দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
বাংলাদেশের উপর মৌসুমী বায়ু সক্রিয় থাকায় শুক্রবার ঢাকাসহ ৫ বিভাগের কয়েকটি এলাকায় অতি ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময় পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার আবহাওয়া অফিসের ভারি বর্ষণের সতর্কবাণীতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, সিলেট, ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও আগামীকাল (শুক্রবার) সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।
এ সময় ভারি বর্ষণজনিত কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার ও বান্দরবন জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।
অপর এক বার্তায় আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার রাতে খুলনা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলেরও ওপর দিয়ে ঝড়ের আশঙ্কা করা হচ্ছে।