শিলিগুড়িতে ড. ইউনূস বিরোধী পোস্টার
ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে অন্তর্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে অবমাননাকর পোস্টার সাঁটিয়েছে দুর্বৃত্তরা। তবে কারা এসব লাগিয়েছে তার কোনো হদিস বলতে পারছে না সেখানকার পুলিশ।
জানা গেছে, মঙ্গলবার প্রকাশ্য দিবালোকে একটি সনাতনী সংগঠনের সমর্থকরা এই পোস্টের লাগিয়েছে। তাতে ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে নানা আপত্তিকর কথা লেখা রয়েছে।
এর আগে, সোমবার ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ উপ সহকারী দূতাবাসে হামলার ঘটনায় বিব্রত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। গ্রেফতার করা হয়েছে তিন দুষ্কৃতিকারীকে। তার মধ্যেই ফের এই ধরনের ঘটনা গভীর চিন্তায় ফেলেছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের।
বিশ্লেষকরা বলছেন, ২০২৬ সালে পশ্চিমবঙ্গসহ আরও বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোটের লোভে শাসক এবং বিরোধী সব রাজনৈতিক দল এসব কর্মকাণ্ড চালাচ্ছে। নিজেদের দেশ ও রাজ্যের শিল্প, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান ও কৃষির নানা সমস্যাকে ধামা চাপা দিতে বাংলাদেশের রাজনৈতিক পালা বদল এবং ধর্মীয় সংঘাতকে প্রচার করা হচ্ছে।