পেটে পানি জমা বা পেট ফুলে যাওয়ার কথা আমরা প্রায়ই শুনে থাকি। নানাবিধ শারীরিক সমস্যার কারণে এমনটি হতে পারে। আসুন, বিস্তারিত জেনে নিই এর কারণ ও করণীয় সম্পর্কে।
লিভার বা যকৃৎ আমাদের শরীরের একটি অতি গুরুত্বপূর্ণ অঙ্গ। যকৃতের নানা সমস্যায়, বিশেষ করে লিভার সিরোসিস হলে অসুখের একপর্যায়ে পেটে পানি আসে। পেটে পানি জমা হওয়ার প্রধান কারণ কিন্তু এই লিভার সিরোসিস।
এখন জানা যাক লিভার সিরোসিস কী? কেন হয়? লিভার বা যকৃৎ যদি ফাইব্রসিস বা শক্ত হয়ে যায়, তখন সেই অবস্থাকে সিরোসিস বলে। নানান কারণে লিভার সিরোসিস হতে পারে। যেমন হেপাটাইটিস বি ও সি ভাইরাসের দীর্ঘমেয়াদি সংক্রমণ, দীর্ঘমেয়াদি ফ্যাটি লিভার, অ্যালকোহলে আসক্তি ইত্যাদি।