গাজায় ধ্বংসস্তূপের নিচে ৬০টিরও বেশি মরদেহ

ইসরাইলি সামরিক বাহিনীর অভিযানের পর গাজা শহরের শেজাইয়া এলাকায় ধ্বংসস্তূপের নিচ থেকে ৬০টিরও বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আশপাশের ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক লাশ আটকে আছে বলে ধারণা করা হচ্ছে। শনিবার (১৩ জুলাই) এক প্রতিবেদনে ফ্রেঞ্চ সংবাদমাধ্যম ‘ফ্রান্স ২৪’ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানায়, শহরের এলাকাগুলো থেকে ইসরাইলি সৈন্যরা চলে যাওয়ার পর ফিলিস্তিনি চিকিত্সকরা গাজা শহরের শেজাইয়া পাড়ায় ধ্বংসস্তূপের নিচ থেকে ৬০ জনেরও বেশি মানুষের লাশ উদ্ধার করেছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মুখপাত্র মাহমুদ বাসাল এক সংবাদ সম্মেলনে বলেন, আশপাশের ধ্বংসস্তূপের নিচে এখনো কয়েক ডজন লাশ আটকে আছে। তিনি বলেন, ইসরাইলি বাহিনী আশপাশের ৮৫ শতাংশেরও বেশি আবাসিক ভবন ধ্বংস করেছে। শেজাইয়া বর্তমানে একটি দুর্যোগপূর্ণ এলাকায় পরিণত হয়েছে, যা বসবাসের জন্য অনুপযুক্ত।
যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ছাড়া কি রাশিয়ার বিপরীতে টিকতে পারবে ইউক্রেন?

দিল্লি রেলস্টেশনে ভিড়, হুড়োহুড়িতে ১৮ জনের প্রাণহানি

মার্কিন পণ্যে পাল্টা ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা কানাডার ও মেক্সিকোর

ঐতিহ্যগতভাবে ব্রিটেনে না গিয়ে সৌদিতে প্রথম সফর করতে পারেন ট্রাম্প
