মানুষকে কষ্ট দিয়ে রাজস্ব আদায় করা যাবে না: অর্থ উপদেষ্টা
সরকারের অর্থ প্রয়োজন। এজন্য বেশি করে রাজস্ব আদায় করতে হবে। তবে তা মানুষকে কষ্ট দিয়ে নয়। রাজস্ব কর্মকর্তাদের এমন নির্দেশনা দিয়েছেন অর্থ বিষয়ক উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে আয়কর বিষয়ক আলোচনা সভায় তিনি এমন নির্দেশনা দেন।
অপচয় বন্ধ করতে হবে উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, কর আদায়ে ভয়ের সংস্কৃতি দূর করতে হবে। জনগণের ওপর কর চাপিয়ে দেয়া যাবে না। বিদেশি ঋণ কমিয়ে অভ্যন্তরীণ আয় বাড়ানোর দিকে জোর দেয়ার সময় এসেছে। কাজের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা বন্ধ করার নির্দেশ দেন ড. সালেহ উদ্দিন আহমেদ।
তিনি আরও বলেন, দ্রুত সেবা নিশ্চিত করতে হবে। কর ফাঁকি বন্ধ করা প্রয়োজন। স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার আহ্বান জানান অর্থ উপদেষ্টা। মানুষ যাতে সদিচ্ছায় কর দেয়, সেই পরিবেশ নিশ্চিতের আহ্বানও জানান।