ডায়াবেটিসের রোগীদের ত্বকের নানা ধরনের সমস্যা খুবই ভোগায়। কিছু সমস্যা আছে, যা তাদেরই বেশি হয়। আবার সাধারণ ত্বকের সংক্রমণও ডায়াবেটিসের কারণে জটিল হয়ে উঠতে পারে। তাই এ রোগে আক্রান্তদের ত্বকের বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন।
যাঁদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই, তাঁদের দেহের যেকোনো জায়গায় ফোঁড়া, ফুসকুড়ি দেখা দিতে পারে। নখের গোড়ায় প্রদাহের সৃষ্টি হয়। দেহের যেকোনো ভাঁজে, কুঁচকিতে ছত্রাকের আক্রমণ হয়ে ত্বকে মারাত্মক চুলকানি দেখা দেয়। রক্তে উচ্চমাত্রায় সুগার ত্বককে পানিশূন্য করে ফেলে। এতে ডায়াবেটিস রোগীর ত্বক শুষ্ক, ফেটে যায় ও চুলকানির সৃষ্টি হয়।