বিএনপি’র বহিষ্কৃত নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল
বাগেরহাট (মোরেলগঞ্জ) প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলা উপজেলা বিএনপির বহিষ্কৃত সাবেক আহবায়ক খান মতিউর রহমান এর বিরুদ্ধে মোড়েলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি ঝাড়ু মিছিল ও সংবাদ সম্মেলন করেছে।
শনিবার সংবাদ সম্মেলনে মোরেলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক শহিদুল হক বাবুল বলেন, বাগেরহাট ৪ এর বট বৃক্ষের মতো বিএনপি'র সকল নেতাকর্মীদের যিনি ছায়া দিয়ে রেখেছেন এবং হামলা-মামলা শিকার হলে যিনি সর্বক্ষণ আগলে রেখেছেন সেই গণমানুষের প্রিয় নেতা জনাব খায়রুজ্জামান শিপন কে নিয়ে কটুক্তি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল জব্বার মোল্লা, মোড়লগঞ্জ পৌর বিএনপির আহবায়ক সিকদার ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মতিউর রহমান বাচ্চু, পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায় ফারুক হোসেন সামাদ, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক এফ এম শামীম আহসান।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মশিউর রহমান শফিক, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফকির রাসেল আল ইসলাম, পৌর বিএনপি'র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মহারাজ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মিলন, ঢাকা শ্যামপুর থানা শ্রমিক দলের সভাপতি হারুন অর রশিদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মজনু মোল্লা, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শামীম হাসান, পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ খান চুন্নু, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মশিউর রহমান জুয়েল, মৎস্যজীবী দলের উপজেলা সভাপতি লাভলু মুন্সি, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক সুমাইয়া আক্তার, বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।