চাঁদপুরে নৌযানে চাঁদাবাজির অভিযোগে আটক ৩
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে নৌযানে চাঁদাবাজির অভিযোগে তিনজনকে আটক করেছে নৌ-পুলিশ। রোববার (১ ডিসেম্বর) সকালে মেঘনা নদীর চরউমেদ থেকে কাঁচিকাটাগামী খালসংলগ্ন স্থান থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মো. শাহ আলম ব্যাপারী (৩২), মো. মোক্তার মোল্লা (৪০) ও সুমন ব্যাপারী (৩০)। তারা তিনজনই শরীয়তপুরের সখিপুর উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা।
মোহনপুর নৌ-পুলিশ জানায়, রোববার সকালে নৌ-পুলিশের একটি টহল দল অভিযান চালিয়ে চাঁদাবাজির সাথে সম্পৃক্ত তিনজনকে হাতেনাতে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি কাঠের তৈরি ইঞ্জিন চালিত নৌকা ও নগদ ২ হাজার ৪২০ টাকা উদ্ধার করা হয়। আটককৃতরা দীর্ঘদিন যাবৎ নদীতে নৌযান থামিয়ে চালকদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছে বলেও জানায় পুলিশ।
মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।