দেশ জনপথ

যৌথবাহিনী আটকের পর কুমিল্লায় যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন নিহতের স্ত্রী ইয়াসমিন নাহার।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।  

তিনি জানান, মামলায় ৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করা হয়েছে। যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা সবাই প্রতিবেশী। এজাহারে বলা হয়েছে, জমি নিয়ে বিরোধের জেরে আসামিরা যোগসাজশে তৌহিদুলকে অপহরণের পর হত্যা করে।

গত ৩১ জানুয়ারি গোমতীর বেরিবাঁধ থেকে তৌহিদুলকে উদ্ধার করে পুলিশ। হাসপাতালে নেয়ার পর তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। এই ঘটনায় যৌথবাহিনীর ক্যাম্প কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে নেয়া হয়।

সেন্টমার্টিনকে স্থানীয় জনগণ কেন্দ্রিক পর্যটন স্পট করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা বিজওয়ানা হাসান।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে আগারগাঁওয়ের বন অধিদফতরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা জানান।

উপদেষ্টা বলেন, সেন্টমার্টিনকে রাতারগুলের মতো স্থানীয়দের কাছে রাখলে তা ঠিক থাকবে। যদি ব্যবসায়ীদের স্বার্থ চিন্তা করতে হয় তাহলে অন্যরকম যুক্তি। কিন্তু সেন্টমার্টিনকে বাঁচাতে হলে কর্মপরিকল্পনা করতে হবে।

তিনি আরও জানান, সেন্টমার্টিন নিয়ে বর্তমান সরকার নতুন কোন কিছু করেনি। যা করা হয়েছে তা বহু পুরোনো সিদ্ধান্ত; যা এই সরকার বাস্তবায়ন করেছে। সেন্টমার্টিনে পর্যটনের নামে যা হয় তার কোন ম্যানেজমেন্ট নেই বলেও মন্তব্য করেন রিজওয়ানা হাসান।

রাজধানীর হাজারীবাগের ছুরিকাঘাতে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার সাবেক স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় সাবেক স্বামী নজরুল ইসলামকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৭ জানুয়ারি) রাতে হাজারীবাগের আমলি টাওয়ার গলিতে এ ঘটনা ঘটে। নিহত ওই নারী হলেন, জুলেখা বেগম (৪৫)। জুলেখার গ্রামের বাড়ি বাগেরহাটের মোল্লাহাট এলাকায়।

নিহতের বর্তমান স্বামী কবির জানান, আমি চলতি মাসের ২০ তারিখে তাকে বিয়ে করেছি। একটি সিকিউরিটি গার্ডের চাকরি করি। ডিউটি করার সময় জানতে পারি আমার স্ত্রীকে তার সাবেক স্বামী পেটে ছুরি মেরে হত্যা করেছে।

পুলিশ জানায়, হাজারীবাগে এক নারীকে ছুরিকাঘাতে আহত করার পরে স্থানীয়রা নজরুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশের সোপর্দ করে। হাসপাতালে নেয়ার পর আহত জুলেখা বেগম মারা যায়। এ ঘটনায় সাবেক স্বামী পুলিশের কাছে আটক রয়েছে।

সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৭ জানুয়ারি) বিকেল ৫ টার দিকে উপজেলার তারালী মোড়ে এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কালিগঞ্জ উপজেলার তারালী ও চম্পাফুল ইউনিয়ন বিএনপির নতুন ঘোষিত কমিটির আনন্দ মিছিল শেষে সমাবেশ চলছিল বিএনপি নেতা শেখ এবাদুল ইসলামের নেতৃত্বে। অন্যদিকে, পদবঞ্চিত বিএনপি নেতা শেখ নুরুজ্জামান, জাহাঙ্গীর আলম, খোকন মেম্বর, আব্দুল আজিজ ও বাবু গ্রুপ তারালী মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। তারা ডাকবাংলো মোড় ঘুরে পুনরায় তারালী মোড়ে ফিরে আসে। শেখ এবাদুল ইসলাম গ্রুপের সমাবেশস্থলে পৌঁছানোর পর ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে।

এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুটি গ্রুপ। এ সময় বাবু গ্রুপের নেতাকর্মীরা বেশ কিছু মোটরসাইকেল ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল বলেন, বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তারালী মোড় এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে। কোনো সভা বা সমাবেশ করার অনুমতি থাকবে না বলে জানান তিনি।

সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ তিন বনদস্যুকে আটক করে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করেছে বনদস্যুদের হাতেই অপহরণ হওয়া সাত জেলে। সোমবার (২৭ জানুয়ারি) সকালে তাদের সুন্দরবনের দুবলার চরের কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে।

দুবলার চরের জেলে মহাজন সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত ১টার দিকে জীবন বাজি রেখে প্রচণ্ড প্রতিরোধের মাধ্যমে বনদস্যুদের আটক করতে সক্ষম হন জেলেরা।

এর আগে, আগে সন্ধ্যা ৭টার দিকে মাছ ধরা অবস্তায় মান্দার বাড়িয়া এলাকা থেকে ওই সাত জেলেকে অপহরণ করে নিয়ে যায় আটক দস্যুরা।

আটক বনদস্যুরা হলেন, সাতক্ষীরার শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের আব্দুল আজিজের ছেলে রবিউল, বাগেরহাটের মোংলার আমড়াতলার মুন্না ও জাহাঙ্গীর। তারা সবাই বনদস্যু মজনু বাহিনীর সদস্য বলে জানা গেছে।

জেলে জালাল উদ্দিন জানান, রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে আমার ফিশিং বোটসহ সাতজন জেলেকে জিম্মি করে নিয়ে যায় দস্যু বাহিনী। নিজেদের বাঁচাতে আমরা সুযোগ বুঝে বনদস্যুদের উপরে ঝাঁপিয়ে পড়ি। হঠাৎ আক্রমণের কবলে পড়ে চার বনদস্যু পানিতে ঝাঁপিয়ে পড়ে। পরবর্তীতে পানি থেকে তিনজনকে আটক করতে সক্ষম হই। একজনকে খুঁজে পাওয়া যায়নি।

এ বিষয়ে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা নিশ্চিত না করলেও পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করিম জানান, তিনিও প্রার্থমিকভাবে এ ঘটনার বিষয়টি জেনেছেন।

মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর শহরের বয়রা তলা এলাকা থেকে উম্মি সাহা (২৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে ওই গৃহিনীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করেছেন থানা পুলিশ।

জানা গেছে, শহরের ৪নং ওয়ার্ডের বাসিন্দা শিব্বির তালুকদারের স্ত্রী উর্মি সাহা বুধবার ভোর রাতে নিজ বাড়িতে ঘরের সামনে একটি বড়ই গাছের সাথে শাড়ি পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সকালে বিছানায় স্ত্রীকে না দেখে তার স্বামী গৃহের দরজা খুলে দেখে স্ত্রী গাছের সাথে ঝুলে আছে। পরে তার ডাক চিৎকারে বাড়ির অন্য লোকজন ছুটে এসে থানা পুলিশকে সংবাদ দেয়। ঘটনাস্থল থেকে সকাল ৭ টার দিকে থানা পুলিশ ওই গৃহিনীর লাশ উদ্ধার করে বাগেরহাট মর্গে প্রেরণ করেন। নিহত উর্মি পার্শ্ববতী ভাইজোড়া গ্রামের সালেছ সাহার বড় মেয়ে। ৩ বছর পূর্বে শিব্বিরের সাথে তার বিবাহ হয়। তার খালেদ নামে চার মাসের একটি পুত্র সন্তান রয়েছে।

এদিকে নিহত ওই গৃহিনীর পিতা-মাতা স্বজনরা উর্মিকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তারা।

এ সম্পর্কে মোরেলগঞ্জ থানার ওসি মো. রাকিব হাসান বলেন, শহরের বয়রা তলা এলাকা থেকে এক গৃহিনীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাটে প্রেরণ করা হয়েছে। এ সংক্রান্ত একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। তবে, নিহতের স্বজনদের মৌখিক অভিযোগে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী শিব্বির তালুকদার তার ভাই শাহিন তালুকদারকে থানা নিয়ে আশা হয়েছে।

রাজধানীর সীমান্ত সম্ভারে চুরি হওয়া স্বর্ণের মধ্যে ৫০ ভরি স্বর্ণসহ ৩ জনকে গ্রেফতার করেছে ডিবি। রোববার (১২ জানুয়ারি) রাজধানীর মিডিয়া ব্রিফিং সেন্টারে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানায় ডিবি।

ডিবি জানায়, সীমান্ত সম্ভার থেকে ৩ জানুয়ারি দুপুরে ক্রাউন ডায়মন্ড এন্ড জুয়েলার্সের দোকান থেকে ২৫০ ভরি স্বর্ণ চুরি করে সংঘবদ্ধ চক্র। ৮ মিনিটের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দুজনকে শনাক্ত করে ডিবি পুলিশ।

ডিবি আরও জানায়, গত ৯ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম থেকে আসার পথে ১ জনকে এবং পরে আরও ২ জনকে কুমিল্লা থেকে গ্রেফতার করে ডিবি। তাদের দেয়া তথ্য অনুযায়ী কুমিল্লা থেকে ৫০ ভরি আট আনা স্বর্ণ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মো. রুবেল (২৮), সফিক ওরফে সোহেল (৩৫), এবং সাদ্দাম হোসেন (৩১)। উদ্ধার হওয়া স্বর্ণালংকারের আনুমানিক মূল্য প্রায় ৭০ লাখ টাকা।

পুলিশের ধারণা, এ ঘটনায় ৮ থেকে ৯ জন জড়িত রয়েছে। সবাইকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানান ডিবির এই কর্মকর্তা। চুরি হওয়া স্বর্ণালঙ্কারের বাকি অংশ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় জড়িত চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে কাজ চলছে বলেও জানায় ডিবি।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিবি বলেন, জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৩৭৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছেন তারা।

গাজীপরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৪ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩ জানুয়ারি) অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর শনিবার (৪ জানুয়ারি) তাদের আলালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন, গাজীপুর মহানগর ছাত্রলীগের কোনাবাড়ি থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহান হোসেন, গাছা থানার ৩৩ নং ওয়ার্ড ছাত্রলীগের নেতা হিমেল সরকার, ৩৫ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা মোস্তাকিম হোসেন জয় এবং জেলার কাপাসিয়া টোক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান।

তাদের মধ্যে, সোহানুর রহমান সোহানকে শুক্রবার রাতে কোনাবাড়ী থানাধীন আমবাগ আতাউর মার্কেট এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। এ ছাড়া গাছা থানা পুলিশ শুক্রবার হিমেল সরকার ও মোস্তাকিম হোসেন জয়কে গ্রেফতার করে।  

পুলিশ জানায়, তারা ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে গোপনে মিটিং করার প্রস্ততি নিচ্ছিল। এ ছাড়াও তাদের বিরুদ্ধে নাওজোড় হাইওয়ে থানায় হামলা ও ভাঙচুরের অভিযোগ রয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ মিছিল করার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শনিবার (৪ জানুয়ারি) বেলা সাড়ে চারটা থেকে পাঁচটা পর্যন্ত শহরের কাউতলী এলাকায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ অবরোধের সৃষ্টি করা হয়।

এ সময় দুই কিলোমিটার জুড়ে তীব্র যানযটের সৃষ্টি হয়। পরে ২৪ ঘণ্টার মধ্যে জড়িত ছাত্রলীগ নেতাদের গ্রেফতারের আল্টিমেটাম দিয়ে পুলিশের অনুরোধে সড়ক থেকে সরে দাঁড়ায় শিক্ষার্থীরা।

জানা যায়, বেলা তিনটার দিকে বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা প্রেস ক্লাবের সামনে এসে জড়ো হয়। পরে তারা কাউতলী এলাকায় সড়কে গিয়ে অবরোধ করেন। এ সময় অভিযোগ করা হয়, ছাত্রলীগ মিছিল করা মানে গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ। তাদেরকে গ্রেফতারে পুলিশের কোনো দৃশ্যমান কার্যক্রম চোখে পড়ছে না।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, ইতোমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে। মামলাও দায়ের হয়েছে। কারা কারা জড়িত তাদের সবাইকে চিহ্নিত করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সারাদেশে জেঁকে বসেছে তীব্র শীত। এতে ব্যাহত হচ্ছে জীবনযাত্রা। শনিবার (১৪ ডিসেম্বর) চুয়াডাঙ্গা জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

সকালে কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। সাথে বইছে হিমেল হাওয়া। বেলা গড়ালেও কমছে না ঠাণ্ডা। এতে বেশ বিপাকে পড়েছেন খেটে খাওয়া আর ছিন্নমূল মানুষ। সঙ্গে বাড়ছে শীতজনিত রোগবালাই।

এদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গার পাশাপাশি, পঞ্চগড় ও রাজশাহী জেলায় অব্যাহত আছে মৃদু শৈত্যপ্রবাহ।

চুয়াডাঙ্গার শহরের চা দোকানী মনোয়ার হোসেন বলেন, প্রতিদিন ভোরে দোকান খুলতে হয়। ভোরের দিকেই শীত বেশি। সূর্য উঠছে, কিন্তু ঠান্ডা বাতাসও আছে। তাই আরও শীত অনুভূত হচ্ছে।

অন্যদিকে, কুমিল্লায় সূর্যের দেখা নেই দুইদিন ধরে। ঘন কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ায় বাড়ছে শীতের তীব্রতা। তে বিপাকে পড়েছেন দিনমজুর, খেটে খাওয়া এবং ছিন্নমূল শ্রেণির মানুষ। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ।

আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি মৌসুমে শীতের তীব্রতা বেশি থাকতে পারে। বায়ু দূষণের কারণে এ বছর অগ্রিম এসেছে কুয়াশা। একই কারণে স্থায়ীও হচ্ছে বেশিক্ষণ। কুয়াশার আধিক্যের কারণেই শীতের অনুভূতিও হচ্ছে বেশি। এ ছাড়াও আগামী ১৫-১৬ ডিসেম্বর প্রায় অপরিবর্তিত থাকবে তাপমাত্রা। এরপর কিছুটা বাড়তে পারে। তবে ২০ তারিখের পর আবারও নামতে শুরু করবে পারদ।

সম্পাদক ও প্রকাশক : মঈনুদ্দিন কাজল
deshermatidaily@gmail.com
০১৬১৫১১২২৬৬, ০১৬৭৩৫৬২৭১৬

দেশের মাটি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।