হবু বউয়ের সঙ্গে ছবি পোস্ট করলেন তাহসান
নিজেই যেন নীরবতা ভাঙলেন। সোস্যাল মিডিয়ায় যে আলোচনা চলছিল এক তরুণীর সঙ্গে ছবি নিয়ে, তার হয়ত কিঞ্চিৎ ব্যাখ্যাও মিললো। ফেসবুককেই বেছে নিলেন সেই ‘সরব’ হবার প্ল্যাটফর্ম হিসেবে।
শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় তাহসান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেন মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে একটি ছবি। যার ক্যাপশনে তিনি লেখেন, ‘কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে/ আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে?/ যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন/ ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?’
ছবিতে রোজাকে দেখা যায় অফ-হোয়াইট শাড়িতে। তার পাঁড়ের রঙের সঙ্গে মিলিয়ে পাঞ্জাবি পরেন তাহসান।
এরআগে অবশ্য যখন আরকটি ছবি সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, তখন ‘তাহসান বিয়ে করেছেন’ এমন খবর ছড়িয়ে পড়ে। যদিও পরক্ষণই তিনি গণমাধ্যমে দাবি করেন, বিয়ের আনুষ্ঠানিকতা হয়নি।
জানা গেছে, তাহসানের জীবন-জুটি হতে যাওয়া রোজা নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেছেন। সেটি শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার নামে একটি প্রতিষ্ঠান খোলেন।
এরআগে ২০০৬ সালে তাহসান ঘর বাঁধেন অভিনেত্রী মিথিলার সঙ্গে। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই জন্ম নেয় তাদের কন্যা সন্তান। ২০১৭ সালের ৪ অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তাহসান।