কালো টাকা সাদা করার সুযোগ নিয়ে আলোচনা করা হবে: অর্থ উপদেষ্টা
চলতি বাজেটে দেয়া কালো টাকা সাদা করার সুযোগ থাকবে কিনা তা আলোচনা করে ঠিক করা হবে। এ কথা জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। তবে কালো টাকা যেন আর তৈরি না হয়, সরকার তা নিশ্চিত করবে বলে জানিয়েছেন তিনি।
রোববার (২৫ আগস্ট) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এ কথা জানান তিনি।
এর আগে, উন্নয়ন সহযোগীদের সঙ্গে বৈঠকে সাধারণত মানুষের টেকসই উন্নয়ন হয় এমন প্রকল্পে বিনিয়োগের আহ্বান জানানো হয়। এ সময় সমতা ভিত্তিক প্রকল্পে বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেন ড. সালেহউদ্দিন আহমেদ। এ সময় চলমান বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারকে আগাম প্রস্তুতির পরামর্শ দেন উন্নয়ন সহযোগীরা। আমন চাষে করণীয়ও তুলে ধরেন তারা।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, এখন থেকে ঢালাওভাবে নয় বরং যাচাই-বাছাই করে ঋণ নেয়া হবে। সরকারি বিভিন্ন দফতরে চলমান আন্দোলন প্রসঙ্গে বলেন, এতদিন বৈষম্য থাকলেও কথা বলার সুযোগ ছিলো না। সরকার তাদের কথা বলার সুযোগ দিচ্ছে। ধীরে ধীরে সব বৈষম্য দুর হবে। কালো টাকা যেন তৈরি না হয় তা সরকার নিশ্চিত করবে বলেও জানান তিনি।