জাতীয় সাংস্কৃতিক বিপ্লব নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ

জাতীয় সাংস্কৃতিক বিপ্লব নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ

ফ্যাসিবাদ বিরোধী সাংস্কৃতিক লড়াইয়ের ভিতর দিয়ে জন্ম নেয়া নতুন বাংলাদেশে আন্তর্জাতিক মাতৃভাষার মাসে, নয়া সাংস্কৃতিক বিপ্লবের লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করলো ‘জাতীয় সাংস্কৃতিক বিপ্লব’।

মঙ্গলবার রাজধানীর তোপখানা রোডে একটি হোটেলে বিশিষ্ট কবি, গীতিকবি ও কথা সাহিত্যিক লতিফুল ইসলাম শিবলী, কবি সাম্য শাহ এবং কবি রুদ্রাক্ষ রায়হানের নেতৃত্বে ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে সংগঠনটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে।

সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে সংগঠনের ঘোষণাপত্রে বলা হয়েছে, ‘জাতীয় সাংস্কৃতিক বিপ্লব’ একটি গণমুখী সাংস্কৃতিক প্রতিষ্ঠান, যা সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ ও বাংলাদেশের বিরুদ্ধে যে কোন আগ্রাসনের বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে প্রতিশ্রুতিবদ্ধ থেকে জাতীয় সংস্কৃতির সুরক্ষা ও বিকাশে কাজ করবে।

‘জাতীয় সাংস্কৃতিক বিপ্লব’ দৃঢ় প্রত্যয়ে ঘোষণা করছে যে, সংগঠনটি সকল বেইনসাফের বিরুদ্ধে ইনসাফ প্রতিষ্ঠার প্রতিজ্ঞায় স্বাধীন বাংলাদেশের পক্ষে সর্বদা সজাগ থাকবে।

সংগঠনটি অতি দ্রুত একটি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

দেশের মাটি এর জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন দেশের মাটি ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান deshermatidaily@gmail.com এই ইমেইলে।

সংবাদ টি শেয়ার করুন

সম্পাদক ও প্রকাশক : মঈনুদ্দিন কাজল
deshermatidaily@gmail.com
০১৬১৫১১২২৬৬, ০১৬৭৩৫৬২৭১৬

দেশের মাটি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।