খেলাধুলা

জন্মদিনের একদিন আগেই সাপে কামড় খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। শনিবার (২৫ ডিসেম্বর) মধ্যরাতে পানভেলের ফার্মহাউসে এই দুর্ঘটনা ঘটে। সাপের কামড়ের পর সঙ্গে সঙ্গেই সালমানকে মুম্বাইয়ের এমজিএম (মহাত্মা গান্ধী মিশন) হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, সাপটি বিষহীন থাকায় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে সালমান খানকে। তিনি আশঙ্কামুক্ত ও সুস্থ আছেন। বর্তমানে নিজের বাড়িতেই বিশ্রামে রয়েছেন এই অভিনেতা। তাকে কতদিন বিশ্রামে থাকতে হবে এই বিষয়ে কিছু জানা যায়নি।

আগামীকাল সোমবার (২৭ ডিসেম্বর) সালমানের ৫৬তম জন্মদিন। বরাবরই পরিবার এবং অনুরাগীদের সঙ্গে নিজের বিশেষ দিন পালন করেন তিনি।

২০২০ সালের জন্মদিনেও পানভেলের খামারবাড়িতে কাছের মানুষদের সঙ্গে কাটিয়েছেন সালমান খান। প্রথম লকডাউনের সময়ও এখানেই আশ্রয় নিয়েছিলেন তিনি।

বর্তমানে ‘টাইগার ৩’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন সালমান। সিনেমাটিতে তার বিপরীতে রয়েছেন ক্যাটরিনা কাইফ। এ অভিনেত্রীর বিয়ের আগে তুরস্ক ও রাশিয়ায় শুটিংয়ে অংশ নিয়েছেন তারা। শিগগিরই আবারও সিনেমাটির শুটিংয়ে যোগ দেবেন সালমান-ক্যাটরিনা।

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার (২৭ ডিসেম্বর) তার মৃত্যু হয়। খবর রয়টার্সের। 

দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী হলেও হাসপাতালে ভর্তির হার কম হওয়ায় নতুন করে বিধিনিষেধ আরোপ না করার বিষয়ে অনড় অবস্থানের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। 

খবরে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের ওই বাসিন্দার বয়স আশির কোটায়। তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন। 

তার মৃত্যু নিয়ে অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ বিস্তারিত তেমন কিছু জানায়নি। শুধু জানানো হয়েছে, প্রবীণদের একটি কেয়ার সেন্টার থেকে ওই ব্যক্তি করোনাভাইরাসে সংক্রমিত হন। পরে সিডনির একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। 

নিউ সাউথ ওয়েলসের মহামারিবিদ ক্রিস্টিন সেলভে সরকারি এক ভিডিও বার্তায় বলেছেন, ‘ওই মৃত্যুর সঙ্গে করোনাভাইরাসের উদ্বেগজনক ধরন অমিক্রন যুক্ত।’

এর আগে বিশ্বের শতাধিক দেশে ছড়িয়েপড়া অমিক্রনে মৃত্যুর খবর জানায় ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্র। 

অস্ট্রেলিয়ায় নতুন প্রাদুর্ভাব ঠেকাতে প্রায় দুই বছর ধরে দফায় দফায় বিধিনিষেধ দেওয়া হয়। অবশেষে কিছু অংশ থেকে বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছিল। এই সময়ে অমিক্রনে মৃত্যুর খবর আসে।

রয়টার্স জানিয়েছে, অস্ট্রেলিয়ার বেশির ভাগ এলাকায় অভ্যন্তরীণ তথা এক রাজ্য থেকে আরেক রাজ্যে যাওয়ার জন্য সীমান্ত খুলে দেওয়া হচ্ছিল। কোয়ারেন্টিনের শর্ত ছাড়াই বিদেশ থেকে অস্ট্রেলিয়ানরা ফিরতে শুরু করেছিলেন। এর মধ্যে দেশজুড়ে অমিক্রনের বিস্তারে অস্ট্রেলিয়ায় মহামারি এই ভাইরাসে শনাক্ত আগের সব রেকর্ড ভেঙেছে।

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী। সোমবার (২৭ নভেম্বর সকালে আরটি-পিসিআর পরীক্ষায় সৌরভের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

বিসিসিআইয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এ তথ্য নিশ্চিত করেছে।

পিটিআই জানিয়েছে, সোমবার রাতেই সৌরভ গাঙ্গুলীকে উডল্যান্ড নার্সিং হোমে নেওয়া হয়েছে। তাকে প্রয়োজনীয় ওষুধপত্র দেওয়া হয়েছে এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

সূত্রে জানা যায়, টানা দুই দফা করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন সৌরভ গাঙ্গুলী। পরে সতর্কতার অংশ হিসেবে তাকে কলকাতার বেসরকারি হাসপাতালটিতে ভর্তি করা হয়। সোমবার সকালে প্রথম পরীক্ষায় সৌরভের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর দ্বিতীয় পরীক্ষায়ও একই ফল আসে। তবে সৌরভ আক্রান্ত হলেও তাঁর স্ত্রী ডোনা ও মেয়ে সানার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। 

এই বছরেরই শুরুর দিকে দুইবার হাসপাতালে ভর্তি করতে হয় সৌরভ গাঙ্গুলিকে। হৃদরোগে আক্রান্ত হওয়ার ফলে জরুরিভাবে তাকে এনজিওপ্লাস্টি করতে হয়। সৌরভের বড় ভাই স্নেহাশিষ গাঙ্গুলিও বছরের শুরুতে করোনা আক্রান্ত হয়েছিলেন।

 
 
 
 
সম্পাদক ও প্রকাশক : মঈনুদ্দিন কাজল
deshermatidaily@gmail.com
০১৬১৫১১২২৬৬, ০১৬৭৩৫৬২৭১৬

দেশের মাটি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।