শচীনকে ছাড়িয়ে শেষের সেরা রুট

টেস্ট ক্রিকেটে চতুর্থ ইনিংসে ব্যাট করাটাকে সবচেয়ে কঠিন কাজের একটি মনে করা হয়। যে কারণে চতুর্থ ইনিংসে অল্প পুঁজি নিয়েও ম্যাচে দলের জয় পেতে দেখা যায় অহরহ। সেই চতুর্থ ইনিংসেই এবার রান করে রেকর্ড গড়েছেন জো রুট। চতুর্থ ইনিংসে রান করার বিচারে ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারকেও ছাড়িয়ে গেছেন এই ইংলিশ ব্যাটসম্যান।
চতুর্থ ইনিংসে ১৬২৫ রান নিয়ে এতোদিন শীর্ষে ছিলেন টেন্ডুলকার। আজ রোববার (১ ডিসেম্বর) সকালে ক্রাইস্টচার্চ টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের ৮ উইকেটে জয়ের ম্যাচে অপরাজিত ২৩ রানের ইনিংস খেলার পথে শচীনকে টপকে গেছেন রুট। তার রান এখন ১৬৩০।
১৫০তম টেস্ট খেলতে নেমে শচীনের রেকর্ড ভেঙে দেয়ার আগে রুট পেরিয়ে যান স্বদেশীয় এলিস্টার কুক (১৬১১) এবং গ্রায়েম স্মিথের (১৬১১) রান। চতুর্থ ইনিংসে দুটো শতরান, আটটা ফিফটি রয়েছে রুটের। যেখানে তার গড় ৪০ প্লাস।
রুটের এই রানের মোট ৬২০ রান কাজে লেগেছে দলের জয়ে। জাতীয় দলের জয়ের ক্ষেত্রে চতুর্থ ইনিংসে শচীনের রান ৭১৫। এই তালিকায় দক্ষিণ আফ্রিকান প্রাক্তন অধিনায়ক গ্রায়েম স্মিথের রান ১১৪১। এ ক্ষেত্রে এগিয়ে গ্রায়েম স্মিথ। ২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা স্মিথের চতুর্থ ইনিংসে ব্যাটিং গড় ৫১.৯৬।
টেস্টের মোট রান সংখ্যায় শচীনকে (১৫৯২১) পেরোতে হলে রুটকে (১২৭৭৭) এখনও করতে হবে ৩১৪৪ রান। যদিও শচীনের তুলনায় ইয়র্কশায়ারের এই সুপারস্টার ৫৫ ইনিংস কম খেলেছেন।
টেস্টের চতুর্থ ইনিংসে সর্বাধিক রান—
১৬৩০* – জো রুট (৪৯ ইনিংস)
১৬২৫ – শচীন টেন্ডুলকার (৬০ ইনিংস)
১৬১১ – গ্রায়েম স্মিথ (৪১ ইনিংস)
১৬১১ – অ্যালিস্টার কুক (৫৩ ইনিংস)
১৫৮৭ – শিবনারায়ণ চন্দ্রপল (৪৯ ইনিংস)
১৫৫২ – রাহুল দ্রাবিড় (৫৬ ইনিংস)
রিয়ালকে থামাতে পারবে অ্যাটলেটিকো?

প্রিমিয়ার লিগ: চেলসির জয়ের রাতে ম্যান ইউনাইটেড-আর্সেনালের ড্র

পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি

পূর্বের আসরগুলোর যেসব রেকর্ড ভেঙেছে এবারের চ্যাম্পিয়নস ট্রফি
