শতকোটি ডলারের পুরস্কার; মূল বিশ্বকাপের দ্বিগুন প্রাইজমানি ক্লাব বিশ্বকাপে

২০২৩ সাল পর্যন্ত প্রতিবছর ফিফা ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে প্রতিটি মহাদেশ বা কনফেডারেশনের চ্যাম্পিয়ন দলের সঙ্গে আয়োজক দেশের একটি দল নিয়ে। এবারই প্রথম ছয় মহাদেশ থেকে খেলবে ৩২ দল। বড় পরিসরে অনুষ্ঠিত এবারের ক্লাব বিশ্বকাপের প্রাইজমানি হবে ১০০ কোটি ডলার। যা সবশেষ কাতার বিশ্বকাপের প্রাইজমানির দ্বিগুনেরও বেশি। সেবার ৪৪ কোটি ডলার প্রাইজমানি দিয়েছিল ফিফা।
বৃহস্পতিবার (৬ মার্চ) এক আনুষ্ঠানিক বিবৃতিতে আসন্ন ক্লাব বিশ্বকাপের প্রাইজমানির ঘোষণা দেয় ফিফা। নতুন মডেলের এই আসরে অংশ নেবে সারা বিশ্বের ৩২টি ক্লাব। আগামী ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসর থেকে আয় হবে ২০০ কোটি ডলার।
ফিফা জানিয়েছে, আয়কৃত অর্থের পুরোটাই ভাগ করে দেয়া হবে ক্লাবগুলো মধ্যে। দেয়া হবে পারফরমেন্স ফি। পাশাপাশি ২০২৮ সাল থেকে নারী ক্লাব বিশ্বকাপ আয়োজন করবে ফিফা।
উল্লেখ্য, আগামী ১৪ জুন আসরের উদ্বোধনী ম্যাচে মায়ামির হার্ডরক স্টেডিয়ামে ইন্টার মায়ামি মুখোমুখি হবে মিসরের আল আহলির।
রিয়ালকে থামাতে পারবে অ্যাটলেটিকো?

প্রিমিয়ার লিগ: চেলসির জয়ের রাতে ম্যান ইউনাইটেড-আর্সেনালের ড্র

পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি

পূর্বের আসরগুলোর যেসব রেকর্ড ভেঙেছে এবারের চ্যাম্পিয়নস ট্রফি
