আল-জাজিরার সম্প্রচার বন্ধ করল ফিলিস্তিনি কর্তৃপক্ষ
ফিলিস্তিনে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার সম্প্রচার সত্ত্ব সাময়িকভাবে বন্ধ করেছে কর্তৃপক্ষ। বুধবার (২ জানুয়ারি) ‘উসকানিমূলক কনটেন্ট’ প্রচারের অভিযোগে এ আদেশ দেয়া হয়।
ফাতাহ নিয়ন্ত্রিত পশ্চিম তীরের বার্তা সংস্থা ওয়াফার খবরে বলা হয়, সংস্কৃতি, স্বরাষ্ট্র ও যোগাযোগ মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত বিশেষ মন্ত্রী কমিটি ফিলিস্তিনে আল-জাজিরা চ্যানেলের সম্প্রচার ও এর কার্যালয়ের সব কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ফিলিস্তিনের অভ্যন্তরীণ বিষয়ে উসকানিমূলক কনটেন্ট ও প্রতিবেদন সম্প্রচার করায় আল-জাজিরার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সম্প্রচার সত্ত্ব সাময়িকভাবে বন্ধের বিষয়ে আল-জাজিরার সঙ্গে যোগাযোগ করেছিল এএফপি। সংবাদমাধ্যমটি নিশ্চিত করেছে, তারা বুধবার রামাল্লায় তাদের কার্যালয় বন্ধ রাখার একটি নির্দেশনা পেয়েছে।
তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের এ পদক্ষেপ নিয়ে এখন পর্যন্ত আল–জাজিরার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
উল্লেখ্য, আল-জাজিরা বন্ধ করার সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস।