ভিরাট-জয়সওয়ালের সেঞ্চুরিতে পার্থ টেস্টে চালকের আসনে ভারত
বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টের প্রথম ইনিংসে লো স্কোরিং থ্রিলারে বসন্ত দেখেছেন দু’দলের বোলাররা। ভারত-অস্ট্রেলিয়া কেউই পেরোতে পারেনি দেড়শো রানের দলীয় সংগ্রহ। তবে দ্বিতীয় ইনিংসে ম্যাচের আবহ পাল্টেছে।
নিজেদের শেষ ইনিংসে জোড়া সেঞ্চুরি তুলে নিয়েছেন ভারতীয় দুই ব্যাটার ভিরাট-জয়সওয়াল। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ৪৮৭ রানে ইনিংস ঘোষণা করে ভারত। জেতার জন্য অজিদের লক্ষ্য দাঁড়ায় ৫৩৪ রান।
টেস্ট ক্যারিয়ারে ৩০ তম সেঞ্চুরির দেখা পেয়েছেন কোহলি। অপটাস স্টেডিয়ামে এর আগে আরও একবার তিন অঙ্কের দেখা পেয়েছিলেন তিনি। অপরদিকে, প্রথম ইনিংসে খালি হাতে ফিরলেও যশ্বসী জয়সওয়ালও পেয়েছেন শতকের দেখা।
এদিকে, বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই খেই হারিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। স্কোরবোর্ডে কোনো রান যোগ না হতেই বিদায় নেন অজি ওপেনার নাথান। অপরদিকে, অধিনায়ক প্যাট কামিন্সের ব্যাটও হাসেনি এদিন। মাত্র ২ রানে প্যাভিলিওনের পথ ধরেন তিনি।
প্রতিবেদন লেখা পর্যন্ত, ৪ ওভার খেলা শেষে ২ উইকেট হারিয়ে ১২ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।