গাজীপুরে ছাত্রলীগের ৪ নেতা গ্রেফতার
গাজীপরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৪ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩ জানুয়ারি) অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর শনিবার (৪ জানুয়ারি) তাদের আলালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন, গাজীপুর মহানগর ছাত্রলীগের কোনাবাড়ি থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহান হোসেন, গাছা থানার ৩৩ নং ওয়ার্ড ছাত্রলীগের নেতা হিমেল সরকার, ৩৫ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা মোস্তাকিম হোসেন জয় এবং জেলার কাপাসিয়া টোক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান।
তাদের মধ্যে, সোহানুর রহমান সোহানকে শুক্রবার রাতে কোনাবাড়ী থানাধীন আমবাগ আতাউর মার্কেট এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। এ ছাড়া গাছা থানা পুলিশ শুক্রবার হিমেল সরকার ও মোস্তাকিম হোসেন জয়কে গ্রেফতার করে।
পুলিশ জানায়, তারা ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে গোপনে মিটিং করার প্রস্ততি নিচ্ছিল। এ ছাড়াও তাদের বিরুদ্ধে নাওজোড় হাইওয়ে থানায় হামলা ও ভাঙচুরের অভিযোগ রয়েছে।