ফেব্রুয়ারি-মার্চে মিলবে আইএমএফের ঋণের ১ দশমিক ১ বিলিয়ন ডলার: অর্থ উপদেষ্টা
আগামী ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে আন্তজার্তিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের চতুর্থ কিস্তির ১ দশমিক ১ বিলিয়ন ডলার পাওয়া যাবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে আইএমএফ’র প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।
অর্থ উপদেষ্টা বলেন, চলতি অর্থবছরে আইএমএফ, বিশ্বব্যাংকসহ উন্নয়ন সহযোগীদের কাছে আরও ৬ বিলিয়ন ডলার সহায়তা পাওয়ার আশা করছি। আর্থিক ও রাজস্ব খাতের সংস্কারের জন্যই এই বাড়তি সহায়তা চাওয়া হবে। দেশের কল্যাণেই এমন সিদ্ধান্ত নেয়া হচ্ছে।
তিনি আরও বলেন, রাজস্ব আদায়, মূল্যস্ফীতি, খেলাপি ঋণ, সামষ্টিক অর্থনীতি ও আর্থিক খাতের স্থিতিশীলতা নিয়ে আইএমএফ’র প্রতিনিধি দলটির সাথে আলোচনা হয় হয়েছে। বৈঠকে এসব বিষয়ের অগ্রগতি তাদের কাছে তুলে ধরা হয়েছে।
প্রসঙ্গত, আন্তর্জাতিক মুদ্রা তাহবিলের সাথে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের একটি ঋণ চুক্তি চলমান রয়েছে। এরইমধ্যে সেই ঋণের ৩ কিস্তি ছাড় করেছে সংস্থাটি।