মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয় ২০০১ সালে। ঢাকার গুলশানে বেসরকারি বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ক্যাম্পাস। এ ছাড়া স্থায়ী ক্যাম্পাস আছে আশুলিয়া মডেল টাউনে। মোট আটটি বিভাগের অধীনে স্নাতক পর্যায়ে আট বিষয়ে ও স্নাতকোত্তর পর্যায়ে দুটি বিষয়ে পড়ার সুযোগ আছে এখানে।
২০০৩ সালে এই শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হয় ইংরেজি বিভাগ। এখন পর্যন্ত সাত শতাধিক স্নাতক বের হয়েছেন এই বিভাগ থেকে। তাঁদের অনেকেই সরকারি-বেসরকারি পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন।