রমজান উপলক্ষে খাদ্য ও ইফতারসামগ্রী বিতরণ করেছে নজরুল ও মিনা ইসলাম দম্পতি

জ্যেষ্ঠ প্রতিবেদক: সিয়াম সাধনা বা রোজা পালন সমাজে সাহায্য-সহযোগিতা, সমবেদনা তথা সহমর্মিতা প্রদর্শনের অন্যতম মাধ্যম। সমাজজীবনে রোজাদার ধনী-গরিব ব্যক্তি মিলেমিশে ইবাদত করে একত্রে সমাজবদ্ধ হয়ে শান্তিপূর্ণ সহাবস্থান করেন। এমন ব্রত নিয়ে নিউইয়র্ক প্রবাসী দম্পতি কিশোরগঞ্জের ভৈরবপুর উত্তরপাড়ায় দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও ইফতার সামগ্রী বিতরণ করেছেন।
দীর্ঘদিন ধরে নিউইয়র্ক প্রবাসী নজরুল ইসলাম এবং মিনা ইসলাম দম্পতি। তবে বরাবরই তারা আর্ত মানবতার সেবায় এগিয়ে আসেন। অতীতের ধারাবাহিকতায় এবারো রমজান উপলক্ষ্যে এলাকার দরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা ও ইফতার সামগ্রী বিতরণ করেছেন তারা।
আজ সোমবার (১০ মার্চ) বাদ আছর স্থানীয় মিনা ইসলাম কমিউনিটি সেন্টারে এই মানবতার কর্মসূচী পালন করা হয়।
এ সময় দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে দেশ-জাতির কল্যাণ কামনার পাশাপাশি মুরুব্বিদের মাগফেরাত কামনা করা হয়।
সাহায্যপ্রাপ্ত এলাকাবাসীরা নজরুল ইসলাম এবং মিনা ইসলাম দম্পতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন।
রানিং স্টাফদের সঙ্গে যেকোনো সময় আলোচনায় বসতে প্রস্তুত সরকার: রেল উপদেষ্টা

জুলাই হত্যা মামলা: রাজনৈতিক-ব্যক্তিগত দ্বন্দ্বে ফাঁসছেন অনেকেই

উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন
