শাহবাগের আড্ডায় পূজা-বড়দিন নিয়ে আলোচনা হলেও ঈদ নিয়ে অনাগ্রহ ছিল: ফারুকী
গত ১৫ বছরে আমাদের রাজনৈতিক ও সংস্কৃতির অধঃপতন হয়েছে— এমন মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বলেন, শাহবাগের সাংস্কৃতিক আড্ডাগুলোতে পূজা-বড়দিন নিয়ে আলোচনা হতো, কিন্তু ঈদ নিয়ে ছিল অনাগ্রহ। ঈদ নিয়ে আলোচনাকে স্মার্ট মনে করা করা হতো না। কিন্তু, ধর্মীয় এই বিভাজন থাকার কথা ছিল না।
রোববার (৮ ডিসেম্বর) রাজধানীর বিশ্বসাহিত্যে কেন্দ্রে ভ্রাম্যমাণ বইমেলা উদ্বোধন করেন উপদেষ্টা। এ সময় জানান, জুলাই আন্দোলন আমাদের আলোর দিকে নিয়ে যাচ্ছে।
এ সময় কথা বলেন বাংলা একাডেমির সভাপতি শিক্ষাবিদ আবুল কাশেম ফজলুল হক। অনুষ্ঠানে বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, সোনার মানুষ তৈরি করতে না পারলে, সোনার বাংলা তৈরি হবে না।
এ বছর ৩টি গাড়ির মাধ্যমে দেশের ৬৪টি জেলার ১২৮টি স্থানে বইমেলা ও সাংস্কৃতিক উৎসব আয়োজন করার কথাও জানানো হয়।