দেশ জনপথ

তিন মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত দুজনের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আজ বুধবার (১৩ নভেম্বর) ময়নাতদন্তের জন্য আদালতের নির্দেশে ময়মনসিংহের পৃথক পৃথক স্থান থেকে তাদের মরদেহ তোলা হয়।

এদিন বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ নগরীর ভাটিকাশর কবরস্থান থেকে শিক্ষার্থী আবদুল্লাহ আল মাহিনের মরদেহ তোলা হয়। ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ৪ আগস্ট রাজধানীর উত্তরার আজমপুরে রাজউক কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় মাহিন। গত ২১ আগস্ট তার বাবা জামিল হোসেন উত্তরা পশ্চিম থানায় শেখ হাসিনাসহ ১৭ জনের নাম ও অজ্ঞাত পরিচয় ৬০০ জনকে আসামি করে মামলা দায়ের করে।

অন্যদিকে এদিন সকাল ১০টার দিকে নগরের কালীবাড়ি কবরস্থান থেকে নাজমুল ইসলাম রাজুর মরদেহ উত্তোলন করা হয়। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের খবরে আনন্দ মিছিলে অংশ নিতে গিয়ে উত্তরা পূর্ব থানার সামনে গুলিবিদ্ধ হন পোশাককর্মী নাজমুল।

তার মৃত্যুর ঘটনায় উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা করেন ছোট ভাই রেজাউল। ২৫ আগস্ট থানায় করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয়ের আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়।

আদালতের আদেশে মাহিনের মরদেহ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আল ইমরান। তার উপস্থিতিতে দাফনের ৩ মাস ৭ দিন পর মাহিনের মরদেহ উত্তোলন করা হলো। অন্যদিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম নাজমুস ছালেহীনের উপস্থিতিতে দাফনের ৩ মাস ৬ দিন পর নাজমুলের মরদেহ উত্তোলন করা হয়। মরদেহ কবর থেকে তোলার সময় সিআইডি, থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শেরপুরে নিখোঁজের সাত দিন পর কলেজছাত্র সুমন মিয়ার মরদেহ ‍উদ্ধার করেছে পুলিশ। সুমনের প্রেমিকা আন্নি আক্তারের আরেক প্রেমিক রবিনের বাড়ির উঠান থেকে মাটি চাপা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে তার মরদেহের সন্ধান পাওয়া যায়।

সুমন শেরপুর শহরের কসবা বারাকপাড়া (নিমতলা) এলাকার কৃষক মো. নজরুল ইসলামের ছেলে এবং শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

পুলিশ জানায়, ৪ নভেম্বর সন্ধ্যায় সুমন মিয়া কলেজ থেকে বাড়ি ফেরার পথে শহরের বাগরাকসা কাজীবাড়ি পুকুরপাড় এলাকায় আন্নির উপস্থিতিতে দুই-তিনজন যুবক জোর করে একটি সিএনজিচালিত অটোরিকশায় উঠিয়ে অপহরণ করে। এ ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন সুমনের বাবা। গত কয়েকদিনেও সুমনের সন্ধান না পেয়ে তার মা-বাবা, স্থানীয়রা ও বৈষম্যবিরোধী আন্দোলনের কয়েকজন শিক্ষার্থী রোববার দুপুরে পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা সুমনকে উদ্ধারসহ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানান।

অভিযোগের পর রোববার (১০ নভেম্বর) রাতে শহরের বাগরাকসা কাজীবাড়ী পুকুরপাড় এলাকা থেকে আন্নি (১৯) ও মো. আজিম উদ্দিনকে গ্রেফতার করে । তবে ময়মনসিংহ থেকে আন্নির অপর প্রেমিক রবিন ওরফে রনিকে আটকের পর খোলে রহস্যের জট। পরে পৌর শহরের সজবরখিলায় পুলিশ সদস্য ফোরকান আলীর ছেলে রবিনের বাড়ির উঠান খুঁড়ে তার দেখানো জায়গা থেকে সুমন মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, সুমন ও আন্নির মাঝে প্রেমের সম্পর্ক ছিল। এরমধ্যে, আন্নি রবিনেরও সাথে প্রেমের সম্পর্কে জড়ায়। ধারণা, প্রেমঘটিত ঝামেলায় তাকে হত্যা হয়েছে।

এ ব্যাপারে শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, পুরো ঘটনাটি পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ। মোবাইল ফোন ট্রাকিংয়ের মাধ্যমে রবিনকে আটক করা হয়। এরপর তার দেখানো জায়গা থেকে মাটিচাপা অবস্থায় সুমনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার ১ (নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাজমুল ইসলাম।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা একেএম ইকতিয়ার উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, জামায়াত ইসলামের উপজেলা আমীর মাওলানা শাহাদাৎ হোসেন, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মো.নাজমুল্লাহ, উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম, বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলন মোরেলগঞ্জ প্রতিনিধি মাশরাফি আকিব, বিডি ক্লিন মোরেলগঞ্জ প্রতিনিধি মুসাদ্দিক বিল্লাহ তামিম।সভা শেষে ২ জনকে চেক ও ৬ জন উদ্যোক্তাকে ক্রেস্ট প্রদান করা হয়।

বাগেরহাট (মোড়েলগঞ্জ) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে বাজার মনিটরিং করার সময় মোরেলগঞ্জ পৌর শহরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, প্যাকেটে মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকা, মূল্য তালিকা না থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮, ৫৩, ৫২ ধারায় ৫ ব্যবসায়ীকে ২৮,০০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অন্য দোকানীদের সতর্ক ও সচেতন করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাজমুল ইসলাম। তাকে সহযোগিতা করেন মোরেলগঞ্জ থানার এএসআই কামাল সহ পুলিশের একটি দল।জনস্বার্থে নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বাগেরহাট (মোড়লগঞ্জ) প্রতিনিধি: আজ বুধবার বাগেরহাট জেলা বিএনপি নেতা খায়রুজ্জামান শিপনকে কটুক্তি করায় জাতীয়তাবাদী তাতী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক কাজী মনিরুজ্জামান মনির, বাগেরহাট জেলা বিএনপির সদস্য এডভোকেট নিপা তালুকদার, বাগেরহাট জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক লিটু শরীফের বিরুদ্ধে মিছিল করেছে বাগেরহাটের মোরেলগঞ্জ সদর ইউনিয়ন বিএনপি।

বিক্ষোভ মিছিল শেষে পথসভা করে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা। ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল রহিম তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন কাজী খায়রুজ্জামান শিপনকে নিয়ে যারা কটুক্তি করেন তারা কর্মী বিহীন নেতা আর কাজী শিপন কর্মীবান্ধব নেতা তাই তারা দিশেহারা হয়ে পড়েছেন এবং শিপন কাজী কে নিয়ে কটুক্তিমূলক বক্তব্য দেয় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাদেরকে অবন্ত্রিত ঘোষণা করলাম।

পথসভায় আরো উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মালেক তালুকদার, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাঞ্চন কাজী, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব তালুকদার, ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ, ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাদশা, ইউনিয়ন বিএনপি নেতা ফিরোজ শাহ ,ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুলাইমান রাজু।

গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি। এটি কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৬৫০ কিলোমিটার দূরে রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য, এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

মঙ্গলবার (২২ অক্টোবর) দিবাগত রাত ১টায় তিন নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আবহাওয়া অফিস।

এতে বলা হয়, গভীর নিম্নচাপটি মঙ্গলবার দিবাগত মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭২৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৭৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৮০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিল।

গভীর নিম্নচাপের সময় কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ফলে সাগর উত্তাল রয়েছে।

তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। যাতে স্বল্প সময়ের নোটিশে নৌকাগুলো নিরাপদ আশ্রয়ে যেতে পারে।

বাগেরহাট (মোড়েলগঞ্জ) প্রতিনিধি: আজ বিকাল ৫ টায় (১৯ অক্টোবর) মোড়লগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করে বিএনপি'র ৩ নেতাকে অবঞ্চিত ঘোষণা করে। তাঁতি দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক কাজী মনিরুজ্জামান মনির ও বাগেরহাট জেলা বিএনপি'র সদস্য ফারজানা জাহান নিপা এবং জেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক লিটু শরীফ কে অবঞ্চিত ঘোষণা করে সংবাদ সম্মেলন করে বক্তব্য রাখেন মোড়েলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক শহীদুল হক বাবুল। বক্তব্যে তিনি বলেন, এই অবাঞ্চিত তিন নেতা ইউটিউব ও ফেসবুকে বিভিন্ন ধরনের দলের কথা বললেও মোড়লগঞ্জ শরণখোলার রাজপথে এদের কোন ভূমিকা নেই। ছিল না। এরা নেতাকর্মীর সাথে কখনো যোগাযোগ ও খোঁজ খবর রাখেননি।

এ সময় তিনি আরো বলেন কাজী খাইরুজ্জামান শিপন মোড়লগঞ্জ শরণখোলার সকল শ্রেণীর মানুষের সাথে একত্রিত হয়ে নেতাকর্মীর সাথে নিয়ে কেন্দ্রের ঘোষিত সকল কর্মসূচি পালন করেছেন এবং হামলা মামলা শিকার হওয়া নেতা কর্মীদের পাশে ছিলেন। তার (শিপন) জনপ্রিয়তা দেখে এই তিন অনলাইন নেতা মাথা খারাপ হয়েছে।

বাবুল আরো বলেন, আপনাদের যদি রাজনীতি করতে ইচ্ছে হয় তাহলে আপনারা মাঠ পর্যায়ে এসে নেতাকর্মীদের সাথে নিয়ে রাজনীতি করেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সদস্য সচিব সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জব্বার মোল্লা, সাবেক ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি বিএনপি নেতা গিয়াস উদ্দিন তালুকদার, পৌর বিএনপির আহবায়ক শিকদার ফরিদুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায় ফারুক হোসেন সামাদ, উপজেলা যুগ্ন আহবায়ক মতিউর রহমান বাচ্চু, উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক ফকির রাসেল আল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম শফিক, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মিলন, কৃষক দলের উপজেলা সভাপতি জয়নাল আবেদীন, কৃষক দলের উপজেলা সাধারণ সম্পাদক সাদিক শিকদার,

আরো উপস্থিত ছিলো শ্রমিক দলের উপজেলা সভাপতি মজনু মোল্লা, পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ খান চুন্নু, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মশিউর রহমান জুয়েল, মহিলা দলের উপজেলা সাধারণ সম্পাদক নাসরিন, পৌর মহিলা দলের সভাপতি মাহমুদা খানম।

বাগেরহাট (মোরেলগঞ্জ) প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক প্রতিনিধি ও সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্যায়ের সাথে আপোস না করার ঘোষণা দেন এবং তিনি এলাকার সকল শ্রেনী পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল,
পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম, পৌর বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ফারুক হোসেন সামাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোরেলগঞ্জ উপজেলার নায়েবে আমীর মনিরুজ্জামান, নায়েবে আমীর রফিকুল ইসলাম, জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল আলীম, পৌর যুবদল এর আহবায়ক মিজানুর রহমান পলাশ, পৌর যুবদলের সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম মিঠু অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের উপজেলা সাধারণ সম্পাদক মো. আসাদুল্লাহ ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা গোলাম আহাদ জোমাদ্দার।

বাগেরহাট (মোরেলগঞ্জ) প্রতিনিধি: আজ বুধবার (৯ অক্টোবর) সকাল ৯ঃ০০ টায় ১৫নং মোড়লগঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে ছাগল- ভেড়ার পিপিআর রোগের ফ্রি ভ্যাকসিন ক্যাম্পেইন টিকা প্রদান করেন মোড়েলগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার মোহাম্মদ রেজাউল করিম ডিবিএম, পিজিটি, বিসিএস ( লাইভ স্টক) এলএসপি মোরেলগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ শোভন বিশ্বাস।

অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও মোড়লগঞ্জ পৌর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন, ১৫ নং মোড়েলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক তারিকুল ইসলাম মিনা।

বাগেরহাট (মোরেলগঞ্জ) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।

রোববার (৬ অক্টোবর) সকাল  ১১ টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র‍্যালি বের হয়। পরে পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার বদরুদ্দোজা'র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ মো. শামসুদ্দিন, অধ্যক্ষ শাহাদাৎ হোসেন, অধ্যক্ষ আব্দুস সালাম, অধ্যক্ষ আব্দুল আলীম, পৌর বিএনপির আহবায়ক শিকদার ফরিদুল ইসলাম, বিএনপি নেতা গিয়াসউদ্দিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন সামাদ, শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, আইসিটি কর্মকর্তা ত্রিদিপ সরকার, জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুল ইসলাম, বিভিন্ন ইউনিয়ন সচিব ও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তাগন।

বক্তারা বলেন জন্ম ও মৃত্যু নিবন্ধন করা নাগরিক প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। প্রতিটি পরিবারের উচিৎ শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন সম্পন্ন করা। কেননা এতে শিশু জন্মের সঠিক হিসাব সরকারের কাছে থাকবে। আর সঠিক তথ্য সংরক্ষণ থাকলে দেশের উন্নয়ন সম্ভব। জন্ম ও মৃত্যু সঠিক তথ্য সরকারের কাছে থাকলে দেশের উন্নয়নের বাজেট সঠিক ভাবে বাস্তবায়নে সহায়তা করবে বলে বক্তারা মনে করেন।

সম্পাদক ও প্রকাশক : মঈনুদ্দিন কাজল
deshermatidaily@gmail.com
০১৬১৫১১২২৬৬, ০১৬৭৩৫৬২৭১৬

দেশের মাটি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।