পাবনা জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের বারিক সভাপতি, শিমুল বিশ্বাস সাধারণ সম্পাদক
আব্দুল্লাহ আল মোমিন, পাবনা: গতকাল (১৯ জুন ২০২৪ বুধবার) শহরের সেন্ট্রাল গার্লস হাইস্কুলে সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকাল ৫টা পর্যন্ত।
নির্বাচনে ২০ টি পদের বিপরীতে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচন উপলক্ষে পোস্টার লিফলেটে ছেয়ে যায় নির্বাচনী এলাকা।
এবার নির্বাচনে ৩ হাজার ৬০০ ভোটারের মধ্যে ২৪৮৭ ভোটাধিকার প্রয়োগ করেন। পাবনা জেলা ট্রাক ট্যাংকলরী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার জানান, ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ভোট গ্রহণ সময়ে কোথাও কোন বিশৃঙ্খলা ঘটেনি। ভোটাররা নির্ভয়ে পছন্দের প্রাথীকে ভোট দিয়েছেন।
নির্বাচনে উপস্তিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রফেসর শিবজিত নাগ, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা প্রেসক্লাব সসম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা প্রেসক্লাবের সাবেক সসম্পাদক আখিনুর ইসলাম রেমন, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম, পাবনা ডায়বেটিক সমিতির সভাপতি বেবী ইসলাম।
আরো উপস্থিত ছিলেন আব্দুল মোমিন মোল্লা, সাধারণ সম্পাদক, পাবনা মোটর মালিক গ্রুপ। ফিরোজ খান,সভাপতি, পাবনা মোটর শ্রমিক সমিতি। পাভেল হাসান জাহাঙ্গীর, সভাপতি, রিকসা শ্রমিক। আবুল আহসান খান রেয়ন,সাবেক সাধারন সম্পাদক, পাবনা মোটর মালিক গ্রুপ। খাদেমুল ইসলাম বাদশা,মালিক রাজাবাদশা পরিবহন। কানাইলাল সরকার,মোটর মালিক গ্রুপ।
নির্বাচনে বিশৃঙ্খলা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ সদস্যের উপস্থিতি লক্ষ্য করা গেছে।