মহারাষ্ট্রে মোদি ম্যাজিক, বিধানসভায় গত ৫০ বছরে সবচেয়ে বড় জয় এনডিএ’র
মহারাষ্ট্রের নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে আগের সব নির্বাচনের রেকর্ড ভেঙেছে বিজেপি। বিগত পাঁচ দশকের মধ্যে এটিই কোনো জোটের সবচেয়ে বড় বিজয়, এমন দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (২৪ নভেম্বর) ভোটের ফল ঘোষণার পর রাজধানী দিল্লিতে দেয়া বিজয়ী ভাষণে এমন মন্তব্য করেন তিনি।
মোদি বলেন, মহারাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক দলে পরিণত হয়েছে বিজেপি। এসময় কংগ্রেসের সমালোচনা করে ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, মহারাষ্ট্রে হারের মধ্য দিয়ে ইনডিয়া জোটের দু’মুখো চেহারা উন্মোচিত হয়েছে।
তিনি দাবি করেন, ভারতের রাজনীতিতে ‘পরজীবি’ পার্টিতে রূপান্তরিত হয়েছে রাহুল গান্ধির কংগ্রেস। যাদের নিজেদের বলে সরকার গঠন করা অসম্ভব।
এক টুইটে মোদি লেখেন, উন্নয়ন জয়ী হয়েছে। সুশাসন জয়ী হয়েছে। একসঙ্গে আমরা আরও উঁচুতে উঠব। এই জয়ের জন্য মহারাষ্ট্রের বাসিন্দা আমার ভাই ও বোনেদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। বিশেষ করে এনডিএ-এর এই ঐতিহাসিক ফলাফলের জন্য রাজ্যের যুব সম্প্রদায় ও মহিলাদের অভিনন্দন। আমাদের জোটের প্রতি তাঁদের এই স্নেহ ও উষ্ণতা অতুলনীয়। আমি মানুষকে আশ্বস্ত করতে চাই যে আমাদের জোট মহারাষ্ট্রের উন্নয়নের জন্য আরও কাজ করবে। জয় মহারাষ্ট্র।
মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে এনডিএ জোট ২৮৮টি আসনের মধ্যে ২৩৬টিতে জয় পেয়েছে। অপরদিকে, বিরোধী দলীয় জোট এমভিএ পেয়েছে মাত্র ৪৮টি আসন। বাকি চারটি আসনে জয় পেয়েছে অন্যান্য দলগুলো।
উল্লেখ্য, ভারতের বিধানসভা নির্বাচনে অন্ধ্র প্রদেশ, সিক্কিম, হরিয়ানা ও মহারাষ্ট্রের নির্বাচনে জয় পেয়েছে বিজেপি ও তাদের নেতৃত্বাধীন জোট। তবে ঝাড়খন্ডে পুনরায় সরকার গঠন করেছে কংগ্রেস জোট।