করোনাভাইরাসকে কিছুটা পুরনো বিষয় বলে যারা ভাবছেন তাদের জন্য খবর হচ্ছে এই প্রথম বিশ্বে ২৪ ঘন্টায় ২ লাখ ৮ হাজারেরও বেশি মানুষ এতে সংক্রমিত হয়েছেন। এর মধ্যে যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ রেকর্ড ৫৫ হাজার ২৭৪ জনের করোনা শণাক্ত হয়েছে। এর আগে ব্রাজিলে একদিনে ৫৪ হাজার মানুষ আক্রান্ত হয়েছিলেন।
এদিকে যুক্তরাষ্ট্র করোনা মহামারি প্রতিরোধে যুক্তরাষ্ট্র অনিশ্চিত গন্তব্যে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির শীর্ষ স্বাস্থ্য বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি। বিশ্বের প্রবল প্রতাপশালী দেশটিতে মৃতের সংখ্যা ১ লাখ ৩১ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত ২৮ লাখেরও বেশি মানুষ। সংক্রমণ বেড়ে যাওয়ায় মাস্ক পরা বাধ্যতামূলক ঘোষণা করেছেন টেক্সাসের গভর্নর।
এদিকে ব্রাজিলে মোট প্রাণহানি ৬২ হাজারের কাছাকাছি। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৫ লাখ। দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৬ হাজারের বেশি মানুষ। এর মধ্যে মারা গেছেন ১ হাজার ৯৬৮ জন।প্রতিবেশি ভারতে সংক্রমিত হয়েছেন ৬ লাখ ২৭ হাজারের বেশি মানুষ। মারা গেছেন মোট ১৮ হাজার ২৪১ জন।
তবে এতবেশি আক্রান্ত ও মৃত্যুর খবর আসলেও এখনই করোনার ভ্যাকসিন আসার আশাপ্রদ কোনো খবর নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ধারনা করছে , ভ্যাকসিন আসতে আরো কমপক্ষে আড়াই বছর সময়ও লাগতে পারে । গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
জনস হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেম সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয় বলছে, শুক্রবার দুপুর পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ১০ লাখ ২৩ হাজার ছাড়িয়েছে। এদের মধ্যে মারা গেছে ৫ লাখ ২৪ হাজারের বেশি। আর ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬১ লাখ ৭৮ হাজারের বেশি মানুষ।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব বর্তমানে কমে গেছে।