খেলাধুলা

অবশেষে গুঞ্জনই সত্যি হলো। বাংলাদেশ থেকে সরিয়ে দেয়া হয়েছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। রাজনৈতিক অস্থিরতার কারণে নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে এমন সিদ্ধান্ত বলে জানা গেছে। তথ্যটি নিশ্চিত করেছে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।

ক্রিকবাজ জানায়, মঙ্গলবার (২০ আগস্ট) এক বোর্ড সভায় এই সিদ্ধান্ত নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন আয়োজক হিসেবে বেছে নেয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। আগামী ৩-২০ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আইসিসির ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্তের কথা সূত্রের বরাতে জানিয়েছে ক্রিকবাজ। তবে এখন পর্যন্ত বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।

এর আগে, বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকার ও সেনাবাহিনীর পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তার আশ্বাস দেয়া হলেও ১৯ আগষ্ট অস্ট্রেলিয়া নারী দলের অ্যালিসা হিলি জানিয়েছিলেন, এমন পরিস্থিতিতে ঢাকা ও সিলেটে বিশ্বকাপ আয়োজন করা ভুল হবে। অস্ট্রেলিয়ার অধিনায়কের এমন মন্তব্যের পরদিন জানা যায়, বাংলাদেশ নয় সংযুক্ত আরব আমিরাতে হতে যাচ্ছে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। 

২০ ওভারের বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিতে আইসিসির বোর্ড মিটিংয়ে নিজেদের মতামত দিয়েছেন বিভিন্ন দেশের বোর্ড পরিচালক ও কর্মকর্তা। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ থেকে বিশ্বকাপ সরানোর প্রস্তাব দেয়া হলে সেটাতে সম্মতি দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আরব আমিরাতে বিশ্বকাপ হলেও আয়োজক স্বত্ব থাকবে বাংলাদেশের হাতেই। এমনটা জানিয়েছে ক্রিকবাজ।

টেস্ট ক্রিকেটে বরাবরই আনকোড়া একটি দল বাংলাদেশ। আর প্রতিপক্ষ যখন পাকিস্তান, সেখানে আরও যাচ্ছেতাই পারফরম্যান্স। পরিসংখ্যান বলছে এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে একটি টেস্টও জিতেতে পারেনি টাইগাররা। বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অবশ্য পুরোনো পরিসংখ্যান মনে রেখে মাঠে নামতে চান না। শান্ত বিশ্বাস করেন, এবার বিশেষ কিছু করতে পারবেন তারা।

মঙ্গলবার (২০ আগস্ট) প্রথম টেস্টে মাঠে নামার আগে রাওয়ালপিণ্ডিতে গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ দলের অধিনায়ক শান্ত। ভিন্ন কন্ডিশনে খেলোয়াড়রা টেস্ট ম্যাচের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য মুখিয়ে আছেন বলে মন্তব্য করেছেন তিন। শান্ত বলেন, আমি মনে করি, এটি (পাকিস্তান ১২-০ বাংলাদেশ) শুধুই রেকর্ড। রেকর্ড বদলাতেই পারে। কাজটা সহজ হবে না। তবে যেটা বললাম, আমাদের দল খুব ভারসাম্যপূর্ণ। আমরা বিশ্বাস করি, এবার বিশেষ কিছু করতে পারবো। ক্রিকেটাররা এখানে খেলার জন্য রোমাঞ্চিত।

পাকিস্তানের বিপক্ষে ১৩টি টেস্ট খেলেছে বাংলাদেশ। যার মধ্যে ১২টি ম্যাচেই হেরেছে, ড্র করতে পেরেছে একটি। হেরে যাওয়া ১২ ম্যাচের মধ্যে ছয়টিতেই আবার ইনিংস ব্যবধানে। তার মধ্যে সর্বশেষ তিনটিতে বিধ্বস্ত হয়েছে বাজেভাবে। তাছাড়া সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেও শান্ত-সাকিবরা ভালো করতে পারেনি। অধিনায়ক অবশ্য জানালেন, সতীর্থদের প্রতি তার আস্থার কথা।

শান্ত বলেন, (শ্রীলঙ্কা সিরিজে বড় হারের পর) আলাদা করে কিছু করতে চাই না। সবাই জানে, আমাদের ব্যাটিংটা কয়েক দিন ধরে ভালো হচ্ছে না। সবশেষ টেস্ট সিরিজটাও ওরকমভাবে ভালো করিনি। তবে প্রস্তুতির দিক থেকে ভালো প্রস্তুতি নিতে পেরেছি। যতটুকু সুযোগ পেয়েছি, ভালোভাবে তৈরি হওয়ার চেষ্টা করেছি। প্রত্যেক ক্রিকেটার বিশ্বাস করে, বিশেষ করে এবার ব্যাটিং ইউনিটে আমরা ভালো করবো। পাশাপাশি টেস্ট জেতার জন্য বোলিংটাও খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, দল হিসেবে এবার খুব ভালো সুযোগ আছে আমাদের।

রাওয়ালপিন্ডি টেস্টে টস গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বাংলাদেশের অধিনায়ক সেটি স্বীকারও করেছেন। টস প্রসঙ্গে শান্ত বলেন, হ্যাঁ (টস) খুব গুরুত্বপূর্ণ। আমার মতে, ক্রিকেটাররা ব্যাটিং-বোলিংয়ের জন্য তৈরি আছে। তবে এটি (টস) গুরুত্বপূর্ণ। ব্যক্তিগতভাবে আমি টস নিয়ে বেশি ভাবছি না। ক্রিকেটার হিসেবে সব পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।

মিরপুর স্টেডিয়াম পরিদর্শনে এসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ। তার আসার আগে বিসিবিতে হাজির হন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আনুষ্ঠানিক পরিচয় পর্ব শেষে ক্রীড়া উপদেষ্টাকে বিসিবির প্রেসিডেন্ট বক্স ঘুরে দেখান তামিম।

সোমবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টা নাগাদ মিরপুর শেরে বাংলায় আসেন তামিম। খানিক বাদেই আসেন আসিফ মাহমুদ। এরপর উপদেষ্টাকে পুরো বিসিবি ঘুরিয়ে দেখান তামিম। মাঠে প্রবেশের পর ড্রেসিংরুমের সামনে থেকে হেঁটে ইনডোরেও দেখতে যান উপদেষ্টা। তামিম ছাড়াও তার সঙ্গে ছিলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, শাহারিয়ার নাফিজ ও বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন। শেখ হাসিনা সরকার পতনের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ বেশিরভাগ পরিচালক আত্মগোপনে থাকায় কার্যত অভিভাবকশূন্য হয়ে পড়েছে বিসিবি।

পরে ক্রীড়া উপদেষ্টা যাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন। তার কাছে জানতে চাওয়া হয়েছিল তামিমের ভূমিকা সম্পর্কে। যার উত্তরে সুজন বলেন, শুধু তামিম নয় কারও সঙ্গেই আলাদা করে কথা বলেননি উপদেষ্টা মহোদয়। তবে ঠিক কোন ভূমিকায় তামিম ওনাদের ঘুরিয়ে দেখালেন সেটা বলতে পারবো না। আগে থেকে যোগাযোগ ছিল সে কারণেই সঙ্গে ছিল আর কি।

ক্রীড়া উপদেষ্টার ব্যক্তিগত প্রেস সেক্রেটারি মাহফুজ আলম জানান, বিসিবির অবকাঠামো, সুযোগ–সুবিধা পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের জন্য বিসিবিতে এসেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এদিকে, তামিম দীর্ঘদিন পর মিরপুর স্টেডিয়ামে এসেছেন। ওয়ানডে ও টেস্ট থেকে অবসর না নিলেও প্রায় এক বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন না তিনি। তবে সর্বশেষ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট খেলেছিলেন। শোনা যাচ্ছে, ফিটনেস নিয়ে কাজ করতেই মূলত আজ বিসিবিতে এসেছিলেন তামিম। পাশাপাশি ক্রীড়া উপদেষ্টার সঙ্গেও দেখা হয়ে গেছে।

তবে বিসিবি সূত্রে জানা গেছে, তামিম বিসিবির কাছে একজন ট্রেইনার চেয়েছেন। অনুশীলন শুরু করতে চান তিনি। তাছাড়া নিজের চোট নিয়েও কথা বলবেন বিসিবর চিকিৎসকের সঙ্গে। আর এ কারণেই মূলত তার বোর্ডে আসা। ক্রিকেট পাড়ায় গুঞ্জন আছে, চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে আবারও জাতীয় দলে ফিরতে পারেন বাংলাদেশের সেরা এই ওপেনার।

লা লিগার শিরোপা ধরে রাখার অভিযানের শুরুটা মোটেও সুখকর হলো না স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। রোববার (১৮ আগস্ট) প্রতিপক্ষের মাঠে ১-১ গোলে ড্র করে নতুন লিগ মৌসুম শুরু করে আনচেলত্তির শিষ্যরা। রদ্রিগো এগিয়ে নিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে ম্যাচে সমতা টানেন ভেদাত মুরিচি।

দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে ত্রয়োদশ মিনিটে এগিয়ে যায় রেয়াল। বক্সে ভিনিসিউস জুনিয়রের ব্যাকহিল ফ্লিকে বল পেয়ে একটু জায়গা বানিয়ে প্রতিপক্ষের তিন খেলোয়াড়ের মাঝ দিয়ে ডান পায়ে শট নেন রদ্রিগো, দূরের পোস্ট দিয়ে জালে জড়ায় বল। ১-০ তে লিড নিয়ে বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ।

বিরতির পর দুদলই আক্রমণ চালায়। দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে সমতায় ফেরে মায়োর্কা। রদ্রিগেসের কর্নারে জোরাল হেডে বল জালে পাঠান কসোভান ফরোয়ার্ড ভেদাত মুরিচি। ম্যাচের বাকি সময়ে একাধিক আক্রমণে যায় রিয়াল, তবে লক্ষ্যভেদ করতে বারবারই ব্যর্থ লস ব্লাঙ্কোস শিবির। সহজ সুযোগ মিস করেন কিলিয়ান এমবাপ্পেও।

শেষ পর্যন্ত ১-১ ড্র তে শেষ হয় ম্যাচ। তবে নির্ধারিত সময়ের সাথে যোগ করা মুহুর্তে রেফারির শেষ বাঁশি বাজার মুরিচিকে ফাউল করে লাল কার্ড দেখেন ফেরলদ মঁদি। পরের লিগ ম্যাচে আগামী রোববার রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে এই ফরাসি ডিফেন্ডারকে পাবে না ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

লিগ শিরোপা ধরে রাখার অভিযানে নেমে দারুণ শুরু করেছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে চেলসিকে হারিয়েছে পেপ গার্দিওলার দল। গোল দিয়ে শুরু করলেন আর্লিং হাল্যান্ড, সেই সাথে সাবেক ক্লাবের বিপক্ষে গোল পেয়েছেন মাতেও কোভাচিচ। আর তাতেই ম্যাচটি ২-০ গোলে জিতেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

রোববার (১৮ আগস্ট) নিজেদের ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ম্যানচেস্টার সিটিকে আতিথ্য জানায় চেলসি। ঘরের মাঠে শুরুতেই পিছিয়ে যায় চেলসি। বাঁ দিক থেকে জেরেমি ডোকু বক্সে পাস দেন, বার্নার্দো সিলভা ছোট্ট টোকায় বল বাড়ান হাল্যান্ডকে। এরপর, বল ধরে ঠাণ্ডা মাথায় দুইজনের মধ্যে দিয়ে এগিয়ে কোনাকুনি শটে গোলটি করেন নরওয়ের তারকা স্ট্রাইকার।। ১-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় সিটি।

লিড পেয়ে আক্রমণে চাপ বাড়ায় সিটিজেনরা। ৩৭তম মিনিটে দ্বিতীয় গোল পেতে পারতো সফরকারীরা। ডোকুর দূর থেকে নেয়া শটে বল ডিফেন্ডার ভেসলি ফোফানার পায়ে লেগে ক্রসবার ঘেঁষে জালে জড়াতে যাচ্ছিল, অসাধারণ নৈপুণ্যে ঝাঁপিয়ে রুখে দেন চেলসির গোলরক্ষক রবের্ত সানচেস। ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় গার্দিওলার দল।

দ্বিতীয়ার্ধের ৫১তম মিনিটে সতীর্থের পাস বক্সে ধরে সিলভা আবারও খুঁজে নেন হাল্যান্ডকে। আর প্রথম ছোঁয়ায় তার নেওয়া শট ঝাঁপিয়ে ফেরান গোলরক্ষক। ৭৭তম মিনিটে চেলসির একটি আক্রমণ ঠেকানোর চেষ্টায় সিটির মিডফিল্ডার কোভাচিচের প্রসারিত হাতে বল লাগে, ওঠে পেনাল্টির আবেদন। যদিও রেফারির সাড়া মেলেনি, ভিএআরেও বদলায়নি মাঠের সিদ্ধান্ত।

একক নৈপুণ্যে ম্যাচের ৮৪তম মিনিটে দুর্দান্ত এক গোলে জয়টা প্রায় নিশ্চিত করে ফেলেন কোভাচিচ। সাইডলাইন থেকে সতীর্থের পাস ধরে, অনেকটা এগিয়ে প্রায় ২২ গজ দূর থেকে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন ক্রোয়াট মিডফিল্ডার। ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে গার্দিওলার শিষ্যরা।

একদিন আগেই জানা গেছে, পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে খেলতে গিয়ে কুঁচকির চোটে পড়েছেন বাংলাদেশ ‘এ’ দলের ওপেনার মাহমুদুল হাসান জয়। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর বরাতে জানা গেছে, অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে জয়কে।

পাকিস্তান শাহিনসের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের সফরে ব্যাটারদের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো সেখানে কিছুটা ব্যতিক্রম ছিলেন জয়। চারদিনের ম্যাচে প্রথম ইনিংসে দলের একমাত্র ফিফটিটি এসেছিল তার ব্যাট থেকেই। চোটের কারণে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংই করতে পারেননি। তার ছিটকে যাওয়া নিঃসন্দেহে বড় ধাক্কা টাইগারদের জন্য।

ইসলামাবাদে পাকিস্তান শাহিনসের (‘এ’ দল) বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচের দ্বিতীয় দিন গত বুধবার কুঁচকিতে ব্যথা অনুভব করেন জয়। বিসিবির বিজ্ঞপ্তিতে বায়েজিদুল ইসলাম বলেন, স্ক্যান করে জানা গেছে জয়ের চোটের মাত্রা।

বায়েজিদুল বলেন, এমআরআই ও শারীরিক নিরীক্ষার পর জানা গেছে ডান কুঁচকিতে গ্রেড-১ মাত্রার চোট পেয়েছেন জয়৷ এরই মধ্যে পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে। এই ধরনের চোট থেকে সেরে উঠতে সাধারণত ১০ থেকে ১৪ দিন সময় লাগে। প্রথম টেস্টে খেলতে পারবেন না জয়। তবে আমরা আশা করছি, আগামী ৩০ অগাস্ট শুরু দ্বিতীয় ম্যাচের জন্য তাকে পুরোপুরি ফিট অবস্থায় পাওয়া যাবে। প্রতিদিন আমরা তার অবস্থা পর্যবেক্ষণ করব।

এর আগে অস্ট্রেলিয়াতেও এইচপি দলের হয়ে দারুণ খেলেন জয়। চারদিনের ম্যাচের দুই ইনিংসে ৬৯ ও ৬৫ রানের ইনিংস খেলেন তিনি। এ ছাড়া বল হাতে ২১ রানে ৫ উইকেট নিয়ে দারুণ এক জয় এনে দেন। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ শুরু হবে ২১ আগস্ট থেকে, আর দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ৩০ আগস্ট থেকে।

ডোপিং ভায়োলেশন বা ডোপ টেস্টে পজিটিভ হয়ে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হয়েছেন ৩১ বছর বয়সী লঙ্কান উইকেটরক্ষক ব্যাটার নিরোশান ডিকভেলা। শুক্রবার (১৬ আগস্ট) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

সম্প্রতি শেষ হওয়া লঙ্কা প্রিমিয়ার লিগ চলাকালে ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং গাইডলাইন অনুসারে করা ডোপ টেস্টে ব্যর্থ হন ডিকভেলা। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তার ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। এই বিষয়ে আরও তদন্ত করা হবে বলে জানিয়েছে এসএলসি।

শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট এলপিএলে গল মার্ভেলসের অধিনায়কত্ব করেন নিরোশান। জাতীয় দলের হয়ে সবশেষ ম্যাচ খেলেন গত বছরের মার্চে। এই বছরের শুরুতে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পেলেও কোনও ম্যাচ খেলতে পারেননি।

উল্লেখ্য, এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ৫৪টি টেস্ট, ৫৫টি ওয়ানডে ও ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ডিকভেলা। টেস্টে ২৭৫৭, ওয়ানডেতে ১৬০৪ এবং টি-টোয়েন্টিতে ৪৮০ রান তুলেছেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজ সামনে রেখে লাহোরে অনুশীলন করছে বাংলাদেশ দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দলের সঙ্গে প্রথম দিনেই অনুশীলনে যোগ দিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

রাজনৈতিক পট পরিবর্তনে সাকিবের দলে জায়গা পাওয়া নিয়ে নানামুখী আলোচনা চলমান ছিল। বৈষম্যবিরোধী আন্দোলনে তার নীরব ভূমিকায় ছাত্রদের অনেকেই মন্তব্য করেছেন, সাকিবকে দল থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হোক। ফলে প্রচন্ড চাপের মধ্যে ছিল নির্বাচক প্যানেল। তারপরও শেষ পর্যন্ত মেধার মূল্যায়ন করেছেন তারা।

আজ (বুধবার) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ব্যাটিং অনুশীলনও শুরু করে দিয়েছেন। বিসিবির প্রকাশিত ছবির মাধ্যমে কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গেও আলাপ করতে দেখা গেছে তাকে। সাকিবের মতো অনুশীলন করতে দেখা গেছে বাকি ক্রিকেটারদেরও।

উল্লেখ্য, গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই দুটি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার জন্য দেশের বাইরে আছেন সাকিব। গত ১২ জুলাই পর্যন্ত তার এনওসির মেয়াদ ছিল। সেটা শেষ হতেই কানাডা থেকে দেশে না ফিরে তিনি সরাসরি চলে যান পাকিস্তানে। ১২ আগস্ট দলের বাকি সদস্যরাও পাকিস্তানে গিয়েছে। ২১ আগস্ট থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।

আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট। এরপর করাচিতে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু ৩০ আগস্ট। এই টেস্ট দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

বাংলাদেশ টেস্ট দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ।

কানাডার ফ্র্যাঞ্চাইজি আসর গ্লোবাল টি-টোয়েন্টি লিগে বাংলা টাইগার্স মিসিসাগার অধিনায়কত্ব করেছেন সাকিব আল হাসান। টুর্নামেন্টের শেষ দিকে দেখা গেল চরম নাটকীয়তা। শুধু সুপার ওভারের জন্য দল নামাতে অস্বীকৃতি জানানোয় শেষ পর্যন্ত বিদায় নিতে হয়েছে সাকিবের দল বাংলা টাইগার্সকে। নিজের বক্তব্যে অনড় ছিলেন সাকিব, এর ফলে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী প্রতিপক্ষ পায় ওয়াকওভার। বিদায় নিশ্চিত হয় সাকিবের দলের।

লিগ পর্বে তৃতীয় হয়ে শেষ করেছিল বাংলা টাইগার্স। আর চতুর্থ হয়েছিল টরন্টো ন্যাশনালস। এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয় এই দুই দল। তবে আবহাওয়া অনকূলে না থাকায় একটি বলও মাঠে গড়ায়নি। পয়েন্ট টেবিলে এগিয়ে থাকায় পরের পর্বে বাংলা টাইগার্সের চলে যাওয়ার কথা থাকলেও সুপার ওভার খেলাতে চান ম্যাচ অফিসিয়ালরা।

ম্যাচ অফিসিয়ালদের প্রস্তাবনা অনুযায়ী সুপার ওভারে যারা জয়ী হবেন তারাই খেলবেন কোয়ালিফায়ারে। প্রতিযোগিতার নিয়ম জানিয়ে বলা হয়, ম্যাচ হওয়ার জন্য দুই দলকেই কমপক্ষে ৫ ওভার ব্যাট করতে হয়। সেটি সম্ভব না হলে বা ম্যাচ টাই হলে, সুপার ওভারে ফলাফল নির্ধারণ হবে। তবে এই প্রস্তাব মেনে নেননি বাংলা টাইগার্সের অধিনায়ক সাকিব আল হাসান।

কর্তৃপক্ষের দেয়া এই নিয়ম প্রত্যাখ্যান করে সাকিব বলেন, আমার দলের সঙ্গে অন্যায় করা হচ্ছে। প্রতিযোগিতারই নিয়ম অনুযায়ী, লিগের পয়েন্ট তালিকায় এগিয়ে থাকায় আমাদেরই কোয়ালিফায়ারে যাওয়া উচিত। কারণ ম্যাচ বৃষ্টির জন্য শুরুই করা যায়নি। তাই অসম্পূর্ণ থাকার বা টাই হওয়ার প্রশ্ন উঠছে না।

উল্লেখ্য, ম্যাচ রেফারি যখন সাকিবকে বুঝিয়েও সুপার ওভারে খেলাতে রাজি করতে পারেননি তখন উপায় না দেখে টরেন্টোকে ওয়াক ওভার দিয়ে জয়ী ঘোষণা করেন। এর ফলে প্রতিযোগিতা থেকে ছিটকে যায় সাকিবের বাংলা টাইগার্স।

অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে মেলবোর্ন রেনেগেডসকে ৭৭ রানে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স স্কোয়াড। শুরুতে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান করে বাংলাদেশের এইচপি টিম। পরে ওই রান তাড়া করতে নেমে ১৫ ওভার ২ বলে ৯৩ রানে অলআউট হয়ে যায় মেলবোর্নের দলটি।  

ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনার তেমন ভালো কিছু করতে পারেননি। ১০ বলে ১০ রান করে আউট হন জিশান আলম। ৯ বলে ১৭ রান করে তানজিদ হাসান তামিম। তবে তিন নম্বরে খেলতে নেমে দলের হাল ধরেন পারভেজ হোসেন ইমন। ৭ চার ও ২ ছক্কায় ৪৮ বলে ৬৯ রান করে আউট হন ইমন।

আফিফ হোসেন ধ্রুব ফেরেন শূন্য রানে। অধিনায়ক আকবর আলী করেন ১৮ বলে ২১ রান। শামীম হোসেন অপরাজিত থাকেন ২৫ রানে।

নির্দিষ্ট রানের লক্ষ্যে খেলতে নেমে একদমই সুবিধা করতে পারেনি মেলবোর্ন রেনেগেডস। দলটির পক্ষে ১৫ বলে সর্বোচ্চ ১৯ রান করেন জশ ব্রাউন। ১০ বলে দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান করেন মার্কাস হ্যারিস।

বাংলাদেশের পক্ষে ৩ ওভারে ১২ রান দিয়ে ৩ উইকেট নেন রিপন মণ্ডল। ৩ ওভার ২ বলে ২১ রান দিয়ে ৩ উইকেট পান রাকিবুল ইসলামও। দুটি করে উইকেট নেন আলিস আল ইসলাম ও আবু হায়দার রনি। শেষ পর্যন্ত ৭৭ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে ইমন-আকবররা।

সম্পাদক ও প্রকাশক : মঈনুদ্দিন কাজল
deshermatidaily@gmail.com
০১৬১৫১১২২৬৬, ০১৬৭৩৫৬২৭১৬

দেশের মাটি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।