বাগেরহাটে ৩ বিএনপি নেতাকে অবাঞ্চিত ঘোষণা
বাগেরহাট (মোড়েলগঞ্জ) প্রতিনিধি: আজ বিকাল ৫ টায় (১৯ অক্টোবর) মোড়লগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করে বিএনপি'র ৩ নেতাকে অবঞ্চিত ঘোষণা করে। তাঁতি দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক কাজী মনিরুজ্জামান মনির ও বাগেরহাট জেলা বিএনপি'র সদস্য ফারজানা জাহান নিপা এবং জেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক লিটু শরীফ কে অবঞ্চিত ঘোষণা করে সংবাদ সম্মেলন করে বক্তব্য রাখেন মোড়েলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক শহীদুল হক বাবুল। বক্তব্যে তিনি বলেন, এই অবাঞ্চিত তিন নেতা ইউটিউব ও ফেসবুকে বিভিন্ন ধরনের দলের কথা বললেও মোড়লগঞ্জ শরণখোলার রাজপথে এদের কোন ভূমিকা নেই। ছিল না। এরা নেতাকর্মীর সাথে কখনো যোগাযোগ ও খোঁজ খবর রাখেননি।
এ সময় তিনি আরো বলেন কাজী খাইরুজ্জামান শিপন মোড়লগঞ্জ শরণখোলার সকল শ্রেণীর মানুষের সাথে একত্রিত হয়ে নেতাকর্মীর সাথে নিয়ে কেন্দ্রের ঘোষিত সকল কর্মসূচি পালন করেছেন এবং হামলা মামলা শিকার হওয়া নেতা কর্মীদের পাশে ছিলেন। তার (শিপন) জনপ্রিয়তা দেখে এই তিন অনলাইন নেতা মাথা খারাপ হয়েছে।
বাবুল আরো বলেন, আপনাদের যদি রাজনীতি করতে ইচ্ছে হয় তাহলে আপনারা মাঠ পর্যায়ে এসে নেতাকর্মীদের সাথে নিয়ে রাজনীতি করেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সদস্য সচিব সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জব্বার মোল্লা, সাবেক ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি বিএনপি নেতা গিয়াস উদ্দিন তালুকদার, পৌর বিএনপির আহবায়ক শিকদার ফরিদুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায় ফারুক হোসেন সামাদ, উপজেলা যুগ্ন আহবায়ক মতিউর রহমান বাচ্চু, উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক ফকির রাসেল আল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম শফিক, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মিলন, কৃষক দলের উপজেলা সভাপতি জয়নাল আবেদীন, কৃষক দলের উপজেলা সাধারণ সম্পাদক সাদিক শিকদার,
আরো উপস্থিত ছিলো শ্রমিক দলের উপজেলা সভাপতি মজনু মোল্লা, পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ খান চুন্নু, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মশিউর রহমান জুয়েল, মহিলা দলের উপজেলা সাধারণ সম্পাদক নাসরিন, পৌর মহিলা দলের সভাপতি মাহমুদা খানম।