বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাল বিশ্বব্যাংক
চলতি অর্থবছরে বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ৪ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। এর মধ্য দিয়ে বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাল বিশ্বব্যাংক। নতুন ঘোষণার এই হার সংস্থাটির আগের পূর্বাভাসের তুলনায় উল্লেখযোগ্য কম।
বিশ্বব্যাংক এর আগের পূর্বাভাসে চলতি অর্থ বছর ৫ দশমিক ৭ ভাগ প্রবৃদ্ধির পূর্বাভাস জানিয়েছিল। সেইসঙ্গে সংস্থাটি বলছে, ২০২৩-২৪ অর্থবছরে দেশের চূড়ান্ত অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৫ দশমিক ২ ভাগ।
চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তায় প্রবৃদ্ধি কমবে বলে মন্তব্য সংস্থাটির। তবে দীর্ঘমেয়াদে অর্থনৈতিক পুনরুদ্ধারের সম্ভাবনা নিয়ে আশাবাদী বিশ্বব্যাংক।
আর্থিক খাত সংস্কার, উন্নত ব্যবসায়িক পরিবেশ, আরও বেশি দেশীয় সম্পদের ব্যবহার এবং বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে অর্থনীতির গতি পুনরুদ্ধার সম্ভব হবে বলে মনে করছে সংস্থাটি।