রমজানে সাধারণ মানুষের মধ্যে যুক্তরাষ্ট্রপ্রবাসী মিনা ইসলামের কাপড় বিতরণ

জ্যেষ্ঠ প্রতিবেদক: সূদূর যুক্তরাষ্ট্রে থাকলেও দেশের মানুষের প্রতি বরাবরই হৃদয় থেকে টান অনুভব করেন মিনা ইসলাম। সারাবছর ধরে তিনি এলাকার দরিদ্র মানুষের পাশাপাশি সাধারণ জনগণকে সাহায্য-সহায়তা করেন তিনি। ত্যাগ ও সিয়াম সাধনার মাস রমজানে তিনি বেশি পরিমাণে সাহায্য করেন সাধারণ মানুষকে। এবারো তার ব্যতিক্রম হয়নি।
সোমবার (২৪ মার্চ) নিউইয়র্কপ্রবাসী নজরুল ইসলাম এবং মিনা ইসলাম দম্পতি কিশোরগঞ্জের ভৈরবপুর উত্তরপাড়ায় সাধারণ মানুষের মধ্যে কাপড় বিতরণ করেছেন। এর আগে কয়েক দফায় দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও ইফতার সামগ্রী বিতরণ করেন তারা। বাদ আছর স্থানীয় মিনা ইসলাম কমিউনিটি সেন্টারে এই মানবতার কর্মসূচী পালন করা হয়।
তাদের এই সমাজহিতৈষী কর্মকান্ড এলাকায় আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তাদের এই জনকল্যাণমূলক কাজের জন্য প্রশংসার জোয়ারে ভাসাচ্ছেন। পাশাপাশি অনেকেই বলছেন, মিনা ইসলাম ও নজরুল ইসলামের মতো দরিদ্রবান্ধব মানুষ পাওয়া খুবই দুস্কর।
এ সময় দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে দেশ-জাতির কল্যাণ কামনার পাশাপাশি মুরুব্বিদের মাগফেরাত কামনা করা হয়।
জামালপুরে ট্রাক-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

বাগেরহাটে বিষ-নিষিদ্ধ নেট জাল দিয়ে মাছ ধরার অভিযোগ

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে বাউফলের ইউএনও’কে অপসারণ
