভাটিকাশর কবরস্থান থেকে শিক্ষার্থী আবদুল্লাহ আল মাহিনের মরদেহ তোলা হয়। ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ৪ আগস্ট রাজধানীর উত্তরার আজমপুরে রাজউক কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় মাহিন। গত ২১ আগস্ট তার বাবা জামিল হোসেন উত্তরা পশ্চিম থানায় শেখ হাসিনাসহ ১৭ জনের নাম ও অজ্ঞাত পরিচয় ৬০০ জনকে আসামি করে মামলা দায়ের করে।

অন্যদিকে এদিন সকাল ১০টার দিকে নগরের কালীবাড়ি কবরস্থান থেকে নাজমুল ইসলাম রাজুর মরদেহ উত্তোলন করা হয়। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের খবরে আনন্দ মিছিলে অংশ নিতে গিয়ে উত্তরা পূর্ব থানার সামনে গুলিবিদ্ধ হন পোশাককর্মী নাজমুল।

তার মৃত্যুর ঘটনায় উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা করেন ছোট ভাই রেজাউল। ২৫ আগস্ট থানায় করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয়ের আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়।

আদালতের আদেশে মাহিনের মরদেহ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আল ইমরান। তার উপস্থিতিতে দাফনের ৩ মাস ৭ দিন পর মাহিনের মরদেহ উত্তোলন করা হলো। অন্যদিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম নাজমুস ছালেহীনের উপস্থিতিতে দাফনের ৩ মাস ৬ দিন পর নাজমুলের মরদেহ উত্তোলন করা হয়। মরদেহ কবর থেকে তোলার সময় সিআইডি, থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শেরপুরে নিখোঁজের সাত দিন পর কলেজছাত্র সুমন মিয়ার মরদেহ ‍উদ্ধার করেছে পুলিশ। সুমনের প্রেমিকা আন্নি আক্তারের আরেক প্রেমিক রবিনের বাড়ির উঠান থেকে মাটি চাপা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে তার মরদেহের সন্ধান পাওয়া যায়।

সুমন শেরপুর শহরের কসবা বারাকপাড়া (নিমতলা) এলাকার কৃষক মো. নজরুল ইসলামের ছেলে এবং শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

পুলিশ জানায়, ৪ নভেম্বর সন্ধ্যায় সুমন মিয়া কলেজ থেকে বাড়ি ফেরার পথে শহরের বাগরাকসা কাজীবাড়ি পুকুরপাড় এলাকায় আন্নির উপস্থিতিতে দুই-তিনজন যুবক জোর করে একটি সিএনজিচালিত অটোরিকশায় উঠিয়ে অপহরণ করে। এ ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন সুমনের বাবা। গত কয়েকদিনেও সুমনের সন্ধান না পেয়ে তার মা-বাবা, স্থানীয়রা ও বৈষম্যবিরোধী আন্দোলনের কয়েকজন শিক্ষার্থী রোববার দুপুরে পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা সুমনকে উদ্ধারসহ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানান।

অভিযোগের পর রোববার (১০ নভেম্বর) রাতে শহরের বাগরাকসা কাজীবাড়ী পুকুরপাড় এলাকা থেকে আন্নি (১৯) ও মো. আজিম উদ্দিনকে গ্রেফতার করে । তবে ময়মনসিংহ থেকে আন্নির অপর প্রেমিক রবিন ওরফে রনিকে আটকের পর খোলে রহস্যের জট। পরে পৌর শহরের সজবরখিলায় পুলিশ সদস্য ফোরকান আলীর ছেলে রবিনের বাড়ির উঠান খুঁড়ে তার দেখানো জায়গা থেকে সুমন মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, সুমন ও আন্নির মাঝে প্রেমের সম্পর্ক ছিল। এরমধ্যে, আন্নি রবিনেরও সাথে প্রেমের সম্পর্কে জড়ায়। ধারণা, প্রেমঘটিত ঝামেলায় তাকে হত্যা হয়েছে।

এ ব্যাপারে শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, পুরো ঘটনাটি পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ। মোবাইল ফোন ট্রাকিংয়ের মাধ্যমে রবিনকে আটক করা হয়। এরপর তার দেখানো জায়গা থেকে মাটিচাপা অবস্থায় সুমনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক : মঈনুদ্দিন কাজল
deshermatidaily@gmail.com
০১৬১৫১১২২৬৬, ০১৬৭৩৫৬২৭১৬

দেশের মাটি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।