খেলাধুলা

সালভাদরে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের উরুগুয়ের সঙ্গে পিছিয়ে পড়েও ১-১ গোলে ড্র করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এই ড্রয়ে পয়েন্ট তালিকার পাঁচে নেমে গেল সেলেসাওরা।

বুধবার বাংলাদেশ সময় সকাল ৬টা ৪৫ মিনিটে সালভাদরের ফন্টে নোভা অ্যারেনায় মাঠে মুখোমুখি হয় ব্রাজিল ও উরুগুয়ে।

স্বাগতিক ব্রাজিলের জন্য ম্যাচটি ছিল প্রতিশোধের থাকলেও সেই প্রতিশোধ যেন আর নেওয়া হলো না এবার। গেল কোপা আমেরিকায় টাইব্রেকারে ব্রাজিলকে ৪-২ গোলে হারায় উরুগুয়ে। তবে ড্র করেও যেন একপ্রকার নিজেদের সম্মান রক্ষা করল সেলেসাওরা।

প্রথমার্ধে আক্রমণভাগে ছন্নছাড়া পারফরম্যান্সের পর দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মাথায় গোল হজম করতে হয় ব্রাজিলকে। ভালভার্দের গোলে এগিয়ে যায় উরুগুয়ে। সেখান থেকেই অবশ্য ঘুরে দাড়িয়েছে সেলেসাওরা।

ম্যাচের ৬২ মিনিটে সিলভার গোলে সমতায় ফেরে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। গোল পরিশোধের পর দেখা মেলে ব্রাজিলের চিরায়ত আক্রমণাত্মক ফুটবল। কিন্তু ফরোয়ার্ডদের দুর্বলতায় আরও একবার হতাশ হতে হয়েছে তাদের। ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় সেলেসাওদের।

মোট ১২ ম্যাচে তৃতীয়বার ড্র করা ব্রাজিলের পয়েন্ট ১৮। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে উরুগুয়ে। এদিকে আজ পেরুকে ১-০ গোলে হারানো বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ২৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে।

বসনিয়াকে গোল বন্যায় ভাসালো জার্মানি। ৭-০ গোলে হারিয়ে, গ্রুপ সেরার তকমা নিয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখে জুলিয়ান নাগলসম্যানের দল।

ম্যাচের শুরুতেই, জার্মানিকে এগিয়ে দেন জামাল মুসিয়ালা। জসুয়া কিমিখের ক্রস বক্সে পেয়ে দারুণ হেডে গোলটি করেন তিনি। ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ক্লাইনডিন্সট। আক্রমণের ঢেউ তোলা জার্মানির হয়ে ৩৭ মিনিটে ব্যবধান বাড়ান হাভার্টজ।

বিরতির ঠিক আগে, পাল্টা আক্রমণে ব্যবধান কমানোর সুবর্ণ সুযোগ হাতছাড়া করে বসনিয়া। এরপর ম্যাচের ৫০ ও ৫৭ মিনিটে স্কোর শিটে নাম লেখান ওয়ার্টজ। একচেটিয়া চাপ ধরে রেখে ৬৬ মিনিটে দুর্দান্ত একটি গোল করেন সানে। কোণঠাসা বসনিয়ার জালে শেষ প্যারেক ঠুকেন ক্লাইনডিন্সট।

ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন এই তারকাকে নিয়ে এমন মন্তব্য করেছেন অ্যাটলেটিকো মাদ্রিদ তারকা ও জাতীয় দলে মেসির সতীর্থ রদ্রিগো ডি পল। প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের আগে, দলের সাথে অনুশীলন করেছেন এলএমটেন। মেসির সাথে অনুশীলন উপভোগ্য এবং দারুণ ব্যাপার- বলেও জানান ডি পল।

ডি পল বলেন, সত্যিটা হলো লিওনেল মেসি ক্যারিয়ারের সেরা ফর্মে আছে। আমরা এটা উপভোগ করি, কারণ তাঁর সাথে অনুশীলন করাটা দারুন ব্যাপার। বেশ ভালো লাগে।

এদিকে, দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে সবশেষ বলিভিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পর আরও একবার আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামতে প্রস্তুত লিও। প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের আগে অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন এলএমটেন।

সদ্য শেষ হওয়া মৌসুমে দলগতভাবে শিরোপা জেতার পাশাপাশি ব্যক্তিগতভাবেও দারুণ ছন্দে ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। মার্কিন লিগে ইন্টার মায়ামির জার্সিতে এই মৌসুমে ২৫ ম্যাচে ২৩ গোলের পাশাপাশি ১৩টি অ্যাসিস্ট করেন বিশ্বকাপজয়ী এই তারকা। আর্জেন্টিনার জার্সিতেও সবশেষ ম্যাচে বলিভিয়ার বিপক্ষে রঙিন ছিলো মেসির পারফরমেন্স। তাইতো সতীর্থ ডি পলের মতে সেরা ফর্মে আছেন তিনি।

উল্লেখ্য, ১০ ম্যাচে ৭ জয় ও ১ ড্র’য়ে বিশ্বকাপ বাছাইয়ে লাতিন অঞ্চলের শীর্ষে অবস্থান করছে আলবিসেলেস্তারা। শীর্ষস্থান ধরে রাখতে ১৫ নভেম্বর প্যারাগুয়ের বিপক্ষে ঘরের মাঠে খেলতে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর ২০ নভেম্বর দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে পেরুকে আতিথ্য দেবে স্কালোনির শিষ্যরা। ইন্টার মায়ামির মতো আর্জেন্টিনার জার্সিতেও বছরের শেষটা রাঙাতে প্রস্তুত লিওনেল মেসি।

২২ গজে ভারত-পাকিস্তান দ্বৈরথ আইসিসির স্বস্তির কারণ হলেও এই দু’দলের মাঠের বাইরের দ্বন্দ্ব রীতিমতো গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির কাছে। অনেকটা শ্যাম রাখি না কুল রাখি অবস্থান আইসিসির জন্য। আর সেটি আরও প্রকট হয়েছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। পাকিস্তানে খেলতে যাবে না ভারত, এমন সিদ্ধান্ত স্পষ্ট হওয়ার পর এবার কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি পাকিস্তান ক্রিকেট বোর্ডের।

পাকিস্তানি গণমাধ্যম ডেইলি টাইমস জানিয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনে আইসিসি ব্যর্থ হলে সব ধরণের চুক্তি থেকে বের হয়ে যাওয়ার হুমকি আছে সম্প্রচার ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোর।

ভারতের এমন সিদ্ধন্তের বিপরীতে বিকল্প হাইব্রিড মডেলেও সায় মেলেনি পিসিবির। শেষ পর্যন্ত ভারত যদি তাদের সিদ্ধান্তে স্থির থাকে, তবে ভবিষ্যতে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের বিবেচনাও করছে তারা। আর তাতে সবচেয়ে বেশি বিপদে পড়বে আইসিসি।

এক্ষেত্রে কারণটাও অজানা নয়। ভারত-পাকিস্তান ম্যাচ না হলে বৈশ্বিক ইভেন্টে আগ্রহ হারাবে দর্শক। আর্থিক ক্ষতি বিবেচনায় মুখ ফিরিয়ে নিতে পারে সম্প্রচারকারী ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান। তাতে বড় অঙ্কের রাজস্ব হারাবে আইসিসি। কারণ এই দুই খাত থেকে সংস্থাটির আয় সবচেয়ে বেশি। ২০২৪ থেকে ২০২৭ চক্রে সম্প্রচারস্বত্ব থেকে আয় হবে ৩.২ বিলিয়ন ডলার। আর পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানসহ অন্যান্য খাত থেকে আয় হবে আরও ১ বিলিয়ন ডলার।

বড় এই আয়ের উৎস নি:সন্দেহে ভারত-পাকিস্তান ম্যাচ। এটি নিশ্চিত করতে আইসিসির সব ইভেন্টে এখন একই গ্রুপে রাখা হয় চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশকে যাতে নিশ্চিতভাবে টুর্নামেন্টে তাদের এটি ম্যাচ হয়।

সবশেষ ওয়ানডে বিশ্বকাপে শুধুমাত্র ভারতীয় টিভি চ্যানেলে দু’দলের হাইভোল্টেজ ম্যাচ দেখেছেন প্রায় সাড়ে ১৭ কোটি দর্শক। ডিজিটাল প্ল্যাটফর্মে সেই অঙ্ক ছিলো সাড়ে ২২ কোটি। ২০২১ টি-বিশ্বকাপেও ছিলো একই চিত্র। সেবার ভারতের ১৬৭ মিলিয়ন দর্শক ১৫.৯ বিলিয়ন মিনিট সময় ব্যয় করেছে সুপার ক্লাসিক এই লড়াই দেখতে।

আগামী সাত বছরে ভারতে অনুষ্ঠিত হবে আইসিসির বড় চার ইভেন্ট। যারমধ্যে ২০২৫ সালে নারী ওয়ানডে বিশ্বকাপ, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৯ চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০৩১ ওয়ানডে বিশ্বকাপ। পাকিস্তান সত্যিই যদি তাদের দল ভারতে না পাঠায় তাহলে নি:সন্দেহে জৌলুশ হারাবে এসব আসর। বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়বে আইসিসি।

ক্লাব ফুটবলের বিরতিতে শুরু হয়েছে আন্তর্জাতিক ফুটবলের প্রস্তুতি। এ বিরতিতে দক্ষিণ আমেরিকার দেশগুলোও নামবে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে। শুক্রবার (১৫ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় আর্জেন্টিনাকে আতিথ্য দেবে প্যারাগুয়ে। সব ম্যাচেই ফুটবল জাদুকর লিওনেল মেসির খেলা নিয়ে দর্শকদের মধ্যে থাকে বাড়তি উন্মাদনা। কেননা, কে না চায় তার পায়ের জাদু দেখতে।

তবে এদিন প্যারাগুয়ের মেসি ভক্তদের জন্য বিশেষ নিয়ম করেছে দেশটির ফুটবল ফেডারেশন। ‘মেসি ১০’ লেখা জার্সি কিংবা আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে প্যারাগুইয়ান কোনো সমর্থক স্টেডিয়ামে ঢুকতে পারবে না। নিয়মটির কথা প্যারাগুয়ের ফুটবল ফেডারেশনের লাইসেন্সিং ম্যানেজার ফার্নান্দো ভিলাসবোয়া নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘আমরা এরই মধ্যে স্থানীয় পর্যায়ে সতর্কবার্তা দিয়েছি। প্যারাগুয়ে কিংবা নিরপেক্ষ জার্সি ছাড়া গ্যালারির স্বাগতিক সমর্থকদের অংশে প্রবেশের অনুমতি দেবো না। প্রতিপক্ষের জার্সি পরে যারা আসবেন, তারা থাকতে পারবেন না।’

বিষয়টিকে ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম ‘গোল ডটকম’ বলছে ‘অ্যান্টি–লিওনেল মেসি’ ব্যবস্থা। মেসির সঙ্গে এই নিয়ম সম্পৃক্ত থাকার আভাস অবশ্য ভিলাসবোয়ার পরের কথাটিতেই পাওয়া যায়, ‘যেসব ক্লাবের জার্সিতে প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের নাম থাকবে, সেগুলোকেও আমরা অনুমতি দেবো না।’

প্যারাগুয়ে ফুটবল ফেডারেশনের এই কর্মকর্তা অবশ্য শুধুমাত্র মেসির কারণে এমন ব্যবস্থা নেয়া হয়েছে সেটি অস্বীকার করেছেন। তিনি বলেন, এটা নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের বিরুদ্ধে নয়। ফুটবলারদের ক্যারিয়ারের প্রতি আমাদের সম্মান আছে। এটা শুধু আমাদের ঘরের মাঠে সুবিধা পাওয়ার জন্য জরুরিভাবে নেয়া।

মেসির কারণে গ্যালারিতে তার দলের জার্সি নিষিদ্ধ করার ঘটনা এবারই প্রথম নয়। এর আগে, গত মার্চে ইন্টার মায়ামির বিপক্ষে কনক্যাকাফ চ্যাম্পিয়ন কাপের ম্যাচে গ্যালারির নির্দিষ্ট কিছু অংশে প্রতিপক্ষের জার্সি নিষিদ্ধ করেছিল ন্যাশভিলে।

হাসান মাহমুদের বিশ্রাম আর পেসার তানজিম হাসান সাকিবের ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হঠাৎ করেই সুযোগ পান নাহিদ রানা। নির্বাচকরা জনান চ্যাম্পিয়নস ট্রফির আগে সাদা বলে রানা কেমন করেন দেখে নেবার সুযোগটা হাতছাড়া করতে চাননি তারা।

তবে ভিসা জটিলতায় দলে সাথে শুরুতে সংযুক্ত আরব আমিরাত পাড়ি দিতে পারেননি নাহিদ। মিস করেছেন প্রথম ওয়ানডে। তবে শেষ ম্যাচে তাসকিনকে বিশ্রাম দিয়ে ঠিকই রানাকে প্রমাণ করার একটা সুযোগ দিয়েছে টিম ম্যানেজেমেন্ট। আর সেই সুযোগটাকে দারুণ কাজে লাগিয়েছে রানা। এক ম্যাচেই টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে টাইগার ভক্ত এমনকি বিদেশি এক্সপার্টদেরও মন জয় করেছেন চাঁপাইনবাবগঞ্জের এই স্টিড স্টার।

ম্যাচের দ্বিতীয় ওভারেই রানার হাতে বল তুলে দেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। শুরু থেকেই দারুণ গতিতে বল করেন রানা। তার তৃতীয় ডেলিভারির স্পিড ছিল ১৪৮ দশমিক ৭ কিলোমিটার। শারজাহর স্লো উইকেটেও গড়ে ঘণ্টায় ১৪৫ কিলোমিটারের ওপরে বোলিং করেছেন ২২ বছর বয়সী এই তরুণ।

ম্যাচের অষ্টম ওভারে করা দ্বিতীয় বলটি ছিল সবচেয়ে গতিময়। ১৫০ দশমিক ৯ কিলোমিটার গতিতে ছিল সেই ডেলিভারিটি। যা বাংলাদেশের কোনো ক্রিকেটারের করা দ্রুততম বল। ওই ওভারের চতুর্থ বলেই সেদিকুল্লাহকে বোল্ড করে ১ম ওয়ানডে উইকেটের স্বাদ পান রানা। বলটা ছিল ১৪৮ দশমিক ৯ কিলোমিটার গতির। তবে পেসের সাথে ছিল নিখুত ইনসুইংও। ৫ ওভার ১৩ রান ১ উইকেট। এটাই ছিল নাহিদ রানার প্রথম স্পেল। কম রান দেয়ার পাশাপাশি উইকেট নিয়েছেন। তবে সবচেয়ে বড় বিষয় গতিতে সবসময় কাবু করে রেখেছেন আফগান ব্যাটারদের।

নাহিদের ৫ ওভার দেখেই মুগ্ধ হয়েছেন ক্যারিবিয়ান সাবেক পেসার ও জনপ্রিয় ধারাভাস্যকার ইয়ান বিশপ। সামাজিক যোগাযোগ মাধ্যমে রানাকে ফিট রাখতে বিসিবিকে উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। বিশপ লেখেন, ‘বাংলাদেশকে এখন থেকেই সাবধানী হতে হবে, উদ্যোগ নিতে হবে। তাদের যে সামর্থ্য আছে, তার মধ্য থেকে সেরা স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ নিয়োগ দিতে হবে নাহিদ রানা ও তাদের পেস বোলিং গ্রুপের জন্য। রানার গতি খুবই প্রশংসনীয়।

পরের ৫ ওভারেও সফল ছিলেন রানা। গুলবাদিন নাইবের উইকেটেও পেয়েছেন তিনি। ১০ ওভার শেষে ৪০ রান ও এক মেডেনে শিকার করেন দুই উইকেট। সিরিজ হারের দুঃখের দিন নাহিদ রানাই হয়ত দলের জন্য বড় প্রাপ্তি।

চার ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সফরকারী ভারতকে ৩ উইকেটে হারিয়ে সিরিজে সমতা এনেছে দক্ষিণ আফ্রিকা। রোববার (১০ নভেম্বর) পোর্ট এলিজাবেথে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১২৪ রানের মামুলি পুঁজি তোলে ভারত। জবাবে সাত উইকেট হারিয়ে এক ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় প্রোটিয়ারা।

নির্দিষ্ট রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই খেই হারায় স্বাগতিকরা। দলীয় ৪৪ রানেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় প্রোটিয়ারা। তবে ত্রিস্টান স্টাবসের অপরাজিত ৪৭ রানে ভর করে অল্প টার্গেটে সহজেই নোঙর করে তারা।

দুই ওপেনার রিকেল্টন ও হেনড্রিকসের ব্যাট থেকে আসে যথাক্রমে ২৪ ও ১৩ রান। জেরাল্ড কোয়েটজি অপরাজিত থাকেন ১৯ রানে। ভারতের পক্ষে ১৭ রানের খরচায় ৫ উইকেট তুলে নেন বরুন চক্রবর্তী।

এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে স্বাগতিক বোলারদের তোপে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইনআপ। দলীয় ১৫ রানে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় তারা। শেষ পর্যন্ত হার্দিক পান্ডিয়ার অপরাজিত ৩৯ রানের সাথে আক্সার প্যাটেলের ২৭ ও তিলক ভার্মার ২০ রানের বদৌলতে ১২৪ রানে থামে সফরকারীরা। বাকি ব্যাটারদের সবাই বিদায় নেয় এক অঙ্কের রানে।

প্রোটিয়াদের পক্ষে পাঁচ বোলার তুলে নেন একটি করে উইকেট।

এ জয়ে জয়ে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফিরল এইডেন মার্করামের দল। আগামী বুধবার সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দু’দল।

নেপালে ২০২৪ সাফ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য দেড় কোটি টাকা অর্থ পুরস্কার দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শনিবার (৯ নভেম্বর) বাফুফের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

সভা শেষে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশের নারী ফুটবল দল গত ৩০ অক্টোবর কাঠমন্ডুতে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জেতে। এর তাদেরকে এক কোটি টাকা পুরস্কার দেয় ‍যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিও বিশ লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দেয়।

সাফজয়ী দলকে রাষ্ট্রীয় অতিথি ভবনে সংবর্ধনা দেন প্রধান উপদেষ্টা অধ্যাক ড. মুহাম্মদ ইউনূস। সেসব তিনি ফুটবলারদের নানা অসুবিধার কথা শোনেন এবং সেসব সমস্যা সমাধানের আশ্বাস দেন। এবার ফুটবলের অভিভাবক সংস্থা বাফুফে সাফজয়ী দলকে দেড় কোটি টাকা ‍পুরস্কার ঘোষণা করলো।

১৯৯৬ সালে ভারত-শ্রীলঙ্কার সাথে যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করেছিল পাকিস্তান। আসরের ফাইনালও গড়িয়েছিল লাহোরের বিখ্যাত গাদ্দাফি স্টেডিয়ামে। এরপর কেটে গেছে প্রায় তিন দশক। আইসিসির একাধিক বৈশ্বিক টুর্নামেন্ট চালু হয়েছে। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপ। উপমহাদেশের অন্য তিন দেশ বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা সবাই আয়োজন করেছে এই টুর্নামেন্টগুলো। ব্যাতিক্রম পাকিস্তান। ২০০৯ সালে লাহোরে লঙ্কান ক্রিকেটারদের ওপর হামলার পর থেকে দেশটিতে নির্বাসিত ছিল আন্তর্জাতিক ক্রিকেট। ২০১১ বিশ্বকাপ আয়োজনের থাকলেও সহ-আয়োজকের তালিকা থেকে বাদ পড়ে যায় তারা।

সবশেষ এশিয়া কাপ আয়োজনের ক্ষেত্রেও বাধে বিপত্তি। প্রতিবেশী ভারত সেখানে খেলতে যেতে না চাইলে হাইব্রিড মডেলে শুরু হয় টুর্নামেন্টটি। কিছু খেলা হয় শ্রীলঙ্কাতে। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিড় আয়োজকও পাকিস্তান। এবারও নিরাপত্তার অজুহাতে পাকিস্তানে খেলতে যেতে চায় না ভারত। তাই আলোচনায় আবারও হাইব্রিড মডেল। তবে এই সিস্টেমে প্রস্তুত নয় পাকিস্তান- এমনটাই জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।

রাজনৈতিক বৈরিতার কারণে গত ১৬ বছর ধরে পাকিস্তান সফর করেনি ভারতীয় ক্রিকেট দল। শুধু তা-ই নয়, ২০১৩ সালের পর থেকে নিজেদের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এই সময়ে লড়াই হয়েছে কেবল আইসিসি টুর্নামেন্ট কিংবা এশিয়া কাপে।

শুক্রবার (৮ নভেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের সংস্কার কাজ পরিদর্শনকালে পিসিবি চেয়ারম্যান বলেন, গত দুই মাস ধরে ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে যে, পাকিস্তান সফর করবে না ভারত। এনিয়ে আমি আমার দলের সঙ্গে আলোচনা করেছি এবং আমাদের অবস্থান পরিষ্কার। তাদের (ভারত) কোনো আপত্তি থাকলে সেটা লিখিত আকারে দিতে হবে। এখন পর্যন্ত হাইব্রিড মডেল নিয়ে কোনো আলোচনা  হয়নি এবং আমরা সেটি মানতে প্রস্তুত নই। ভারতীয় সংবাদমাধ্যম এটি নিয়ে খবর প্রকাশ করছে। তবে আনুষ্ঠানিকভাবে পিসিবির কাছে কোনো বার্তা পৌঁছায়নি।

নাকভি মনে করেন, অতীতে ভারতের প্রতি ‘দারুণ উদারতা’ দেখিয়েছে পাকিস্তান। ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তান না গেলেও পাকিস্তান ঠিকই ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে গিয়েছে। তাই খেলাধুলায় রাজনীতিকে না জড়ানোর আহ্বান জানান তিনি।

পিসিবি চেয়ারম্যান বলেন, যদি ভারতের কাছ থেকে চিঠি পাই, তাহলে সেটা নিয়ে সরকারের কাছে যেতে হবে আমাকে এবং তাদের সিদ্ধান্ত মানতে হবে। পাকিস্তান অতীতে অসাধারণ উদারতা দেখিয়েছে ভারতকে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, তারা যেন বরাবরের মতো আমাদের কাছ থেকে বন্ধুত্বপূর্ণ আচরণের প্রত্যাশা না করে।

তিনি আরও বলেন, যদি তারা আসতে অস্বীকৃতি জানায়, তাহলে ভবিষ্যতে কোনো টুর্নামেন্ট খেলতে পাকিস্তান ভারতে যাবে কি না, সে বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। পিসিবি কোনো সিদ্ধান্ত নেবে না। ক্রিকেটকে রাজনীতিমুক্ত রাখা উচিত। কোনো খেলাকেই রাজনীতির সঙ্গে মেশানো উচিত নয়। কোনো দেশের সঙ্গে যদি সম্পর্ক ভালো না থাকে, তাহলে সেটা ভিন্ন বিষয়। কিন্তু খেলাধুলায় রাজনীতিকে জড়ানো উচিত।

এদিকে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস ট্রফি। আট দলের এই টুর্নামেন্টে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবেই মাঠে নামবে স্বাগতিক পাকিস্তান।

উল্লেখ্য, ২০১৭ সালে সবশেষ অনুষ্ঠিত হয়েছিল আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। সেবার ফাইনালে ভারতকে ১৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছিল পাকিস্তান।

ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির সাথে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এগিয়ে থেকেও শেষ পর্যন্ত লিড ধরে রাখতে পারেনি রেড ডেভিলসরা।

ওল্ড ট্রাফোর্ডে প্রথমার্ধের লড়াইয়ে খুব একটা নজর কাড়তে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। বিক্ষিপ্তভাবে, দুই-একবার আক্রমণে উঠলেও গোলের দেখা পাচ্ছিল না কেউ।

বিবর্ণ শুরুর পর দ্বিতীয়ার্ধে লড়াইয়ের ইঙ্গিত দেয়া দুই দল। ৭০ মিনিটে সফল স্পটকিক থেকে ম্যানইউ’কে এগিয়ে নেন অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। তবে এই আনন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিকরা।

ঠিক ৪ মিনিট পর, কর্নার হেডে ঠিকমতো বল ক্লিয়ার করতে পারেননি কাসেমিরো। বক্সের বাইরে থেকে নীচু ভলিতে বল জালে পাঠান কাইসেদো। শেষ দিকে আক্রমণ বাড়ালেও গোলের দেখা পায়নি ম্যানচেস্টার ইউনাইটেড।

শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে দুই দলকে। এই ড্রয়ে ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে ম্যানইউ। আর সমান সংখ্যক ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে চারে উঠে এসেছে চেলসি।

সম্পাদক ও প্রকাশক : মঈনুদ্দিন কাজল
deshermatidaily@gmail.com
০১৬১৫১১২২৬৬, ০১৬৭৩৫৬২৭১৬

দেশের মাটি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।