হাজারীবাগে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সাবেক স্বামী গ্রেফতার

রাজধানীর হাজারীবাগের ছুরিকাঘাতে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার সাবেক স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় সাবেক স্বামী নজরুল ইসলামকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৭ জানুয়ারি) রাতে হাজারীবাগের আমলি টাওয়ার গলিতে এ ঘটনা ঘটে। নিহত ওই নারী হলেন, জুলেখা বেগম (৪৫)। জুলেখার গ্রামের বাড়ি বাগেরহাটের মোল্লাহাট এলাকায়।
নিহতের বর্তমান স্বামী কবির জানান, আমি চলতি মাসের ২০ তারিখে তাকে বিয়ে করেছি। একটি সিকিউরিটি গার্ডের চাকরি করি। ডিউটি করার সময় জানতে পারি আমার স্ত্রীকে তার সাবেক স্বামী পেটে ছুরি মেরে হত্যা করেছে।
পুলিশ জানায়, হাজারীবাগে এক নারীকে ছুরিকাঘাতে আহত করার পরে স্থানীয়রা নজরুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশের সোপর্দ করে। হাসপাতালে নেয়ার পর আহত জুলেখা বেগম মারা যায়। এ ঘটনায় সাবেক স্বামী পুলিশের কাছে আটক রয়েছে।
মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণ: সন্দেহভাজন আরও একজন আটক

নাটোরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৮

অপহৃত জেলেরাই প্রতিরোধ গড়ে আটক করলো ৩ বনদস্যুকে
