আর্থিক ঝুঁকিতে আছেন প্রেসিডেন্ট জো বাইডেন
আমেরিকান প্রেসিডেন্ট বাইডেন তার নির্বাচনী অর্থদাতাদের সমস্যার কেন্দ্রে নিয়ে যাচ্ছে। বর্তমান এই প্রেসিডেন্ট সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে অনুষ্ঠিত বিতর্কে যে পারফরমেন্স করেছেন তা শুধু হতাশারই জন্ম দেয় নি। নির্বাচনী প্রচারণাকে হুমকিতে ফেলেছে সাথে তার রাজনৈতিক জীবনকে ঝুঁকিতে ফেলেছেন। এবং এটি অর্থনৈতিক হুমকি হিসেবে হয়ে দাড়াতে পারে।
রিপাবলিকান শিবিরের ট্রাম্পের পকেটে এখন অনেক অর্থ। নিয়মিত প্রেসিডেন্ট নির্বাচনের হন্য সংগ্রহ হচ্ছে তাতে জো বাইডেনকে পেছনে ফেলছেন ডোনাল্ড ট্রাম্প।
বাইডেনের অবস্থা আরো খারাপের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। মনে করছেন, ধনী অর্থদাতারা নিশ্চয়ই অর্থনৈতিক দুর্বল রেসে বাজি ধরবেন না।
সংবাদ সংস্থা রয়টার্স জানায়, শুরুর দিকে বাইডেনের ভান্ডারে অনেক বেশি ফান্ড জমা হচ্ছিলো। বাইডেন বাহিনী ট্রাম্পকে আইনের প্যাচে নাকানিচুবানি খাওয়াচ্ছিলো। বাইডেনের প্রচার টিম ঠিক তেমন কাজই করেছেন যা দরকার ছিল। ডেমোক্রেটরা তহবিল সংগ্রহে সাফল্য পেয়ে যাচ্ছিলো।
সকল রাজ্যে বাইডেনের ভালো অবস্থা থাকলেও গত বসন্তে হাওয়া ঘুরে যায়। গত এপ্রিলে বাইডেনের চেয়ে ২ কোটি ৫০ লাখ ডলার বেশি অর্থ সংগ্রহ করে তাক লাগান ডোনাল্ড ট্রাম্প।
দিন দিন প্রেসিডেন্টের জন্য সময় খারাপ হতে থাকে।
নিউইয়র্কের আদালতে মিথ্যা তথ্যর জন্য ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে। তখন থেকে ট্রাম্পের তহবিলে অর্থ জমতে শুরু করে।