চালকল মালিক সমিতির সভাপতি গ্রেফতার
বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও রশিদ এগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেডের মালিক আব্দুর রশিদকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।
রাজশাহীর ইনাম ফিড মিলের মালিক আতিকুর রহমানের দায়ের করা এক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়। রশিদের বিরুদ্ধে ১ কোটি ৩৩ লাখ ৬৪ হাজার ৮৬৭ টাকার একটি আর্থিক প্রতারণার মামলা করেছিলেন আতিকুর রহমান। মামলাটির নং : ৬৪৩সি / ২০২৩।
মামলার বিবরণে বাদী উল্লেখ করেন, মৎস্য খাদ্যের কাঁচামাল ডি ওয়েল রাইস ব্রান (ডিওআরপি) কেনার জন্য রসিদ অটোমেটিক রাইস মিল লি. এর বাংলাদেশ ইসলামী ব্যাংকের একাউন্টে অগ্রিম ১ কোটি ৩৩ লক্ষ ৬৪ হাজার ৮৬৮ প্রদান করলেও মৎস্যখাদ্যের কাঁচামাল পাননি তিনি। অপরদিকে সেই অর্থও ফেরত না পাওয়ায় চলতি বছরের ২৫শে মার্চ মামলা করেন তিনি।
উল্লেখ্য, ওয়ারেন্ট জারি হলে বিবাদী আব্দুর রশিদ আদালতে হাজির না হওয়া এবং জামিন না নেয়ায় তাকে গ্রেফতার পুলিশ। গ্রেফতারের সত্যতা স্বীকার করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।