ইসরায়েলি হামলায় প্রাণ হারালো রোনালদোর মতো হতে চাওয়া ফিলিস্তিনি কিশোর
স্বপ্ন ছিল একদিন পর্তুগিজ সুপারস্টার রোনালদোর মতো খেলোয়াড় হবার। তবে স্বপ্ন আর পূরণ হলো না ১৪ বছর বয়সী নাজি আল-বাবা’র। বন্ধুদের সাথে হেব্রনের কাছে জঙ্গলে খেলছিলো নাজি। হঠাৎ-ই ইসরায়েলি হামলায় সব শেষ। আইডিএফ সেনাদের গুলিতে গুলিবিদ্দ হয়ে প্রায় হারায় ফিলিস্তিনি এই কিশোর। রোববার (৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ইংরেজি ভাষায় নাজি নামের অর্থ ‘মৃত্যুঞ্জয়ী’। তবে নামের অর্থের সাথে, বাস্তবের কাছে হার মানলো এই কিশোর। অধিকৃত গাজার পশ্চিম তীরে জন্মগ্রহণ করেছিলো নাজি।
৪ বছর থেকেই বেশ লম্বা শারীরিক গঠনের কারণেহেব্রনের ঠিক উত্তরে হালহুলের স্পোর্টস ক্লাবে সুযোগ পায় সে। ফুটবল খেলায় বেশ পারদর্শী ছিল নাজি। এমনকি ক্লাবটির কর্মকর্তাদের আশা ছিলো ফিলিস্তিনের জাতীয় ডোলের হয়ে একদিন অভিষেক হবে তার।
ছোটবেলা থেকে নাজি সর্বদা হাস্যোজ্জ্বল ছিল এবং তার পরিবার ও আশেপাশের সকলের প্রতি তার উদারতা ও মলিন ব্যাবহার সবাইকে মুগ্ধ করতো। তবে, এখন সবই অতীত!