মঙ্গলবার উদ্বোধন অনুষ্ঠানে এ ব্যাংক যেন খালি পড়ে না থাকে, সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে সঙ্গে নিয়ে চক্ষু ব্যাংক উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী।
এদিন বিএসএমএমইউতে জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস ও মরনোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে এক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দৃষ্টিহীনদের দৃষ্টি ফিরিয়ে দেওয়ার লক্ষ্যেই চক্ষু ব্যাংক স্থাপন করা হয়েছে। কিন্তু বাংলাদেশে কর্নিয়া সংগ্রহ ও স্থাপনের বিষয়ে এখনও তেমন অগ্রগতি হয়নি। এ বিষয়ে আরও সক্রিয় হতে হবে।