রাস্তা দখল করে খামারের নামে হাট
কোরবানির সময় নির্ধারিত হাট বাদে কোথাও গরু বেচাকেনাতো দূরের কথা প্রদর্শনীতেও মানা রয়েছে সিটি করপোরেশনের। অথচ নগর কর্তৃপক্ষকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রীতিমতো হাট বসিয়েছে বেশ কিছু খামার।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার চাঁদ উদ্যানের পাশে রীতিমতো রাস্তা দখল করে বসেছে হাট। অথচ চলতি মাসেই চিঠি দিয়ে এসব প্রতিষ্ঠানকে বিক্রয় ও প্রদর্শনী বন্ধের নির্দেশ দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
যদিও রাস্তা দখল করে হাট বসানোর পক্ষে যুক্তিও দাঁড় করান সাদেক এগ্রোর স্বত্বাধিকারী ইমরান হোসেন। তিনি বলেন, ‘আমরা যদি আমাদের গরু হাটে নিয়ে যেতাম তাহলে যেসব ক্রেতা গরু কিনতো তাদের পাঁচ শতাংশ হাসিল দিতে হতো। কিন্তু আমাদের খামার থেকে কেনার কারণে তাদের আর হাসিল দিতে হচ্ছে না। এতে ক্রেতাদের লাভ হচ্ছে, পয়সা বেচে যাচ্ছে।’
তবে নাকের ডগায় এমন অনিয়ম চোখেই পড়েনি ডিএনসিসির। শেষ বেলায় এসে ব্যবস্থা নেয়ার কথা বলছেন প্রধান নির্বাহী মীর খাইরুল আলম। তিনি বলেন, আমরা ৮টি হাট ইজারা দিয়েছি। এর বাইরে কেউ গরু কেনাবেচা করতে পারবে না।