খেলাধুলা

একদিন আগেই জানা গেছে, পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে খেলতে গিয়ে কুঁচকির চোটে পড়েছেন বাংলাদেশ ‘এ’ দলের ওপেনার মাহমুদুল হাসান জয়। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর বরাতে জানা গেছে, অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে জয়কে।

পাকিস্তান শাহিনসের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের সফরে ব্যাটারদের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো সেখানে কিছুটা ব্যতিক্রম ছিলেন জয়। চারদিনের ম্যাচে প্রথম ইনিংসে দলের একমাত্র ফিফটিটি এসেছিল তার ব্যাট থেকেই। চোটের কারণে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংই করতে পারেননি। তার ছিটকে যাওয়া নিঃসন্দেহে বড় ধাক্কা টাইগারদের জন্য।

ইসলামাবাদে পাকিস্তান শাহিনসের (‘এ’ দল) বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচের দ্বিতীয় দিন গত বুধবার কুঁচকিতে ব্যথা অনুভব করেন জয়। বিসিবির বিজ্ঞপ্তিতে বায়েজিদুল ইসলাম বলেন, স্ক্যান করে জানা গেছে জয়ের চোটের মাত্রা।

বায়েজিদুল বলেন, এমআরআই ও শারীরিক নিরীক্ষার পর জানা গেছে ডান কুঁচকিতে গ্রেড-১ মাত্রার চোট পেয়েছেন জয়৷ এরই মধ্যে পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে। এই ধরনের চোট থেকে সেরে উঠতে সাধারণত ১০ থেকে ১৪ দিন সময় লাগে। প্রথম টেস্টে খেলতে পারবেন না জয়। তবে আমরা আশা করছি, আগামী ৩০ অগাস্ট শুরু দ্বিতীয় ম্যাচের জন্য তাকে পুরোপুরি ফিট অবস্থায় পাওয়া যাবে। প্রতিদিন আমরা তার অবস্থা পর্যবেক্ষণ করব।

এর আগে অস্ট্রেলিয়াতেও এইচপি দলের হয়ে দারুণ খেলেন জয়। চারদিনের ম্যাচের দুই ইনিংসে ৬৯ ও ৬৫ রানের ইনিংস খেলেন তিনি। এ ছাড়া বল হাতে ২১ রানে ৫ উইকেট নিয়ে দারুণ এক জয় এনে দেন। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ শুরু হবে ২১ আগস্ট থেকে, আর দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ৩০ আগস্ট থেকে।

ডোপিং ভায়োলেশন বা ডোপ টেস্টে পজিটিভ হয়ে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হয়েছেন ৩১ বছর বয়সী লঙ্কান উইকেটরক্ষক ব্যাটার নিরোশান ডিকভেলা। শুক্রবার (১৬ আগস্ট) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

সম্প্রতি শেষ হওয়া লঙ্কা প্রিমিয়ার লিগ চলাকালে ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং গাইডলাইন অনুসারে করা ডোপ টেস্টে ব্যর্থ হন ডিকভেলা। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তার ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। এই বিষয়ে আরও তদন্ত করা হবে বলে জানিয়েছে এসএলসি।

শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট এলপিএলে গল মার্ভেলসের অধিনায়কত্ব করেন নিরোশান। জাতীয় দলের হয়ে সবশেষ ম্যাচ খেলেন গত বছরের মার্চে। এই বছরের শুরুতে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পেলেও কোনও ম্যাচ খেলতে পারেননি।

উল্লেখ্য, এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ৫৪টি টেস্ট, ৫৫টি ওয়ানডে ও ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ডিকভেলা। টেস্টে ২৭৫৭, ওয়ানডেতে ১৬০৪ এবং টি-টোয়েন্টিতে ৪৮০ রান তুলেছেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজ সামনে রেখে লাহোরে অনুশীলন করছে বাংলাদেশ দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দলের সঙ্গে প্রথম দিনেই অনুশীলনে যোগ দিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

রাজনৈতিক পট পরিবর্তনে সাকিবের দলে জায়গা পাওয়া নিয়ে নানামুখী আলোচনা চলমান ছিল। বৈষম্যবিরোধী আন্দোলনে তার নীরব ভূমিকায় ছাত্রদের অনেকেই মন্তব্য করেছেন, সাকিবকে দল থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হোক। ফলে প্রচন্ড চাপের মধ্যে ছিল নির্বাচক প্যানেল। তারপরও শেষ পর্যন্ত মেধার মূল্যায়ন করেছেন তারা।

আজ (বুধবার) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ব্যাটিং অনুশীলনও শুরু করে দিয়েছেন। বিসিবির প্রকাশিত ছবির মাধ্যমে কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গেও আলাপ করতে দেখা গেছে তাকে। সাকিবের মতো অনুশীলন করতে দেখা গেছে বাকি ক্রিকেটারদেরও।

উল্লেখ্য, গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই দুটি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার জন্য দেশের বাইরে আছেন সাকিব। গত ১২ জুলাই পর্যন্ত তার এনওসির মেয়াদ ছিল। সেটা শেষ হতেই কানাডা থেকে দেশে না ফিরে তিনি সরাসরি চলে যান পাকিস্তানে। ১২ আগস্ট দলের বাকি সদস্যরাও পাকিস্তানে গিয়েছে। ২১ আগস্ট থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।

আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট। এরপর করাচিতে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু ৩০ আগস্ট। এই টেস্ট দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

বাংলাদেশ টেস্ট দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ।

কানাডার ফ্র্যাঞ্চাইজি আসর গ্লোবাল টি-টোয়েন্টি লিগে বাংলা টাইগার্স মিসিসাগার অধিনায়কত্ব করেছেন সাকিব আল হাসান। টুর্নামেন্টের শেষ দিকে দেখা গেল চরম নাটকীয়তা। শুধু সুপার ওভারের জন্য দল নামাতে অস্বীকৃতি জানানোয় শেষ পর্যন্ত বিদায় নিতে হয়েছে সাকিবের দল বাংলা টাইগার্সকে। নিজের বক্তব্যে অনড় ছিলেন সাকিব, এর ফলে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী প্রতিপক্ষ পায় ওয়াকওভার। বিদায় নিশ্চিত হয় সাকিবের দলের।

লিগ পর্বে তৃতীয় হয়ে শেষ করেছিল বাংলা টাইগার্স। আর চতুর্থ হয়েছিল টরন্টো ন্যাশনালস। এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয় এই দুই দল। তবে আবহাওয়া অনকূলে না থাকায় একটি বলও মাঠে গড়ায়নি। পয়েন্ট টেবিলে এগিয়ে থাকায় পরের পর্বে বাংলা টাইগার্সের চলে যাওয়ার কথা থাকলেও সুপার ওভার খেলাতে চান ম্যাচ অফিসিয়ালরা।

ম্যাচ অফিসিয়ালদের প্রস্তাবনা অনুযায়ী সুপার ওভারে যারা জয়ী হবেন তারাই খেলবেন কোয়ালিফায়ারে। প্রতিযোগিতার নিয়ম জানিয়ে বলা হয়, ম্যাচ হওয়ার জন্য দুই দলকেই কমপক্ষে ৫ ওভার ব্যাট করতে হয়। সেটি সম্ভব না হলে বা ম্যাচ টাই হলে, সুপার ওভারে ফলাফল নির্ধারণ হবে। তবে এই প্রস্তাব মেনে নেননি বাংলা টাইগার্সের অধিনায়ক সাকিব আল হাসান।

কর্তৃপক্ষের দেয়া এই নিয়ম প্রত্যাখ্যান করে সাকিব বলেন, আমার দলের সঙ্গে অন্যায় করা হচ্ছে। প্রতিযোগিতারই নিয়ম অনুযায়ী, লিগের পয়েন্ট তালিকায় এগিয়ে থাকায় আমাদেরই কোয়ালিফায়ারে যাওয়া উচিত। কারণ ম্যাচ বৃষ্টির জন্য শুরুই করা যায়নি। তাই অসম্পূর্ণ থাকার বা টাই হওয়ার প্রশ্ন উঠছে না।

উল্লেখ্য, ম্যাচ রেফারি যখন সাকিবকে বুঝিয়েও সুপার ওভারে খেলাতে রাজি করতে পারেননি তখন উপায় না দেখে টরেন্টোকে ওয়াক ওভার দিয়ে জয়ী ঘোষণা করেন। এর ফলে প্রতিযোগিতা থেকে ছিটকে যায় সাকিবের বাংলা টাইগার্স।

অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে মেলবোর্ন রেনেগেডসকে ৭৭ রানে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স স্কোয়াড। শুরুতে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান করে বাংলাদেশের এইচপি টিম। পরে ওই রান তাড়া করতে নেমে ১৫ ওভার ২ বলে ৯৩ রানে অলআউট হয়ে যায় মেলবোর্নের দলটি।  

ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনার তেমন ভালো কিছু করতে পারেননি। ১০ বলে ১০ রান করে আউট হন জিশান আলম। ৯ বলে ১৭ রান করে তানজিদ হাসান তামিম। তবে তিন নম্বরে খেলতে নেমে দলের হাল ধরেন পারভেজ হোসেন ইমন। ৭ চার ও ২ ছক্কায় ৪৮ বলে ৬৯ রান করে আউট হন ইমন।

আফিফ হোসেন ধ্রুব ফেরেন শূন্য রানে। অধিনায়ক আকবর আলী করেন ১৮ বলে ২১ রান। শামীম হোসেন অপরাজিত থাকেন ২৫ রানে।

নির্দিষ্ট রানের লক্ষ্যে খেলতে নেমে একদমই সুবিধা করতে পারেনি মেলবোর্ন রেনেগেডস। দলটির পক্ষে ১৫ বলে সর্বোচ্চ ১৯ রান করেন জশ ব্রাউন। ১০ বলে দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান করেন মার্কাস হ্যারিস।

বাংলাদেশের পক্ষে ৩ ওভারে ১২ রান দিয়ে ৩ উইকেট নেন রিপন মণ্ডল। ৩ ওভার ২ বলে ২১ রান দিয়ে ৩ উইকেট পান রাকিবুল ইসলামও। দুটি করে উইকেট নেন আলিস আল ইসলাম ও আবু হায়দার রনি। শেষ পর্যন্ত ৭৭ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে ইমন-আকবররা।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে অনেকেই পক্ষে ও বিপক্ষে কথা বলছে। কেউ প্রকাশ্যে আন্দোলনকারীদের সঙ্গে সড়কে এসে আওয়াজ তুলছেন। আবার কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিমত জানিয়েছেন। বসে নেই খেলোয়াড়রাও, চলমান আন্দোলন ঘিরে একটি ভিডিও বার্তা দিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

জামাল ভূঁইয়া বলেছেন, আসসালামু আলাইকুম সবাইকে। এবার শিক্ষার্থীদের আন্দোলনে মেধার জয় হয়েছে। আমরা অনেক দেশে খেলতে যাই, বিদেশে বসেও গল্প করি। আবার কোনো বিদেশি বন্ধু বাংলাদেশে আসলে আমাদের দেশের পদ্মা সেতু, মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়েগুলো দেখাই। তারা এসব দেখে যখন ভালো কিছু বলে তখন সত্যিই গর্ভ হয়। শিক্ষার্থীদের এই সফল আন্দোলনে মেধা জিতেছে কিন্তু এগুলোর মাঝে দেখলাম অনেক জায়গায় ভাঙচুর ও আগুনে পোড়ানো হয়েছে। অনেক হতাহত হয়েছে।

জাতীয় ফুটবল দলের অধিনায়ক আরও বলেন, প্রতিবাদ-আন্দোলন সবাই সাপোর্ট করুন, তবে আমাদের খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন দেশের সম্পদ ও মানুষের ক্ষতি কেউ না করে। কারণ দেশটা আমাদের সবার। আমরা শিক্ষার্থীদের পক্ষে আছি সবসময়। সবাইকে অনুরোধ করবো সচেতন থাকার জন্য, যেন কোনোভাবে কারও জানমালের ক্ষতি না হয়। আল্লাহ হাফেজ।

ফ্রান্সের সঙ্গে আর্জেন্টিনার দ্বৈরথটা এখন জমে উঠেছে। গত দু’টি বিশ্বকাপে এই ফরাসিরা যেমন আকাশি-সাদাদের হতাশ করেছে, আবার ফ্রান্স-বাধা পেরিয়ে আর্জেন্টিনাও জিতেছে তৃতীয় সোনালি ট্রফিটা। কাতার বিশ্বকাপ ফাইনালের পর এবার অলিম্পিক ফুটবলের ব্লকবাস্টার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে দুইদল।

শুক্রবার (২ জুলাই) স্তাদে ডি বোর্দো স্টেডিয়ামে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় মুখোমুখি হবে এই দুই দল। সম্প্রতি ফুটবল মাঠে ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হলেও আর সেভাবে উত্তেজনার পারদ চড়ে না। বরং আর্জেন্টিনা-ফ্রান্স ম্যাচ সবার আকর্ষণেরই কেন্দ্রবিন্দুতে থাকে। গত দেড় বছর ধরে আর্জেন্টিনা ও ফ্রান্সের সম্পর্ক নিয়ে কম লেখালেখি হয়নি।

কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের অনুষ্ঠিত হওয়া কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টটির শিরোপা জিতে আলবিসেলেস্তেরা। সেই টুর্নামেন্টের সঙ্গে ফ্রান্সের কোনো সম্পর্ক না থাকলেও আর্জেন্টাইন ফুটবলার এনজো ফার্নান্দেজ মায়ামির রাস্তার ছাদখোলা বাসে শিরোপা উদযাপন করার সময় ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে অশালীন গান গায়। যদিও এমন কাজের জন্য দুঃখ প্রকাশ করেন এই আর্জেন্টাইন। 

তবে সেটা যে এখনো ফরাসি সমর্থকরা ভুলতে পারেনি সেটা অলিম্পিকে আর্জেন্টিনার প্রথম ম্যাচের দিকে তাকালেই বুঝা যায়। নিজের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে মাঠে নামে ওটামেন্ডির দল। সেই ম্যাচে মাঠের মধ্যে আর্জেন্টিনার খেলোয়াড়দের লক্ষ্য করে বোতল ছুড়ে ফরাসিরা। যার কারণে খেলা বন্ধ রাখা হয়েছে প্রায় ঘণ্টা দুয়েক। তাই সহজে অনুমান করা যায় এই ম্যাচে জয় পাওয়ার জন্য দুই দলই নিজেদের সেরাটা নিংড়ে দিবে।

গ্রুপ এ-র শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষে অবস্থান করছে ফ্রান্স। অন্যদিকে গ্রুপ বি-তে প্রথম ম্যাচে মরক্কোর কাছে হারায় দ্বিতীয় স্থানে শেষ করেছে আর্জেন্টিনা। সেই হিসেবে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে দু’দল। লড়াই দু’দলের দুই কোচেরও। আর্জেন্টিনার কোচ মেসির প্রাক্তন সতীর্থ হাভিয়ের মাসচেরানো। ফ্রান্সের দায়িত্বে রয়েছেন থিয়েরি অঁরি। খেলোয়াড় হিসাবে এই দুই ফুটবলার একে অপরের বিপক্ষে খেলেছেন।

আর্জেন্টিনার সম্ভাবনা দারুণ। হ্যাভিয়ের মাসচেরানোর দলটিতে বেশ কয়েকজন মেধাবী ফুটবলার রয়েছেন। যার মধ্যে আক্রমণভাগে চেনা মুখ হুলিয়ান আলভারেজ। ম্যানসিটিতে খেলা এবং কাতার বিশ্বকাপে নৈপুণ্য দেখানো এই ফরোয়ার্ডের দিকে তাকিয়ে থাকবে আর্জেন্টাইন সমর্থকরা। যদিও চলমান অলিম্পিকে এখনও সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। তার পাশাপাশি ক্লদিও এসেভেরি, থিয়াগো আলমাদাও থাকবেন সবার চোখে চোখে।

অলিম্পিকে বাকি তিনটি কোয়ার্টার ফাইনালে খেলবে মরক্কো-যুক্তরাষ্ট্র, জাপান-স্পেন এবং মিশর ও প্যারাগুয়ে। ২০১৮ বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে ফ্রান্স আর্জেন্টিনাকে হারিয়েছিল ৪-৩ গোলের ব্যবধানে। ২০২২ বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারায় আর্জেন্টিনা।

শক্তিশালী ভারতকে হারিয়ে প্রথমবারের মতো নারী এশিয়া কাপের শিরোপা জিতলো শ্রীলঙ্কা। সাম্প্রতিক ফর্ম ও শক্তিমত্তা বিবেচনায় ভারত এগিয়ে থাকলেও বড়ব্যবধানে হারিয়ে দিনটি নিজেদের করে নেন লঙ্কান নারীরা। ভারতের দেয়া বড় লক্ষ্য তাড়ায় ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন চামারি আতাপাত্তু। অধিনায়কের গড়ে দেয়া ভিতে ঘরের মাঠে এশিয়া কাপ জয়ের স্বাদ পেল শ্রীলঙ্কা।

ফাইনালে ডাম্বুলায় টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে ভারত। জবাবে খেলতে নেমে ১৮ ওভার ৪ বলে দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা। ব্যাট হাতে দারুণ সময় পার করা অধিনায়ক আতাপাত্তু খেলেন ৪৩ বলে ৬১ রানের ইনিংস। এছাড়া সামারাবিক্রমাও অর্ধশতক তুলে নেন। ৫১ বলে ৬৯ রানে অপরাজিত থেকে জয় নিয়েই মাঠ ছাড়েন এই ব্যাটার।

এর আগে, টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন হারমানপ্রীত। ভারতের ওপেনিং জুটি শুরুটা ভালো করলেও ম্যাচে বড় রান করতে পারেনি। ১৯ বলে ১৬ রান করে আউট হন ওপেনার শেফালি ভার্মা। অর্ধশতরান করেন অপর ওপেনার স্মৃতি মান্ধানা। এই ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ হন হারমানপ্রীত। তার ব্যাট থেকে আসে ১১ রান। দলের পক্ষে সর্বোচ্চ রান আসে মান্ধানার ব্যাট থেকে। তিনি করেন ৪৭ বলে ৬০ রান। তাকে দারুণ সঙ্গ দেন জেমাইমা রদ্রিগেস ও রিচা ঘোষ। জেমাইমা ১৬ বলে ২৯ ও রিচা ১৪ বলে ৩০ রান করেন। তাদের ক্যামিওতে ১৬৫ রানে থামে ভারত।

রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। দ্বিতীয় ওভারেই আউট হন গুনরত্নে। দলের ইনিংস টানেন আরেক ওপেনার চামারি আতাপাত্তু। শ্রীলঙ্কার অধিনায়ক এই ম্যাচেও আরও একটি অর্ধশতক তুলে নেন। তাকে সঙ্গ দেন হর্ষিতা সামারাবিক্রমা। এই জুটিতে ওঠে ৮৭ রান। শেষদিকে সামারাবিক্রমা ও দিলহারী জয় নিয়েই মাঠ ছাড়েন। দিলহারী ১৬ বলে ৩০ রানে অপরাজিত থাকেন।

টুর্নামেন্ট সেরার পুরস্কার উঠেছে লঙ্কান অধিনায়ক আতাপাত্তুর হাতে। ৫ ইনিংসে ব্যাট করে এই ব্যাটার করেছেন ৩০৪ রান। তার ইনিংসগুলো যথাক্রমে ১২, ১১৯*, ৪৯*, ৬৩ ও ৬১ রান।

উল্লেখ্য, এশিয়া কাপে সাতবার চ্যাম্পিয়ন হয়েছে ভারত নারী দল। তবে অষ্টম শিরোপা কাপ জেতা হলো না হারমানপ্রীত কৌরের দলের। আগে পাঁচবার রানার্স হলেও এবার ঘরের মাঠে শিরোপা নিজেদের কাছেই রাখলো সিংহীরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আপাতত নেই আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা। কিছু দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হচ্ছে। সাকিব আল হাসান সময় কাটাচ্ছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে। এরই মাঝে সুখবর পেলেন তিনি। আইসিসির হালনাগাদকৃত সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে তিনি এগিয়েছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই, সেইসাথে ধরে রেখেছেন সাদা পোশাকে আগের অবস্থান।

কয়েক সপ্তাহ আগে নিজের চিরচেনা দাপট থেকে ছিটকে গেছিলেন সাকিব। ১২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো সেরা পাঁচের বাইরে চলে গিয়েছিলেন টাইগার অলরাউন্ডার। আবার ফিরেছেন তিনি। এবার র‍্যাঙ্কিংয়ে আরও কিছুটা এগোলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

বুধবার (১৭ জুলাই) আইসিসির প্রকাশিত সবশেষ তালিকায় দেখা যায়, ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই অলরাউন্ডারের তালিকায় এক ধাপ করে এগিয়েছেন সাকিব। ২০৬ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতে এখন তার অবস্থান চতুর্থ। তার ওপরে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা, অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস ও শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙা। 

অপরদিকে সংক্ষিপ্ততম ফরম্যাটেও এক ধাপ এগোনো সাকিব এখন আছেন দুইয়ে। তার রেটিং পয়েন্ট ২৯২। ৩২০ রেটিং পয়েন্ট নিয়ে তালিকায় সবার প্রথম নামটি আফগানিস্তান তারকা মোহাম্মদ নবীর। তালিকায় সাকিবের পরে অবস্থানে রয়েছেন সিকান্দার রাজা।

টেস্ট র‍্যাঙ্কিংয়ে আগের মতোই তিন নম্বরে সাকিব। তার আগে রয়েছেন দুই ভারতীয় তারকা রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা।

সদ্যগত টি-টুয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছিল পাকিস্তান। ব্যর্থ অভিযানের পর পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন প্রত্যাশিত ছিল। শুরুর ঝড়টা গেল নির্বাচক কমিটির দুই সদস্য ওয়াহাব রিয়াজ ও আব্দুল রাজ্জাকের উপর দিয়ে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘এটা জানানো যাচ্ছে যে, আব্দুল রাজ্জাক ও ওয়াহাব রিয়াজের জাতীয় দলের নির্বাচক কমিটিতে আর দরকার পড়ছে না। নির্বাচক কমিটির গঠন সম্পর্কে বাকি তথ্য পরবর্তী সময়ে জানানো হবে।’
কয়েকসপ্তাহ আগে ছেলে এবং নারী দলের নির্বাচক কমিটিতে যুক্ত হয়েছিলেন রাজ্জাক। এখন মেয়েদের নির্বাচক হিসেবেও কাজ করবেন না তিনি।
টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে নতুন করে সাত সদস্যের নির্বাচক কমিটি গঠন করেছিল পাকিস্তান। ওয়াহাব ও রাজ্জাক ছিলেন প্যানেলের অন্যতম দুই সদস্য। এ দুজনের কাজে অসঙ্গতি পেলেও কমিটির বাকি ৫ সদস্য আপাতত বহাল তবিয়তে থাকছেন পিসিবির খাতায়।
সম্পাদক ও প্রকাশক : মঈনুদ্দিন কাজল
deshermatidaily@gmail.com
০১৬১৫১১২২৬৬, ০১৬৭৩৫৬২৭১৬

দেশের মাটি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।