দেশ জনপথ

একদিন আরাফাতকে জিজ্ঞেস করলাম, ‘সাধারণভাবে দেখলে তো আপনাকে আয়রনম্যান মনে হয় না।’ কারণ, আয়রনম্যান শব্দটিতে একটি কাঠিন্য বিরাজ করে, পেশিবহুল শারীরিক কাঠামো ও শক্তিমত্তার কথাও মনে চলে আসে। উত্তরে আরাফাত বললেন, ‘আমি সেটা বোঝাতেও চাই না। আমাকে দেখে মানুষ আয়রনম্যান ভাবুক, সেটা চাই না।’

মোহাম্মদ শামছুজ্জামান আরাফাত না চাইলেও আয়রনম্যান। সাঁতার, সাইক্লিং আর দৌড় মিলিয়ে যে ক্রীড়া, সেটা ট্রায়াথলন। ট্রায়াথলনের কঠিনতম চ্যালেঞ্জ হলো আয়রনম্যান প্রতিযোগিতা। এশিয়া, ইউরোপের কয়েকটি আয়োজনে আয়রনম্যান খেতাব পেয়ে গত সেপ্টেম্বরে প্রথম বাংলাদেশি হিসেবে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আয়রনম্যান ৭০.৩ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে চ্যালেঞ্জ পূর্ণ করেন সফলভাবেই। প্রথম আলোর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর তথ্যচিত্র আয়রনম্যান আরাফাত তাঁকে নিয়ে।

শেষ হতে যাচ্ছে আরেকটি বছর। নতুন বছরে নতুনভাবে শুরু করতে দরকার মনের স্থিরতা। ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতে তিন দিনব্যাপী মিউজিক অ্যান্ড মেডিটেশন উৎসবের আয়োজন করেছে সাতোরি মেডিটেশনস। ৩০ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব। বনানীর ২৫ নম্বর সড়কের এ ব্লকের ১০০ নম্বর বাড়িতে অবস্থিত সাতোরি মেডিটেশনস সেন্টারে চলবে এর আয়োজন। আয়োজনজুড়ে থাকছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভ, প্যাসিভ ও সোশ্যাল মেডিটেশন। এ ছাড়া থাকবে মেডিটেটিভ পেইন্টিং ও বিভিন্ন ব্যান্ড দলের অংশগ্রহণে লাইভ মিউজিক শো।

আয়োজন নিয়ে সাতোরি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রুসাসভাদ বলেন, অস্থিরতা কাটিয়ে সুস্থ ও শান্তিময় জীবনে অভ্যস্ত হতে মেডিটেশন দারুণ এক অভ্যাস। সাতোরি নিয়মিতভাবে সব ধরনের মেডিটেশন প্রোগ্রাম এবং মেডিটেটিভ থেরাপি দেয়। একই সঙ্গে শিল্প-সংস্কৃতি চর্চার মাধ্যমে শুদ্ধ জীবনাচরণ বিকাশে সাতোরি মেডিটেশনস নিয়মিত বিভিন্ন উৎসবের আয়োজন করে। তেমনই একটি অনুষ্ঠান এই ইংরেজি নববর্ষ বরণ।

সম্পাদক ও প্রকাশক : মঈনুদ্দিন কাজল
deshermatidaily@gmail.com
০১৬১৫১১২২৬৬, ০১৬৭৩৫৬২৭১৬

দেশের মাটি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।