জম্মু ও কাশ্মীরে ৩ ভারতীয় সেনা নিহত

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে দেশটির সেনাবাহিনীর একটি ট্রাক রাস্তা থেকে ছিটকে গিরিসঙ্কটে পড়ে তিন সেনা নিহত হয়েছেন। শনিবার (৪ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে উত্তরাঞ্চলীয় বানদিপোড়া জেলার সাক পায়েন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ নিয়ে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে, এই দুর্ঘটনার জন্য খারাপ আবহাওয়া একটি ভূমিকা রেখেছে বলে কর্মকর্তারা।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দায়িত্ব পালনের সময় প্রতিকূল আবহাওয়া ও কুয়াশার কারণে ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি ছিটকে খাদে পড়ে যায়। দুঃখজনকভাবে তিনজন সাহসী যোদ্ধা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
গত মাসেও এই ধরনের একটি দুর্ঘটনা ঘটেছিল জম্মু ও কাশ্মীরের পিঞ্চ এলাকায়। সেখানেই ৩০০ ফুট নিচে গভীর খাদে পড়ে গিয়েছিল সেনাবাহিনীর একটি ট্রাক। ওই দুর্ঘটনায় ৫ সেনা সদস্য মারা যান।
যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ছাড়া কি রাশিয়ার বিপরীতে টিকতে পারবে ইউক্রেন?

দিল্লি রেলস্টেশনে ভিড়, হুড়োহুড়িতে ১৮ জনের প্রাণহানি

মার্কিন পণ্যে পাল্টা ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা কানাডার ও মেক্সিকোর

ঐতিহ্যগতভাবে ব্রিটেনে না গিয়ে সৌদিতে প্রথম সফর করতে পারেন ট্রাম্প
